নয়াদিল্লি, 7 মে: প্রায় ছ’বছর পর ভারত ও ইন্দোনেশিয়ার যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি (জেডিসিসি) বৈঠক করল ৷ গত শুক্রবার নয়াদিল্লিতে এই বৈঠক হয় ৷ ভারতের তরফে বৈঠকে নেতৃত্ব দেন প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে ৷ ইন্দোনেশিয়ার তরফে বৈঠকের নেতৃত্বে ছিলেন ওই দেশের প্রতিরক্ষামন্ত্রকের সেক্রেটারি জেনারেল এয়ার মার্শান ডনি এরমাওয়ান তাওফান্টো ৷ বৈঠকে দুই দেশই প্রতিরক্ষা সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে জোর দিয়েছে ৷
ভারতের প্রতিরক্ষামন্ত্রকের তরফে দেওয়া বিবৃতি থেকে এই বিষয়টি জানা গিয়েছে ৷ ওই বিবৃতিতে বলা হয়েছে, "প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রতিরক্ষা শিল্প সহযোগিতা সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আলোচনা করা বিভিন্ন দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা উদ্যোগের বিষয়ে পর্যালোচনার বিষয়টি অগ্রগতি হয়েছে ৷’’ এর আগে 2018 সালে এই জেডিসিসি-র বৈঠক হয়েছিল ৷
ভূ-রাজনৈতিকভাবে কেন ভারত-ইন্দোনেশিয়া প্রতিরক্ষা সহযোগিতা গুরুত্বপূর্ণ?
ভারত ও ইন্দোনেশিয়া তাদের কৌশলগত অংশীদারিত্বকে 2018 সালে 'বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব'-এর স্তরে নিয়ে যায় ৷ উভয় দেশ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতেও স্বাক্ষর করে । ভারত ও ইন্দোনেশিয়া 'ভিশন অন মেরিটাইম কো-অপারেশন' নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে । 2023 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাকার্তা সফর ও একই মাসে ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর নয়াদিল্লি সফরের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে ।
এই প্রতিরক্ষা সহযোগিতার মধ্যে রয়েছে নিয়মিত ভারত-ইন্দোনেশিয়া সমন্বিত টহল (ইন্ড-ইন্ডো করপ্যাট), গরুড় শক্তি এবং সমুদ্র শক্তির মতো দ্বিপাক্ষিক সেনা ও নৌ মহড়া ৷ 2023 সালে ইন্ড-ইন্ডো করপ্যাটের 41তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে ৷ গত 30 এপ্রিল জাকার্তায় প্রথম ভারত-ইন্দোনেশিয়া প্রতিরক্ষা শিল্প সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ৷ এর মাধ্য়মে ভারতীয় প্রতিরক্ষা শিল্পকে সেখানে প্রদর্শিত করা হয় ৷ কারা অংশীদার হতে পারে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হয় সেখানে ৷ ভারত সরকারের ডিরেক্টর জেনারেল (প্রতিরক্ষা উৎপাদন) টি নটরাজনের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল এই যুগান্তকারী ইভেন্টে অংশ নেন ৷ সেখানে 50টিরও বেশি ভারতীয় কোম্পানি অংশগ্রহণ করে । ভারতীয় প্রতিরক্ষা রফতানি 2017 সালে 560 মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে 2023 সালে 2.63 বিলিয়ন মার্কিন ডলার হয়েছে ।
ভারত ও ইন্দোনেশিয়া, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সংগঠন (আসিয়ান) অঞ্চলের দু’টি বৃহত্তম গণতন্ত্র ও অর্থনীতি ৷ এই দুই দেশ সাম্প্রতিক বছরগুলিতে তাদের প্রতিরক্ষা সহযোগিতা ক্রমাগতভাবে বাড়িয়ে চলেছে ৷ এই প্রতিরক্ষা অংশীদারিত্ব উভয় দেশ ও বৃহত্তর অঞ্চলের জন্য তাদের কৌশলগত অবস্থান, অর্থনৈতিক প্রভাব এবং ভাগ করা সামুদ্রিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে ।
এই নিয়ে শিলংয়ের এশিয়ার কনফ্লুয়েন্স থিঙ্ক ট্যাংকের কে ওয়াইহোম ইটিভি ভারতকে বলেন, "ইন্দোনেশিয়া ভারতের অবিলম্বে সামুদ্রিক প্রতিবেশী ৷ দু’টি দেশ বঙ্গোপসাগরের ভাগীদার ৷" তাঁর ব্যাখ্যা পূর্ব এশিয়ায় যা রফতানি হয়, তার 80 শতাংশ বঙ্গোপসাগর দিয়ে যায় ৷
ওয়াইহোম আরও বলেন, "বঙ্গোপসাগর এই অঞ্চলের সমস্ত দেশের জন্য একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সি লিংক অফ কমিউনিকেশন (স্লোক) ৷ এই প্রেক্ষাপটে, ভারত এবং ইন্দোনেশিয়ার জন্য এই স্লোক সুরক্ষিত রাখা ও উন্মুক্ত রাখা এবং কোনও শত্রু দেশ বা অন্য কোনও শক্তি যাতে এটিকে দমিয়ে না রাখে, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।"
ভারত ও ইন্দোনেশিয়া মালাক্কা প্রণালী এবং ভারত মহাসাগরের মতো স্লোক বরাবর কৌশলগত অবস্থানে থাকা দু’টি সামুদ্রিক দেশ । স্লোক রক্ষায় যৌথ নৌ মহড়া, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সমন্বিত টহল সহ সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ ৷ তাছাড়া জলদস্যুদের হানা, চোরাচালান ও সন্ত্রাসবাদের মতো সামুদ্রিক সমস্যা মোকাবিলা করার ক্ষেত্রেও এই পারস্পরিক সহযোগিতা সহায়তা করে ৷