নতুন বছর শুরু হয়ে গেল । এই বছর একাধিক বড় কাজ হওয়ার কথা আছে ? বা পছন্দের মানুষ খুঁজবেন ? জেনে নিন কোন রং আপনার জন্য শুভ 2025 সালে । কোন রঙের পোশাক পরে গেলে এই কাজ সম্পন্ন হবে ।
জ্যোতিষশাস্ত্রে সব রাশির উপর কিছু না কিছু বৈশিষ্ঠ্য রয়েছে ৷ রাশি বিচার করে ভবিষৎতের সব ভালোর আগাম ইঙ্গিত পাওয়া যায় ৷ সবকিছুর যেমন রাশি অনুয়ায়ী বলা হয়ে থাকে জ্যোতিষী রাহুল দে জানান, রঙের হিসাবেও বিচার করা হয় সব রাশির জাতকের শুভ সময় ৷ রাশি অনুযায়ী শুভ রঙ ব্যবহার করলে জাতক নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন এবং পরিবারে সুখ-শান্তি থাকে । সব রাশির আলাদা আলাদা রঙ থাকে তেমনি 2025 সালে কোন রাশির কী রঙ শুভ ? জ্যোতিষীর মতে একনজরে দেখে নিন, 2025 সালের রাশি অনুয়ায়ী শুভ রং ৷
মেষ রাশি: রাশি চক্রের প্রথম রাশি মেষ । 2025 সালের এই রাশির শুভ রঙ নীল ও হলুদ ৷ আবার মেষ রাশির জাতকদের আলস্য ত্যাগ করে কাজ করার পরামর্শও দিয়ে থাকে এই রং ।
বৃষ রাশি: 2025 এ বৃষ রাশির জাতকের শুভ দিন ঘনিয়ে আসবে ৷ ইমোশনাল বন্ড তৈরি করবেন একই সঙ্গে আর্থিক ভাবে স্বচ্ছল হবেন বা উন্নতি করবেন । এইবছরে শুভ রং নীল ও সবুজ ৷
মিথুন রাশি:এই রাশির জাতকদের জন্য সাদা, কমলা রং শুভ । এঁরা এই বছর নিজেদের আরও উন্নত করবেন ৷ এই রং ব্যবহারে সাফল্য পাবেন ৷ ফলে 2025 সালে এই রঙের পোশাক বেশি ব্যবহার করতে পারেন ৷
কর্কট রাশি:2025 সালে কর্কট রাশির জন্য শুভ রং সবুজ ও বেগুনি । এই বছর কর্কট রাশির মানুষরা সুখবর পেতে পারেন ৷ কাজেও দারুণ উন্নতি করবেন তাঁরা । বিশেষ করে কেরিয়ার এবং অর্থনৈতিক দিক দিয়ে সাফল্য পাবেন ।
সিংহ রাশি:2025 এ সিংহ রাশির জাতকদের জন্য শুভ রং হলুদ ও নীল । সম্পর্কের জন্য এই বছরটা দারুণ ভালো যাবে ৷ এই রঙের কোনও উপহার বা পোশাক পড়া সিংহ রাশির জাতকদের জন্য শুভ হতে পারে ৷