হায়দরাবাদ, 24 ডিসেম্বর: ভারতীয় সিনেমার স্বনামধন্য পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বেনাগাল তারাদের দেশে পাড়ি দিয়েছেন ৷ 90 বছর বয়সে তিনি ইহলোকের মায়া ত্যাগ করেছেন ৷ দীর্ঘ সময় ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন ৷ সোমবার বিকেল সাড়ে 6টা নাগাদ মুম্বইয়ের হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ তাঁর মৃত্যুতে শোকের পরিবেশ বিনোদন জগতে ৷
ভারতীয় সিনেমায় শ্যাম বেনেগানের অবদান অনস্বীকার্য ৷ অঙ্কুর, নিশান্ত, মন্থন, ভূমিকার মতো গুরুত্বপূর্ণ সিনেমা তিনি উপহার দিয়েছেন সিনেপ্রেমীদের ৷ তাঁর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন অমিতাভ বচ্চন থেকে দক্ষিণী তারকা চিরঞ্জীবী, অক্ষয় কুমার থেকে মনোজ বাজপেয়ী, কাজল, করণ জোহরের মতো তারকারা ৷
T 5233 - We have lost another stalwart of the Film Industry today ..
— Amitabh Bachchan (@SrBachchan) December 23, 2024
Shyam Benegal passes away ..
Prayers and condolences 🙏
অমিতাভ বচ্চন এক্স হ্যান্ডেলে (টুইটার) লেখেন, "ভারতীয় সিনেমার আর একজন স্টলওয়ার্টকে আমরা হারালাম ৷ প্রয়াত শ্যাম বেনেগাল ৷ প্রার্থণা ৷"
Deeply saddened at the departure of Shri Shyam Benegal,one of the finest film makers and great intellectuals of our country. He discovered & nurtured some of the brightest film talents of India. His films, biographies and documentaries form part of India’s greatest cultural…
— Chiranjeevi Konidela (@KChiruTweets) December 23, 2024
অভিনেতা চিরঞ্জীবী সোশাল মিডিয়ায় লেখেন, "শ্রী শ্যাম বেনেগালের প্রয়াণের খবরে গভীরভাবে শোকাহত ৷ ভারতীয় সিনেমার অন্যতম একজন পরিচালক ও বুদ্ধিজীবী ছিলেন ৷ তাঁর পরিচালনায় তৈরি সিনেমা, ডকুমেন্টারি ভারতীয় সিনেমার অন্যতম সম্পদ হয়ে থাকবে ৷" পাশাপাশি, চিরঞ্জীবী জানান, শ্যাম বেনেগাল হায়দরাবাদের বাসিন্দা ছিলেন এবং রাজ্যসভার প্রাক্তন সদস্য ছিলেন ৷ তাঁর কাজ আজীবন মনে রাখবে সিনেপ্রেমীরা ৷
Pained to know of Shyam Benegal ji’s demise. One of the finest filmmakers in our country, truly a legend. Om Shanti 🙏 pic.twitter.com/FGbMf0l0jO
— Akshay Kumar (@akshaykumar) December 23, 2024
অভিনেতা অক্ষয় কুমার এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে লেখেন, "শ্যাম বেনেগালের মৃত্যুর খবর খারাপ লাগছে ৷ তিনি দেশের অন্যতম অসাধারণ পরিচালক ছিলেন ৷ ওম শান্তি ৷"
অভিনেতা অনুপম খেরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল শ্যামের ৷ তিনি জানান, শ্যামের প্রভাব কীভাবে তাঁর ফিল্মি কেরিয়ারকে আরও শিখরের দিকে নিয়ে গিয়েছিল ৷ অনুপম লেখেন, "তিনি ভারতীয় সিনেমায় অভিনেতা, টেকনিশিয়ান, লেখকদের কাছে মসীহা ছিলেন ৷ তাঁর বুদ্ধিমত্তা ও উদারতা মিস করবেন প্রত্যেকে ৷"
A heartbreaking loss for Indian cinema. Shyam Benegal wasn’t just a legend, he was a visionary who redefined storytelling and inspired generations. Working with him in Zubeidaa was a transformative experience for me, exposing me to his unique style of storytelling & nuanced… pic.twitter.com/EH0eosqkAR
— manoj bajpayee (@BajpayeeManoj) December 23, 2024
অভিনেতা মনোজ বাজপেয়ী শ্যাম বেনেগানের সঙ্গে জুবেইদা ছবিতে কাজ করেছেন ৷ সেই ছবির একটি দৃশ্য শেয়ার করে অভিনেতা লেখেন, "ভারতীয় সিনেমার জন্য খারাপ খবর ৷ শ্যাম বেনেগাল শুধুমাত্র একজন লেজেন্ড নন, তাঁর গল্প বলার দক্ষতা অসাধারণ ৷ তাঁর সঙ্গে কাজ করার প্রতিটা মুহূর্ত আমার কাছে স্মরনীয় ৷" এছাড়াও পরিচালক সুভাষ ঘাই, করণ জোহর, সুধীর মিশ্রা, অভিনেত্রী কাজল শোকবার্তা জানিয়েছেন সোশাল মিডিয়ায় ৷