পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

কালীপুজোয় তারা মায়ের বিশেষ ভোগ, জেনে নিন কী কী থাকে ? - KALI PUJA 2024

দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালীপুজোয় সিদ্ধপীঠ তারাপীঠে বিশেষ আরতির পাশাপাশি দেওয়া হয় বিশেষ ভোগ ৷

tarapith temple
তারা মায়ের বিশেষ ভোগ নিবেদন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2024, 3:40 PM IST

Updated : Oct 31, 2024, 3:51 PM IST

তারাপীঠ, 31 অক্টোবর:আজ দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালীপুজো ৷ আর কালীপুজো মানে সমস্ত সতীপীঠ ও শক্তিপীঠে দেবী কালীর বিশেষ আরাধনা। সঙ্গে প্রচুর ভক্ত সমাগম ৷ ব্যতিক্রম নয় বীরভূমের তারাপীঠও ৷ বরাবরের মতো এবরেও তারাপীঠে প্রচুর ভক্ত সমাগম ৷ এদিন তারা মা-কে বিশেষ ভোগ নিবেদন করা হয় ৷

মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চ্যাটার্জী বলেন " আজ দুপুর 3টে 7 মিনিট থেকে আগামিকাল 5টা 8 মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা ৷ আর অমাবস্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হবে তারাপীঠে বিশেষ আরতি ৷ যা নিত্যদিনের আরতির চেয়ে কিছুটা অন্যরকম। সেই আরতি হবে একটু রাতের দিকে। আর আরতির পর হবে মায়ের খিচুড়ি ভোগ।

কালীপুজোয় তারা মায়ের ভোগ (ইটিভি ভারত)

কী কী রয়েছে ভোগে ?

  • ভাত
  • ফ্রায়েড রাইস
  • পোলাও
  • মুগডাল
  • পাঁচ রকম ভাজা
  • পাঁচ রকম তরকারি
  • বলির পাঁঠার মাংস
  • মাছ ভাজা
  • শোল মাছ পোড়া
  • পাঁচরকম মিষ্টি ও পায়েস
তারা মায়ের বিশেষ ভোগ (ইটিভি ভারত)

বীরভূমের একটি অন্যতম দর্শনীয় স্থান তারাপীঠ। সারাবছরই ভক্তদের সমাগম থাকে এই সিদ্ধপীঠে ৷ শুধু পশ্চিমবঙ্গ নয়, ভিনরাজ্য ঝাড়খণ্ড, বিহার ও দূরদূরান্তের ভক্তরা ভিড় করেন তারা মায়ের দ্বারে ৷ মনোবাসনা নিয়ে মায়ের কাছে প্রার্থনা করেন ভক্তরা। তবে তার মধ্যে বছরের কয়েকটি বিশেষ দিনের মধ্যে, কালীপুজোয় উপচে পড়ে ভক্তের ঢল।

তারা মায়ের আজ বিশেষ আরতি (ইটিভি ভারত)

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি বলেন "এই দিনগুলিতে যাতে কোনওরকম বিশৃঙ্কলা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য মোতায়েন থাকে পর্যাপ্ত পুলিশ বাহিনী। সঙ্গে কড়া নজরদারি চলে প্রশাসনেরও। উদ্দেশ্য একটাই তারা মায়ের চরণে এসে যেন নির্বিঘ্নে পুজো দিতে পারেন ভক্তরা।"

পড়ুন:রাজবেশে তারা মা, অমাবস্যা শুরু হলে পূজিত হবেন কালী রূপে

Last Updated : Oct 31, 2024, 3:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details