কলকাতা, 29 অগস্ট: কামদুনি-হাঁসখালি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । তাঁর নেতৃত্বে বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা । রাজ্যের বিভিন্ন প্রান্তের শয়ে শয়ে কংগ্রেস কর্মী-সমর্থকরা এই মিছিলে পা মিলিয়েছেন ।
মিছিল শেষে শ্যামবাজারের সভামঞ্চ থেকে অধীররঞ্জন চৌধুরী বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেঁসে গিয়েছেন । ... বিনীত গোয়েলের মতো নির্যাতিতার বাবা-মাকে দশ লক্ষ টাকার বিনিময়ে কিনতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু কিনতে পারেননি । আজ যে মিটিং হচ্ছে এটা কোনও রাজনৈতিক দলের মিছিল নয় । সমাজের বিভিন্ন অংশের মানুষ সাধারণ মানুষ তারা সুবিচারের দাবিতে পথে নেমেছেন ।’’
তিনি আরও বলেন, ‘‘প্রত্যেকের চিন্তা আছে৷ কিন্তু নির্লজ্জ মুখ্যমন্ত্রী একটি বারের জন্য ক্ষমা চাইলেন না । উপরন্তু 5, 10 লাখ টাকার বিনিময়ে কিনতে চেয়েছেন । বাংলার মানুষ বিক্রি হবে না । আজ আমরা পতাকা নিয়ে রাস্তায় নেমেছি, আগামীতে সমস্ত জায়গায় রাজনৈতিক পতাকা ছেড়ে সাধারণ মানুষের সঙ্গে বিচারের দাবিতে আন্দোলনে সামিল হতে চায় । আরজি করের প্রমাণ লুট করেছেন আপনি । রিওয়াজনুর কাণ্ডে আপনি সিবিআই চেয়েছিলেন । কিন্তু আপনি ক্ষমতায় এসেও বিচার করতে পারেননি । আপনি কাজের সময় কাজী কাজ ফুরালে.... ।’’