পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

অধীরের জন্যই রাহুলের ন্যায় যাত্রায় বাধা সৃষ্টি, তৃণমূল বললেই সরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বহরমপুরের সাংসদের - ভারত জোড়ো ন্যায় যাত্রা

Adhir Ranjan Chowdhury: তৃণমূল কংগ্রেসকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন অধীররঞ্জন চৌধুরী ৷ তাঁর কথায়, অধীর চৌধুরীর জন্য রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় সমস্যা তৈরি করা হচ্ছে, এটা বলতে তৃণমূলকে ৷ এটা বলে দিলে তিনি এই কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন ৷

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 7:29 PM IST

Updated : Jan 30, 2024, 8:01 PM IST

তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ অধীররঞ্জন চৌধুরীর

কলকাতা, 30 জানুয়ারি:অধীর চৌধুরীর জন্যই ‘ইন্ডিয়া’ জোটে তৃণমূলের সমস্যা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে । এবার সেই বিষয়েই মঙ্গলবার মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷ তাঁর বক্তব্য, তৃণমূলকে বলতে হবে অধীরের জন্যই বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রায় প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে । আর, তৃণমূল চুরি করলেও সেটা বলা যাবে না ।

এ দিন বহরমপুরে সাংবাদিক বৈঠক করে অধীররঞ্জন চৌধুরী বলেন, "তাঁরা বলেদিক, অধীর চৌধুরীর জন্য আমরা বাংলায় রাহুল গান্ধিকে জায়গা দিচ্ছি না । বলে দিলে আমি সরে আসব । রাহুল গান্ধির পদযাত্রা মসৃণ করার জন্য আমি সরে আসব । তারা বলেদিক, অধীর চৌধুরীর জন্য আমরা রাহুল গান্ধির পদযাত্রা করতে দিচ্ছি না ।’’

তিনি আরও বলেন, ‘‘সর্বভারতীয় কংগ্রেস নেতার পদযাত্রা । যাঁর পরিবারের জন্যই একজন নেত্রী (মমতা) হয়েছেন, মন্ত্রী হয়েছেন । মনে রাখতে রাহুল গান্ধির পদযাত্রা নিয়ে এ বাংলায় যা করা হয়েছে, তা বাংলার লজ্জা । বাংলার সংস্কৃতি নয় । রাহুল গান্ধির সঙ্গে যা করা হয়েছে, তার জন্য আমি লজ্জিত । এটা তাঁর সঙ্গে করা যায় না । বাংলায় এটা ছিল না । আপনারা চাইলে আমাদের সঙ্গে করতে পারতেন । রাহুল গান্ধি আবার পদযাত্রায় বাংলায় আসবেন । আবারও বলব তাঁর পদযাত্রায় যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করা হয় ।"

অধীর আরও বলেন, "পশ্চিমবাংলায় চুরি হচ্ছে । তা কি বলব না ? বাংলায় চুরি কাণ্ডে তৃণমূল জড়িত । তা কি বলব না ? আনিশ খান খুনে দোষীরা শাস্তি পেল না । ইডিকে আমি ইডিয়ট বলি । আর কেউ বলার সাহস রাখে না । আনিশ খান খুনে দোষী খুঁজে পাওয়া গেল না । আমরা যাব কোথায় ? কোর্টে ? শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে । পাওনা চাকরি দিচ্ছে না ? যাব কোথায় ? কোর্টে ? রেশনের মাল পাচ্ছি না । যাব কোথায় ? কোর্টে ? কোর্ট কাকে দিয়ে তদন্ত করাবে, তা কোর্টের ব্যাপার ? কোর্ট বলছে সিবিআই, ইডি । আমরা বলিনি । 2-2 চার করে দেবেন না প্লিজ ।’’

তাঁর আরও বক্তব্য, ‘‘কোর্টে সাধারণ মানুষ গিয়েছেন বিচার চাইতে । নিপীড়িত, নির্যাতিত মানুষ গিয়েছেন বিচার চাইতে । বিচারক বলছেন এভাবে তদন্ত হোক । যিনি বিচার চাইতে যাচ্ছেন, তাঁর ইচ্ছে অনুযায়ী হচ্ছে না কিন্তু । দু’টোর মধ্যে ফারাক আছে । সরকারের কথায় ইডির হামলা । সিবিআই হামলা । আর কোর্টের নির্দেশে সিবিআই, ইডি হামলা । আম আর আমড়ার মধ্যে ফারাক আছে । কমলা আর কলার মধ্যে ফারাক আছে । আতা আর ব্যাঙের ছাতার মধ্যে ফারাক । তা গুলিয়ে দেওয়া যাবে না । এই বাংলার মানুষ জানে কে চোর ? কে শয়তান ? চোর যেন সাধু হওয়ার চেষ্টা না করে ।"

আরও পড়ুন:

  1. কোথাও বাধা পেলে সেখানে জনসংযোগ সারবেন রাহুল, জানাল মালদা জেলা কংগ্রেস
  2. বহরমপুরে রাত্রিবাসের জায়গা হল না রাহুলের, রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কংগ্রেসের
  3. রাহুল গান্ধিকে 'অশ্লীল' ভাষায় আক্রমণের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে একাধিক এফআইআর
Last Updated : Jan 30, 2024, 8:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details