পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / opinion

বঙ্গোপসাগর, দক্ষিণ চিন সাগর এবং ভারত-ইন্দোনেশিয়া প্রতিরক্ষা সহযোগিতা - India Indonesia Defence Cooperation - INDIA INDONESIA DEFENCE COOPERATION

India-Indonesia Defence Cooperation: নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত-ইন্দোনেশিয়া যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির বৈঠকে সমুদ্রপথের নিরাপত্তা সুনিশ্চিত করার গুরুত্বকে আবারও আলোকপাত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বঙ্গোপসাগর ও দক্ষিণ চিন সাগরের মধ্য দিয়ে যাওয়া অংশ । ইটিভি ভারত ব্যাখ্যা করেছে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্ব ৷

India-Indonesia Defence Cooperation
ভারত-ইন্দোনেশিয়া প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত বৈঠক (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 5:01 PM IST

নয়াদিল্লি, 7 মে: প্রায় ছ’বছর পর ভারত ও ইন্দোনেশিয়ার যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি (জেডিসিসি) বৈঠক করল ৷ গত শুক্রবার নয়াদিল্লিতে এই বৈঠক হয় ৷ ভারতের তরফে বৈঠকে নেতৃত্ব দেন প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে ৷ ইন্দোনেশিয়ার তরফে বৈঠকের নেতৃত্বে ছিলেন ওই দেশের প্রতিরক্ষামন্ত্রকের সেক্রেটারি জেনারেল এয়ার মার্শান ডনি এরমাওয়ান তাওফান্টো ৷ বৈঠকে দুই দেশই প্রতিরক্ষা সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে জোর দিয়েছে ৷

ভারতের প্রতিরক্ষামন্ত্রকের তরফে দেওয়া বিবৃতি থেকে এই বিষয়টি জানা গিয়েছে ৷ ওই বিবৃতিতে বলা হয়েছে, "প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রতিরক্ষা শিল্প সহযোগিতা সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আলোচনা করা বিভিন্ন দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা উদ্যোগের বিষয়ে পর্যালোচনার বিষয়টি অগ্রগতি হয়েছে ৷’’ এর আগে 2018 সালে এই জেডিসিসি-র বৈঠক হয়েছিল ৷

ভূ-রাজনৈতিকভাবে কেন ভারত-ইন্দোনেশিয়া প্রতিরক্ষা সহযোগিতা গুরুত্বপূর্ণ?

ভারত ও ইন্দোনেশিয়া তাদের কৌশলগত অংশীদারিত্বকে 2018 সালে 'বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব'-এর স্তরে নিয়ে যায় ৷ উভয় দেশ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতেও স্বাক্ষর করে । ভারত ও ইন্দোনেশিয়া 'ভিশন অন মেরিটাইম কো-অপারেশন' নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে । 2023 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাকার্তা সফর ও একই মাসে ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর নয়াদিল্লি সফরের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে ।

এই প্রতিরক্ষা সহযোগিতার মধ্যে রয়েছে নিয়মিত ভারত-ইন্দোনেশিয়া সমন্বিত টহল (ইন্ড-ইন্ডো করপ্যাট), গরুড় শক্তি এবং সমুদ্র শক্তির মতো দ্বিপাক্ষিক সেনা ও নৌ মহড়া ৷ 2023 সালে ইন্ড-ইন্ডো করপ্যাটের 41তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে ৷ গত 30 এপ্রিল জাকার্তায় প্রথম ভারত-ইন্দোনেশিয়া প্রতিরক্ষা শিল্প সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ৷ এর মাধ্য়মে ভারতীয় প্রতিরক্ষা শিল্পকে সেখানে প্রদর্শিত করা হয় ৷ কারা অংশীদার হতে পারে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হয় সেখানে ৷ ভারত সরকারের ডিরেক্টর জেনারেল (প্রতিরক্ষা উৎপাদন) টি নটরাজনের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল এই যুগান্তকারী ইভেন্টে অংশ নেন ৷ সেখানে 50টিরও বেশি ভারতীয় কোম্পানি অংশগ্রহণ করে । ভারতীয় প্রতিরক্ষা রফতানি 2017 সালে 560 মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে 2023 সালে 2.63 বিলিয়ন মার্কিন ডলার হয়েছে ।

ভারত ও ইন্দোনেশিয়া, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সংগঠন (আসিয়ান) অঞ্চলের দু’টি বৃহত্তম গণতন্ত্র ও অর্থনীতি ৷ এই দুই দেশ সাম্প্রতিক বছরগুলিতে তাদের প্রতিরক্ষা সহযোগিতা ক্রমাগতভাবে বাড়িয়ে চলেছে ৷ এই প্রতিরক্ষা অংশীদারিত্ব উভয় দেশ ও বৃহত্তর অঞ্চলের জন্য তাদের কৌশলগত অবস্থান, অর্থনৈতিক প্রভাব এবং ভাগ করা সামুদ্রিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে ।

এই নিয়ে শিলংয়ের এশিয়ার কনফ্লুয়েন্স থিঙ্ক ট্যাংকের কে ওয়াইহোম ইটিভি ভারতকে বলেন, "ইন্দোনেশিয়া ভারতের অবিলম্বে সামুদ্রিক প্রতিবেশী ৷ দু’টি দেশ বঙ্গোপসাগরের ভাগীদার ৷" তাঁর ব্যাখ্যা পূর্ব এশিয়ায় যা রফতানি হয়, তার 80 শতাংশ বঙ্গোপসাগর দিয়ে যায় ৷

ওয়াইহোম আরও বলেন, "বঙ্গোপসাগর এই অঞ্চলের সমস্ত দেশের জন্য একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সি লিংক অফ কমিউনিকেশন (স্লোক) ৷ এই প্রেক্ষাপটে, ভারত এবং ইন্দোনেশিয়ার জন্য এই স্লোক সুরক্ষিত রাখা ও উন্মুক্ত রাখা এবং কোনও শত্রু দেশ বা অন্য কোনও শক্তি যাতে এটিকে দমিয়ে না রাখে, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।"

ভারত ও ইন্দোনেশিয়া মালাক্কা প্রণালী এবং ভারত মহাসাগরের মতো স্লোক বরাবর কৌশলগত অবস্থানে থাকা দু’টি সামুদ্রিক দেশ । স্লোক রক্ষায় যৌথ নৌ মহড়া, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সমন্বিত টহল সহ সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ ৷ তাছাড়া জলদস্যুদের হানা, চোরাচালান ও সন্ত্রাসবাদের মতো সামুদ্রিক সমস্যা মোকাবিলা করার ক্ষেত্রেও এই পারস্পরিক সহযোগিতা সহায়তা করে ৷

এছাড়াও তাদের ভৌগোলিক অবস্থানের কারণে ভারত ও ইন্দোনেশিয়া ভূমিকম্প, সুনামি এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে । যৌথ প্রস্তুতি, দুর্যোগে ত্রাণ পৌঁছে দেওয়া এবং দুর্যোগ ব্যবস্থাপনার অনুশীলন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে করলে, তা প্রয়োজনের সময় ভালোভাবে প্রয়োগ করা যায় ৷ এর ফলে অসামরিক ও সামরিক সহযোগিতা আরও শক্তিশালী হয় ৷ প্রতিরক্ষা সহযোগিতার মানবিক দিকগুলিও শক্তিশালী করে ।

ওয়াইহোম বলেন, "ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে এই ধরনের বিনিময় উভয় দেশকে মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ প্রচেষ্টায় সাহায্য করে ৷ ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার ব্যাঘাতের দিক থেকে বঙ্গোপসাগর অন্যতম উত্তাল সমুদ্রের মধ্যে পড়ে ।"

চিন ফ্যাক্টর

দক্ষিণ চিন সাগরে চিনের যুদ্ধ ও আঞ্চলিক দাবির প্রেক্ষাপটে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক অঞ্চলে চিনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি এবং আগ্রাসী আচরণ নিয়ে উভয় দেশই উদ্বেগ প্রকাশ করে ।

দক্ষিণ চিন সাগর একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ, যেখানে বছরে ট্রিলিয়ন ডলার মূল্যের বিশ্ব বাণিজ্য হয় । ভারত ও ইন্দোনেশিয়া, সামুদ্রিক দেশগুলি যেমন নিরবচ্ছিন্ন সামুদ্রিক বাণিজ্যের উপর খুব বেশি নির্ভরশীল, দক্ষিণ চিন সাগরে নৌ-চলাচল ও ওভারফ্লাইটের স্বাধীনতা বজায় রাখার জন্য একটি যৌথ স্বার্থ রয়েছে ।

এই দুই দেশের যৌথ নৌ-মহড়া, সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান একটি নিয়ম-ভিত্তিক সামুদ্রিক পরিস্থিতি ঠিক রাখতে সহায়তা করে ও সামুদ্রিক যানবাহনের অবাধ যাতায়াতকে সীমিত বা ব্যাহত করার যেকোনও প্রচেষ্টাকে বাধা দেয় ।

চিনের তরফে কৃত্রিম দ্বীপ নির্মাণ, বিতর্কিত বৈশিষ্ট্যের সামরিকীকরণ ও দক্ষিণ চিন সাগরে অত্যধিক সামুদ্রিক দাবি করা হচ্ছে ৷ এতে তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত উচ্চাকাঙ্ক্ষাই সামনে আসছে ৷ এই বিষয়টি যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে । এই পরিস্থিতিকে প্রতিহত করতে ভারত ও ইন্দোনেশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ৷

ওয়াইহোম উল্লেখ করেছেন যে চিন ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলির সঙ্গে আক্রমণাত্মকভাবে সম্পর্ক স্থাপন করেছে । তিনি বলেন, "চিন হর্ন অফ আফ্রিকা এবং কম্বোডিয়ার জিবুতিতে নৌ ঘাঁটি খুলেছে ৷ দক্ষিণ এশিয়ায় ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া এই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে । উভয়ই অত্যন্ত কৌশলগত স্লোক বরাবর অবস্থিত । তারা নিশ্চিত করতে চায় যে এই অঞ্চলগুলি তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এর মধ্যে অন্য কোনও বিদেশি শক্তি না আসবে ।”

এখানে উল্লেখ করা দরকার যে ইন্দোনেশিয়া আসিয়ানের সদস্য হিসাবে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । দক্ষিণ চিন সাগর বিরোধ নিয়ে আসিয়ানের অবস্থানের প্রতি ভারতের সমর্থন ও ইন্দোনেশিয়ার সাথে প্রতিরক্ষা সহযোগিতা এই ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতাকে শক্তিশালী করে ।

আরও পড়ুন:

  1. বিশ্বজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে আরও বাড়তে পারে প্রতিরক্ষা ব্যয়
  2. মার্কিন-চিন সম্পর্কে আসছে নয়া বদল, ভারতের উপর কী প্রভাব?
  3. সাইবার সুরক্ষায় ভারতের কাঁটা চিন, জরুরি আরও নিরাপত্তা; পড়ুন বিশেষজ্ঞের বিশ্লেষণ

ABOUT THE AUTHOR

...view details