পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

অনুব্রত মণ্ডল এখন জেলে ভয় পাবেন না, বীরভূমে শাহী অভয়বাণী - Amit Shah - AMIT SHAH

Amit Shah: বীরভূমের রামপুরহাট বিধানসভার চাকপাড়া স্কুল সংলগ্ন মাঠে শুক্রবার নির্বাচনী জনসভা করেন অমিত শাহ ৷ বীরভূম লোকসভা আসনে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যর সমর্থনে তিনি সভা করেন ৷ সেখানেই তিনি তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ ৷

Amit Shah
অমিত শাহ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 6:33 PM IST

রামপুরহাট, 10 মে: নির্বাচনী জনসভার মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন জাতীয় সভাপতি অমিত শাহের মুখে শোনা গেল অনুব্রত মণ্ডলের নাম ৷ বীরভূমে তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার নাম নিয়ে তিনি বললেন, ‘‘অনুব্রত মণ্ডল এখন জেলে ভয় পাবেন না ৷’’

আগামী 13 মে বীরভূমের দু’টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে ৷ এই দুই আসনের জন্য আগামিকাল শনিবার প্রচার শেষ হবে৷ তার আগে শুক্রবার বীরভূমের রামপুরহাটে বিজেপির নির্বাচনী জনসভায় অংশ নেন অমিত শাহ ৷ সেখানেই তাঁর ভাষণে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ উঠে আসে ৷

2022 সালের অগস্টে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল ৷ তিনি গরুপাচার মামলায় অভিযুক্ত ৷ এই মামলায় গ্রেফতার হয়ে আপাতত তিনি তিহাড়ে বন্দি রয়েছেন ৷ সেই প্রসঙ্গ তুলেই বীরভূমের মানুষকে আশ্বস্ত করেন তিনি ৷ নির্ভয়ে ভোট দেওয়ার কথাও বলেন অমিত শাহ ৷ পাশাপাশি কাটমানি-সিন্ডিকেট যারা চালায়, তাদের শুধরে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি ৷ বলেন, ‘‘আমাদের সরকার হওয়ার পর উলটো করে ঝুলিয়ে সোজা করে দেব ৷’’

এছাড়াও এ দিন রামমন্দির থেকে আরও একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসকে আক্রমণ করেছেন অমিত শাহ ৷ তাঁর দাবি, অনুপ্রবেশকারীরা আসলে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভোটব্যাংক ৷ তৃণমূল কংগ্রেস মা, মাটি ও মানুষের স্লোগান দিয়ে সরকারে এসেছিল ৷ কিন্তু ভোটব্যাংকের জন্য তাদের স্লোগান হয়ে গিয়েছে মোল্লা, মাদ্রাসা ও মাফিয়া ৷ অমিত শাহের আরও দাবি, টিএমসি-র অর্থ তুষ্টিকরণ (টি), মাফিয়া (এম) ও কোরাপশন (সি-দুর্নীতি) ৷

সন্দেশখালি নিয়েও আবার এ দিন তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ ৷ ভোটব্যাংকের জন্য সন্দেশখালিতে ধর্মের ভিত্তিতে মহিলাদের উপর অত্যাচার হতে দিয়েছে তৃণমূল ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে ধর্মীয় পরিচয়ের নিরিখে অত্যাচারের শিকার মহিলারা, দাবি অমিতের
  2. মুসলিমদের সংরক্ষণ এসসি-এসটি-ওবিসিদের দেবে বিজেপি, দাবি অমিত শাহের
  3. কমল শাহি টার্গেট ! রাজ্যে 35 নয় 30টি আসন জিততে চায় বিজেপি

ABOUT THE AUTHOR

...view details