পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

বাড়িতে এই গাছগুলি আছে ? মশা তাড়াতে সাহায্য় করবে - Plants that keep mosquitoes away - PLANTS THAT KEEP MOSQUITOES AWAY

Plants that keep mosquitoes away from home: মশা থেকে পরিত্রাণ পেতে চান ? আপনার বাড়িতে কিছু গাছ লাগিয়ে এটি করতে পারেন । মশা তাড়ানোর কোনও রাসায়নিক প্রয়োজন হবে না ৷ জেনে নিন, কোন কোন গাছ মশা তাড়তে কার্যকরী উপায় ?

Plants that keep mosquitoes away from home News
মশা তাড়ানোর উপায় (ইটিভি ভারত)

By ETV Bharat Lifestyle Team

Published : Oct 3, 2024, 3:48 PM IST

কলকাতা: সাধারণত বৃষ্টির দিনে মশার উপদ্রব বেশি থাকে । মশার কামড়ে মানুষের ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগে আক্রান্ত হয় । এই কারণেই আমরা মশা নিরোধক ব্যবহার করি যেমন মশা ধূপ, গুড নাইট, অল আউট মশাকে ঘর থেকে দূরে রাখতে । এর থেকে নির্গত ধোঁয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে । জানেন কি বাড়ির আশেপাশে কিছু গাছ থাকলে যা মশাকে কম করতে পারে । বারান্দায় বা বাড়ির আশেপাশে এই গাছ লাগালে মশা, মাছি ও অন্যান্য পোকামাকড় ঘরে ঢুকতে পারে না । জেনে নিন, গাছগুলি কী কী ?

তুলসী গাছ: তুলসী গাছকে হিন্দু ধর্মে পবিত্র বলে মনে করা হয় । প্রায় প্রতিটি বাড়িতে তুলসীকে পূজা করা হয় । এই গাছটি পরিবেশকে বিশুদ্ধ করে ৷ ছোট পোকামাকড়, মথ এবং মশাকে ঘর থেকে দূরে রাখে । তুলসী পাতা ঔষধি গুণে পরিপূর্ণ । এর পাতা সিদ্ধ করে পান করলে সর্দি-কাশি ভালো হয় । মশার উপদ্রোব কমাতে বাড়িতে লাগান তুলসি গাছ ৷

তুলসী গাছ (ইটিভি ভারত)

গাঁদা: বাড়ির সৌন্দর্য বাড়াতে আমরা সাধারণত এই গাছ রোপণ করি । আপনি জেনে অবাক হবেন যে এই গাছের গন্ধ মশা এবং অন্যান্য পোকামাকড় তাড়াতে সাহায্য করে । মশা তাড়ানোর জন্য এই গাছই যথেষ্ট হতে পারে ।

গাঁদা (ইটিভি ভারত)

নিম: নিমের পাতারও ঔষধি গুণ রয়েছে । এটি মশা, মাছি, ছোট পোকামাকড় এবং মথ তাড়াতে কার্যকরী ভূমিকা নেয় । বাড়িতে বাগান থাকলে নিম গাছ ব্যবহার করুন । এতে ঘরে মশা প্রবেশ রোধ করতে সাহায্য় করবে । এর পাতা বাতাসকেও বিশুদ্ধ করে । এটিতে অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে ।

নিম (ইটিভি ভারত)

লেমন গ্রাস:সাধারণত খাবারের স্বাদ বাড়াতে লেমনগ্রাস এক অতুলনীয় ৷ এটি খাওয়া ও স্বাদ ছাড়াও এই গাছ মশা তাড়ানোর কার্যকরী উপায় ৷ এই গাছ বারান্দায় বা ড্রয়িং রুমে রাখতে পারেন ৷

লেমন গ্রাস (ইটিভি ভারত)

পুদিনা: অনেকেই পুদিনা পাতা রান্নায় ব্যবহার করেন ৷ এটি খাবারের স্বাদের পাশাপাশি মশা, মাছি, পোকামাকড় তাড়াতে কার্যকরী ভূমিকা পালণ করে ৷ এছাড়াও ঘরের বাইরে টবে রসুন গাছ থাকলে মশা কম হয় ৷

পুদিনা (ইটিভি ভারত)

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

ABOUT THE AUTHOR

...view details