কলকাতা, 14 মার্চ: বামেদের উপর চাপ বাড়াতে বামেদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশের আধ ঘণ্টা আগেই তড়িঘড়ি আটটি আসনে লড়াইয়ের কথা ঘোষণা করল আইএসএফ । তাঁরা যে আটটি আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছে তার মধ্যে রয়েছে যাদবপুরও ৷ যদিও বামেরা তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে জানিয়ে দিয়েছে যে, আইএসএফ-এর এই দাবি তারা মানছে না ৷ যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করেছে বামফ্রন্ট ৷
বাম ও আইএসএফ-এর মধ্যে জোটের সম্ভাবনা আরও জটিল হল বৃহস্পতিবার ৷ আইএসএফ রাজ্য সভাপতি শামসুর আলি মল্লিক জানিয়েছে, তারা বামেদের সঙ্গে জোটের পক্ষে রয়েছে ৷ তবে, তাদের শর্ত না-মানলে আজই প্রার্থী ঘোষণা করার পথে হাঁটবে তারা ৷ আইএসএফ আজ জানিয়ে দিয়েছে যে, বারাসত, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর, মালদহ দক্ষিণ ও মুর্শিদাবাদ আসনে লড়তে চায় তারা ৷ এর মধ্যে যাদবপুর কেন্দ্রে বামেরা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করলে তবেই তারা যাদবপুর থেকে প্রার্থী তুলে নেবে বলে জানিয়েছে আইএসএফ ৷
নওশাদ সিদ্দিকীর দলের তরফে জানানো হয়েছে যে, তারা প্রথমে 20টি আসন দাবি করেছিল ৷ তবে জোটের স্বার্থে তারা প্রথমে 14 ও তারপরে আটটি আসনের কথা বলেছে ৷ সেই আট আসনেরই নাম আজ বামেদের প্রার্থী তালিকা প্রকাশের আগেই জানিয়ে দেয় আইএসএফ ।