কলকাতা, 10 ফেব্রুয়ারি: পূর্ব ঘোষণা মতোই শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ৷ পরে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীরও দেখা হয় বলে জানা গিয়েছে। দেবকে নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল ৷ এমনকী আসন্ন লোকসভা নির্বাচনে তিনি আর প্রার্থী চান না। এমনটাও শোনা গিয়েছিল। প্রথমে তাঁর নিজের নির্বাচনী এলাকার তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দেন। পরবর্তী সময় লোকসভায় তাঁর বক্তব্য এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিল। এরপরই অভিষেক জানান, দেবের সঙ্গে তিনি বৈঠক করবেন। সেই মতো শনিবার ক্যামাক স্ট্রিটে দেবের সঙ্গে কথা হয় অভিষেকের।
এদিন বিকেল চারটে নাগাদ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছে যান দেব। এরপর তাঁদের মধ্যে ঘন্টা খানেক কথাবার্তা হয়। যতদূর জানা যাচ্ছে, এই বৈঠক ইতিবাচক। অভিষেকের সঙ্গে কথা বলার পর আরও একবার নির্বাচনে দাঁড়াতে রাজি হয়েছেন দেব। এমনটাও জানা গিয়েছে, এদিন বৈঠকের পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে তিনি কথা দিয়েছেন, আরও একবার যদি তৃণমূল কংগ্রেস চায় তাহলে ভোটে দাঁড়াবেন তিনি। এক্ষেত্রে যেখানে দল তাঁকে প্রার্থী করবে সেখানেই তিনি প্রার্থী হবেন। তবে আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র না অন্য কোথাও তাঁকে দাঁড় করানো হবে সেই বিষয়টি তিনি দলের উপরেই ছেড়েছেন।
জানা গিয়েছে, দেব অভিষেককে আরও বলেছেন, তিনি দলের একজন অনুগত সৈনিক হিসেবেই থাকবেন। দল যে নির্দেশ দেবেন তা মাথা পেতে নেবেন। তৃণমূল সুত্রে জানা গিয়েছে, অভিষেকের সঙ্গে বৈঠক করার পর এদিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েও তাঁর সঙ্গে দেখা করেন দেব। সেখানে তিনি দলনেত্রীকে একরকম কথা দিয়েছেন, দল যেখানে তাঁকে প্রার্থী করবে সেখানেই দাঁড়াবেন তিনি। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন মহল থেকে একটা জল্পনা শোনা যাচ্ছিল সাংসদ পথ থেকে নাকি ইস্তফা দিতে পারেন দেব।
এখানেই শেষ নয়, শোনা গিয়েছিল এই চলচ্চিত্র অভিনেতা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নাকি সমস্ত সম্পর্কও ছিন্ন করতে পারেন। যদিও দিল্লি থেকে ফিরে সেই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। বরং তিনি দলনেত্রীর উপরই আস্থার কথা বলেছিলেন। আজ দলের নেত্রী এবং অভিষেকের সঙ্গে বৈঠকের পর মনে করা হচ্ছে দেব নিয়ে গত কয়েক দিন ধরে যে জল্পনা যে জেটিলতা তৈরি হয়েছিল তা আপাতত কাটতে চলেছে।