পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

তৃণমূলের অপমানজনক মন্তব্যই বিজেপিতে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে: অভিজিৎ গঙ্গোপাধ্যায় - বিজেপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Abhijit Gangopadhyay to join BJP: বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, তৃণমূলের অপমানজনক মন্তব্যই তাঁকে বিজেপিতে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 2:33 PM IST

Updated : Mar 5, 2024, 2:56 PM IST

কলকাতা, 5 মার্চ:জল্পনাই সত্যি হল ৷ বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর আজ সাংবাদিক বৈঠকে নিজেই এ কথা ঘোষণা করলেন তিনি ৷ তিনি জানিয়েছেন, আগামী সাত তারিখ তিনি বিজেপিতে যোগ দেবেন ৷ তবে লোকসভা নির্বাচনে তিনি দাঁড়াবেন কি না, সে বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি ৷ শাসকদলের অপমানজনক মন্তব্যই তাঁকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রেরণা দিয়েছে বলে দাবি করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

এ দিন তাঁর সল্টলেকের বাড়িতে সাংবাদিক বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমি বিজেপিতে যোগ দিচ্ছি ৷ আমি লড়ব কি না সেটা বিজেপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে ৷ হয়তো 7 তারিখ বিজেপিতে যোগ দেব ৷" তিনি কেন বিজেপিতে যাচ্ছেন এই প্রশ্নের জবাবে অভিজিৎ বলেন,

"শাসকদল আমাকে অপমানজনক কথা বলেছে ৷ তাঁরা জাজকে উদ্দেশ্য করে গালাগালি করেছেন ৷ তাঁদের অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে বলে এসব করেছে ৷ শাসকদলের এই অপমানজনক কথাই আমাকে রাজনীতিতে আসার অনুপ্রেরণা জুগিয়েছে ৷ তাঁদের জন্যই আমি অনেক আর্থিক ক্ষতি করে অবসরের পাঁচ মাস আগে ইস্তফা দিলাম ৷ বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল, যাঁরা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে ৷ তাই আমি বিজেপিতে যোগ দিচ্ছি ৷"

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, এই তৃণমূল দল আর পশ্চিমবঙ্গে বেশিদিন টিঁকে থাকবে না । ঠিক কবে থেকে বিজেপির সঙ্গে তিনি কথাবার্তা শুরু করেন এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, গত সাত দিন ধরে তিনি বিজেপির সঙ্গে কথা বলছেন ৷ তিনি এবং বিজেপি উভয়ের পক্ষ থেকেই একে অপরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় তিনি যাবেন কি না সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি তিনি ৷ তবে তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী খুবই ভালো মানুষ ৷ তিনি খুব পরিশ্রমী ৷ দেশের জন্য তিনি খুব ভালো কাজ করছেন ৷"

বিজেপি কেন, সিপিএম বা কংগ্রেসে কেন যোগ দিলেন না ? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যুক্তি, "সিপিএমে যোগ দেব না তার কারণ হল আমি ঈশ্বর বিশ্বাসী । ধর্মে বিশ্বাস করি । তাদের সঙ্গে আমার ঠিক মিল হবে না । কংগ্রেস পারিবারিক জমিদারির একটা দল । সেখানে জয়রাম রমেশের মতো শিক্ষিত মানুষেরা থাকেন । কিন্তু তাঁরা কোনও পদ পান না । রাহুল গান্ধির মতো নেতাদের পিছনেই তাঁদের থেকে যেতে হয় ।"

এ দিন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর মতে, "যাঁকে আপনারা সেনাপতি বলছেন, জানি না তিনি কোন যুদ্ধ জিতেছেন ৷ আমি তাঁরও নাম করছি না । আমি এখানে কোনও কুকথা বলতে আসিনি ৷ তাঁর নামটা আমি কুকথা বলেই মনে করি ৷ তাই নাম বলছি না ৷" অভিজিতের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত রাজনীতিবিদ, তবে অন্যজন তালপাতার সেপাই ৷

আরও পড়ুন:

  1. বিচারপতি পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দুপুরে সাংবাদিক বৈঠক
  2. কেউ কাঁদলেন, কেউ বললেন কালো দিন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের শেষ দিনেও উঠল পূর্ব মেদিনীপুর
  3. 'সবচেয়ে বড় দালাল', কটাক্ষ ছুড়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজনীতির ময়দানে চ্যালেঞ্জ কল্যাণের
Last Updated : Mar 5, 2024, 2:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details