রামপুরহাট, 10 মে: নির্বাচনী জনসভার মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন জাতীয় সভাপতি অমিত শাহের মুখে শোনা গেল অনুব্রত মণ্ডলের নাম ৷ বীরভূমে তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার নাম নিয়ে তিনি বললেন, ‘‘অনুব্রত মণ্ডল এখন জেলে ভয় পাবেন না ৷’’
আগামী 13 মে বীরভূমের দু’টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে ৷ এই দুই আসনের জন্য আগামিকাল শনিবার প্রচার শেষ হবে৷ তার আগে শুক্রবার বীরভূমের রামপুরহাটে বিজেপির নির্বাচনী জনসভায় অংশ নেন অমিত শাহ ৷ সেখানেই তাঁর ভাষণে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ উঠে আসে ৷
2022 সালের অগস্টে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল ৷ তিনি গরুপাচার মামলায় অভিযুক্ত ৷ এই মামলায় গ্রেফতার হয়ে আপাতত তিনি তিহাড়ে বন্দি রয়েছেন ৷ সেই প্রসঙ্গ তুলেই বীরভূমের মানুষকে আশ্বস্ত করেন তিনি ৷ নির্ভয়ে ভোট দেওয়ার কথাও বলেন অমিত শাহ ৷ পাশাপাশি কাটমানি-সিন্ডিকেট যারা চালায়, তাদের শুধরে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি ৷ বলেন, ‘‘আমাদের সরকার হওয়ার পর উলটো করে ঝুলিয়ে সোজা করে দেব ৷’’