বসিরহাট, 20 মার্চ: ডায়মন্ড হারবারে চার লাখের ব্যবধানে বিজেপিকে গ্যারাজ করবেন ৷ বসিরহাটের সভা থেকে এমনই আত্মবিশ্বাসী সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷ বুধবার বিজেপিকে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি ৷ সেই চ্যালেঞ্জে হেরে গেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ৷ তবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, বিজেপির এতটুকু বুকের পাটা নেই, তাই তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না ৷ ফলে তাদের ভোট চাওয়ার অধিকারও নেই ৷ তাঁর কথায়, "দিদির গ্যারান্টি মানে লাইফটাইম ওয়ারান্টি, আর মোদির গ্যারান্টি মানে জিরো ওয়ারান্টি ৷"
বসিরহাটের নির্বাচনী প্রচার সভার শুরু থেকেই একইসঙ্গে আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বক্তব্যের শুরুতেই তিনি বলেন, "যখনই বসিরহাটে আসি তখনই বৃষ্টি হয় ৷ নবজোয়ারের সময়ও তাই হয়েছিল ৷ বৃষ্টি মানে আগাম সূচনা মা মাটি মানুষের জয়ের ৷ বৃষ্টি মানে তৃণমূলের জয় এখন সময়ের অপেক্ষা ৷"
বাংলায় সাত দফায় লোকসভা নির্বাচন নিয়ে এ দিন তীব্র ক্ষোভপ্রকাশ করেন অভিষেক ৷ তাঁর দাবি, "পঞ্চায়েতেও কেন্দ্রীয় বাহিনী ছিল, আসলে সব ভোকাট্টা হল ৷ কোভিডের সময় বলেছিল, কোভিডের জন্য ভোট করতে হয়েছে আট দফায় ৷ এ বার কী অজুহাত ৷ আগেরবার আট দফা করেও গোহারা হেরেছেন, এবারও গোহারান হারবে ৷ বাংলার প্রতি বারবার বৈমাতৃসুলভ আচরণ হয়েছে ৷"
বিধানসভা ও পঞ্চায়েতে বাংলায় গেরুয়া শিবির বিপর্যয়ের মুখে পড়ার কারণেই কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে বলে এ দিন দাবি করেন অভিষেক ৷ তাঁর অভিযোগ, সেই কারণেই 100 দিনের টাকা ও আবাস যোজনার টাকা আটকে রাখা হয়েছে ৷ তিনি বলেন, "বিজেপি বাংলায় হেরে গিয়ে বাংলার টাকা আটকে রেখেছে ৷ সে জন্য আমরা এদের বাংলাবিরোধী বলছি ৷ বাংলাবিরোধীদের বিরুদ্ধে লড়াই আপনারা লড়বেন কি ? এই নির্বাচন শুধু কেন্দ্রীয় সরকার নির্বাচন করার ভোট নয় ৷ বাংলায় মমতার হাত শক্ত করার ভোট নয় ৷ এটা প্রতিরোধের ভোট ৷ প্রতিশোধের ভোট ৷ বাংলা বিরোধীদের শিকড় থেকে উপড়ে ফেলার ভোট ৷"
এ প্রসঙ্গেই উপস্থিত ভোটারদের উদ্দেশে অভিষেক বলেন, "আপনাদের এখানে আর আমার কেন্দ্র ডায়মন্ডহারবারে একই দিনে, 1 জুন ভোট ৷ আমি ডায়মন্ড হারবারে ওদের চার লক্ষের ব্যবধানে গ্যারাজ করব ৷ গঙ্গার জলে ভাসিয়ে গ্যারাজ করে দিল্লি পাঠাব, বান্ডিল করে দেব ৷ আপনাদের ব্যবধানও এ বার বাড়বে তো ? আগেরবার তো প্রায় তিন লাখ ছিল ৷ ওদের বিসর্জন দেব ৷ আজ তার খুঁটি পুজো করে গেলাম ৷" অভিষেকের দাবি, "এমন ভাবে ভোট দেবেন ভোটবাক্স খুললে পদ্মফুল যেন সর্ষে ফুল দেখে ৷ জামানত বাজেয়াপ্ত করতে হবে ৷"
এ দিন সন্দেশখালি নিয়েও বিজেপিকে একহাত নেন অভিষেক ৷ তিনি বলেন, দলের নেতারা অপরাধে জড়ালে তৃণমূল কংগ্রেস তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়, কিন্তু বিজেপি ব্রিজভূষণ সিং, বিএস ইয়েদুরাপ্পা বা কুলদীপ সেঙ্গারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ৷
আরও পড়ুন:
- কয়লাপাচার মামলায় 'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, লোকসভা ভোটের আগে দিল্লিতে ডাক নয়
- নির্বাচনী সভা থেকে সুকান্তকে খোলা চ্যালেঞ্জ, মুখোমুখি বসার আহ্বান অভিষেকের
- গার্ডেনরিচ: ফিরহাদের নাকের নীচে কীভাবে অবৈধ নির্মাণ ? প্রশ্ন শুভেন্দুর, রাজনীতি না-করার অনুরোধ অভিষেকের