সিএএ লাগু নিয়ে অধীর চৌধুরীর বক্তব্য বহরমপুর, 11 মার্চ: "সিএএ লাগু হল মানে আকাশ ভেঙে পড়ল না । বিজেপি চাঁদ ধরে আনল না । এদেশের কেউ নাগরিকত্ব হারাবেন না । ভোটের আগে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে বিজেপি । যদি সদিচ্ছা থাকত তাহলে এত দেরি করতে হল কেন ? পাঁচ বছর আগেই লাগু করতে পারত ।" সোমবার সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হওয়ার পর এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী ৷
সোমবার সন্ধ্যায় দেশে বিজ্ঞপ্তি জারি করে সিএএ লাগু করেছে কেন্দ্র সরকার । 2019 সালে এই বিলে সই করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তারপর থেকে সিএএ বিল আইনে পরিণত হওয়া থেকে আটকে ছিল । লোকসভা নির্বাচনের আগে অমিত শাহের কথামতো চালু হয়ে গেল সিএএ ।
এদিন এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে অধীর চৌধুরী বলেন, "সিএএ-তে বলা হয়েছে 2014 সালের 31 ডিসেম্বরের আগে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছিল তাদের প্রমাণপত্র দেখে এদেশের নাগরিকত্ব দেওয়া হবে । কিন্তু তারপরে যারা এসেছে তাদের কথা কিছু বলা হয়নি এই আইনে । সিএএ-র জন্য কেউ নাগরিকত্ব হারাবে না । সিএএ চালু হল মানে আকাশ ভেঙে পড়েনি । বিজেপি চাঁদ ধরে আনেনি । পাঁচ বছর আগে এই বিল হয়েছে । বিজেপির সদিচ্ছা থাকলে অনেক আগেই চালু করতে পারত । কেন করেনি ? এখন লোকসভা নির্বাচনের আগে এটা লাগু করে বিজেপি ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে ৷"
আরও পড়ুন :
- লোকসভা ভোটের আগে দেশজুড়ে লাগু সিএএ
- সিএএ লাগু নিয়ে উচ্ছ্বসিত নিশীথ-শুভেন্দু,"মোদি-মমতার মিলিত ষড়যন্ত্র", মত বামেদের
- সবার আগে সরব, কাল মতুয়া গড়েই সিএএ নিয়ে জবাব দেবেন মমতা