পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

গালে সিঁদুর-আটপৌরে শাড়িতে লাল টুকটুকে রানি থেকে কাজল, দেখুন ভিডিয়ো - KAJOL AND RANI IN DURGA PUJA

পরনে লাল ব্লাউজ আর সোনালি রংয়ের আটপৌরে ধাঁচের শাড়ি। হাতে সিঁদুরের থালা নিয়ে পুজো মণ্ডপ মাতালেন বলি ডিভারা ৷

KAJOL AND RANI
রানি থেকে কাজলের দশমীর লুক (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 12, 2024, 9:21 PM IST

মুম্বই, 12 অক্টোবর:তাই হয়তো বলে পুজো আসছে আসছে এটাই ভালো ৷ এলেই তো দেখতে দেখতে পুজো শেষ ৷ মা দুর্গার ঘরে ফেরার পালা ৷ শনিবার থেকে বিষাদের সুর আকাশে বাতাসে ৷ শনিবার থেকে উমার বরণ হচ্ছে দিকে দিকে ৷

টচোখে জল নিয়েই মা' দুর্গার বরণ হচ্ছে। আবারও পরের বছরের জন্য দিন গোনা ৷ আর বরণ শেষে সিঁদুরখেলা হল আরও এক ঐতিহ্য। মুম্বইয়ের মুখার্জি বাড়িতেও বরণ ও সিঁদুরখেলায় মেতে উঠলেন কাজল, রানি মুখোপাধ্যায়, তনিশা-সহ অন্যান্য সেলেবরা ৷

উত্তর মুম্বইয়ের সর্বজনীন দুর্গাপুজোর আয়োজনও হয় দারুণভাবে ৷ মা দুর্গাকে সমস্ত রীতিনীতি মেনে আরাধনা করেন মুখার্জি বাড়ির লোকেরা। সপ্তমী, অষ্টমী, নবমীর মতো দশমীও উদযাপন হল সেখানে ৷ আর তাতে বিশেষ করে নজর কাড়লেন রানি মুখোপাধ্যায় থেকে কাজল ৷

গালে সিঁদুর-আটপৌরে শাড়িতে রানি মুখোপাধ্য়ায় (ইটিভি ভারত)

লাল-সাদা বা লাল-সোনালি রংয়ের শাড়ি আটপৌরে ধাঁচে পরে বরণের থালা নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাজল থেকে রানিরা ৷ ঢাকের তালে কিছুটা নেচেও নিলেন। আর মণ্ডপেই কোলাকুলিতে মেতে উঠলেন মুখার্জি বাড়ির লোকেরা। আর সেই ভিডিয়ো ভাইরাল এখন সোশাল মিডিয়ায়।

হাতে বরণের থালা নিয়ে কাজল (ইটিভি ভারত)

আটপৌরে শাড়ির সঙ্গে মানানসই গয়না, মাথাভর্তি সিঁদুর পরে দশমীতে মাতলেন রানি মুখোপাধ্যায় ৷ আদতে তিনি বলিউডের নায়িকা হলেও বঙ্গতনয়া ৷ মাকে বরণও করেন তিনি ৷ পাশে থাকা আরও সেলেবদের গালে লাগিয়ে দিলেন সিঁদুরও ৷ এর পাশাপাশি এদিন রানি মুখোপাধ্যায়ের পা-ছুঁতে দেখা যায় শার্লিন চোপড়াকে ৷ তবে রানি তাঁকে সেখানেই থামিয়ে শার্লিনের গালে সিঁদুর লাগিয়ে দেন ৷

অন্যদিকে, একই প্যান্ডেলে লাল পার সাদা শাড়িতে হাজির হব কাজল ৷ বলি দিভার সঙ্গে তাঁর বোন ছিলেন ৷ এই ক'দিন তাঁরা সেলেব তকমা সরিয়ে একেবারে ঘরের মেয়ে। একজোট হয়ে পুজোর কাজে হাত লাগান ৷ জোগাড় করা থেকে প্রসাদ বিতরণ থেকে সমস্তকিছু বাঙালি কন্যারা নিজহাতে করেন ৷

ABOUT THE AUTHOR

...view details