পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

রাহুলের 'ন্যায় যাত্রা'র মাঝেই মমতার মালদা সফর, দেখে নিন মুখ্যমন্ত্রীর জনসংযোগের ঝলক

লোকসভা নির্বাচনের মুখে বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কোচবিহার থেকে গৌড়বঙ্গের তিন জেলায় পদযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ ঠিক যে সময় রাজ্যে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে ৷ এনিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে ৷ একঝলকে দেখে নিন মমতার জনসংযোগ ৷

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 10:48 AM IST

দক্ষিণ দিনাজপুর সফর শেষে বুধবার মালদায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
প্রথমে কথা ছিল, ডিএসএ ময়দান সংলগ্ন রামকৃষ্ণ মিশনের মাঠ অথবা বিমানবন্দরে তাঁর চপার নামবে ৷ কিন্তু তা পরিবর্তিত হয় ৷
বালুরঘাট থেকে তাঁর হেলিকপ্টার নামে মালদা পুলিশ লাইন ময়দানে ৷ নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগেই ৷
সেখানে মমতাকে অভ্যর্থনা জানান পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ৷
এদিকে মমতা যখন মালদা শহরে, তখন রাহুলের যাত্রা কার্যত জনপ্লাবনের চেহারা নেয় ৷ এতেই প্রশ্ন, নির্বাচনের মুখে নিজের ক্যারিশমা বজায় রাখতেই কি পদযাত্রার সিদ্ধান্ত?
পুলিশ লাইন থেকে ডিএসএ মাঠ পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী ৷
পদযাত্রা সময়ের সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, হামিদুল রহমান প্রমুখ। চোপড়ায় ছোট্ট শিশুকে কোলে তুলে নেন তিনি।
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কারও সঙ্গে হাত মেলান। প্রায় মিনিট দশেক পদযাত্রার পর গাড়ি নিয়ে সোজা ইসলামপুর।
জেলা ক্রীড়া সংস্থার মাঠে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি ৷
পদযাত্রা চলাকালীন এ দিন মমতা কখনও হাত নাড়িয়ে, আবার কখনও নমস্কার জানিয়ে রাস্তার দু’ধারে বহু মানুষকে শুভেচ্ছা জানান।
দুপুর আড়াইটে নাগাদ রামকৃষ্ণ মিশন মাঠের অস্থায়ী হেলিপ্যাড থেকে তিনি বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেন ৷

ABOUT THE AUTHOR

...view details