পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

আরজি কর-কাণ্ডে ধাক্কা ! তৃণমূল কংগ্রেসের নতুন মিডিয়া কমিটির দায়িত্বে চার নেতা - New Media Committee of TMC - NEW MEDIA COMMITTEE OF TMC

New Media Committee of TMC Formed by Subrata Bakshi: নতুন মিডিয়া কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস ৷ দলীয় সুত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ৪ সদস্যের মিডিয়া কমিটি গড়েন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সি ৷

New Media Committee of TMC
মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 20, 2024, 8:32 AM IST

কলকাতা, 20 অগস্ট: আরজি কর-কাণ্ডে বেশ অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ৷ এই ইস্যুতে দলের বেশ কয়েকজন শীর্ষনেতা সংবাদমাধ্যমে মুখ খোলায় আরও অস্বস্তি বেড়েছে ঘাসফুল শিবিরে ৷ এ অবস্থায় নতুন মিডিয়া কমিটি গঠন করল তৃণমূল ৷ চার সদস্যের নতুন কমিটিতে রয়েছেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদার ও কুণাল ঘোষ ৷

সোমবার রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সি তৃণমূল কংগ্রেসের ৪ সদস্যের মিডিয়া কমিটি গড়েন ৷ আরজি কর আবহেই দলের পুরনো মিডিয়া কমিটি বদলে নতুন কমিটি করা হল বলে মনে করা হচ্ছে ৷ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি প্রাথমিকভাবে এই চার নেতাকেই মিডিয়া পরিচালনার দায়িত্ব দিয়েছেন ৷ রাজ্যের মন্ত্রী তথা অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস, তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং দলের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ৷

এই চার সদস্যের কমিটিই এবার থেকে প্রতিদিন বিষয়ভিত্তিক খসড়া তৈরি করবে ৷ তার ভিত্তিতেই সংবাদমাধ্যমে দলের তরফে বিবৃতি দেওয়া হবে ৷ শুধু তাই নয়, দলের মুখপাত্ররা কোন অভিমুখে কথা বলবেন, এবার থেকে তা ঠিক করে দেবে চার সদস্যের এই কমিটি ৷ একই সঙ্গে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে কারা দলের প্রতিনিধিত্ব করবেন, তাও ঠিক করে দেবে এই চার সদস্যের কমিটি ৷

আরজি কর-কাণ্ডে রাজ্যের শাসকদলের নেতৃত্বের মধ্যেই মতপার্থক্য লক্ষ্য করা গিয়েছে ৷ রাজ্যসভার সাংসদ তথা বর্ষীয়ান নেতা সুখেন্দুশেখর রায়, প্রাক্তন সাংসদ শান্তনু সেন-সহ একাধিক নেতা আরজি কর নিয়ে দলীয় লাইনের বাইরে গিয়ে অন্যরকম বক্তব্য প্রকাশ করছেন ৷ যা নিয়ে দলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে ৷ এই অবস্থায় দলনেত্রীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের মিডিয়া কমিটিতে রদবদল করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ৷ তাঁর নির্দেশে এবার থেকে যে কোন ঘটনায় দলের তরফ থেকে প্রতিক্রিয়া দেবেন এই চার নেতাই ৷

সাম্প্রতিক সময়ে আরজি করের আবহে তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেলের কাজকর্ম নিয়ন্ত্রণে আনা হয় ৷ গতবছর শুরুর দিকে যে মিডিয়া কমিটি তৈরি করা হয়েছিল, তাতে বেশ কয়েকজন নেতার নাম ছিল ৷ বিশেষ করে নতুন এবং পুরনো এই দুয়ের সংমিশ্রণেই এই কমিটি গড়া হয়েছিল । তবে আনুষ্ঠানিকভাবে মিডিয়া সামলানোর কাজ করত অভিষেকের নিজস্ব টিম এবং আইপ্যাক । কিন্তু গত কয়েকদিন এই টিম কিছুটা নিষ্ক্রিয় ছিল ৷ প্রকাশ্যে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া না-হলেও শোনা যাচ্ছিল, ক্যামাকস্ট্রিটের বদলে এবার মিডিয়া টিমের নিয়ন্ত্রণ যাচ্ছে সুব্রত বক্সির হাতে । তারপরেই নয়া মিডিয়া কমিটি ঘোষণা করা হল । এই অবস্থায় প্রশ্ন উঠছে, এতদিন যে মিডিয়া টিম ক্যামাকস্ট্রিট ও কালীঘাটের সঙ্গে সমন্বয়ে রেখে সংবাদমাধ্যমে যাবতীয় কাজকর্ম সামলাতেন, তারা কি কাজ করবে না ! তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details