পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

2025 সালে আপনার শুভ রং কী ? রাশি দেখে মিলিয়ে নিন - 2025 LUCKY COLOUR

নতুন বছর শুরু হয়ে গেল । কিছু শুভ কাজ করবেন ? জানেন কি আপনার এই বছরের শুভ রং কোনটি ? জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

zodiac sign
2025 সালে রাশি অনুযায়ী আপনার শুভ রং (ETV Bharat)

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 4, 2025, 11:23 AM IST

নতুন বছর শুরু হয়ে গেল । এই বছর একাধিক বড় কাজ হওয়ার কথা আছে ? বা পছন্দের মানুষ খুঁজবেন ? জেনে নিন কোন রং আপনার জন্য শুভ 2025 সালে । কোন রঙের পোশাক পরে গেলে এই কাজ সম্পন্ন হবে ।

জ্যোতিষশাস্ত্রে সব রাশির উপর কিছু না কিছু বৈশিষ্ঠ্য রয়েছে ৷ রাশি বিচার করে ভবিষৎতের সব ভালোর আগাম ইঙ্গিত পাওয়া যায় ৷ সবকিছুর যেমন রাশি অনুয়ায়ী বলা হয়ে থাকে জ্যোতিষী রাহুল দে জানান, রঙের হিসাবেও বিচার করা হয় সব রাশির জাতকের শুভ সময় ৷ রাশি অনুযায়ী শুভ রঙ ব্যবহার করলে জাতক নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন এবং পরিবারে সুখ-শান্তি থাকে । সব রাশির আলাদা আলাদা রঙ থাকে তেমনি 2025 সালে কোন রাশির কী রঙ শুভ ? জ্যোতিষীর মতে একনজরে দেখে নিন, 2025 সালের রাশি অনুয়ায়ী শুভ রং ৷

মেষ রাশি: রাশি চক্রের প্রথম রাশি মেষ । 2025 সালের এই রাশির শুভ রঙ নীল ও হলুদ ৷ আবার মেষ রাশির জাতকদের আলস্য ত্যাগ করে কাজ করার পরামর্শও দিয়ে থাকে এই রং ।

বৃষ রাশি: 2025 এ বৃষ রাশির জাতকের শুভ দিন ঘনিয়ে আসবে ৷ ইমোশনাল বন্ড তৈরি করবেন একই সঙ্গে আর্থিক ভাবে স্বচ্ছল হবেন বা উন্নতি করবেন । এইবছরে শুভ রং নীল ও সবুজ ৷

মিথুন রাশি:এই রাশির জাতকদের জন্য সাদা, কমলা রং শুভ । এঁরা এই বছর নিজেদের আরও উন্নত করবেন ৷ এই রং ব্যবহারে সাফল্য পাবেন ৷ ফলে 2025 সালে এই রঙের পোশাক বেশি ব্যবহার করতে পারেন ৷

কর্কট রাশি:2025 সালে কর্কট রাশির জন্য শুভ রং সবুজ ও বেগুনি । এই বছর কর্কট রাশির মানুষরা সুখবর পেতে পারেন ৷ কাজেও দারুণ উন্নতি করবেন তাঁরা । বিশেষ করে কেরিয়ার এবং অর্থনৈতিক দিক দিয়ে সাফল্য পাবেন ।

সিংহ রাশি:2025 এ সিংহ রাশির জাতকদের জন্য শুভ রং হলুদ ও নীল । সম্পর্কের জন্য এই বছরটা দারুণ ভালো যাবে ৷ এই রঙের কোনও উপহার বা পোশাক পড়া সিংহ রাশির জাতকদের জন্য শুভ হতে পারে ৷

কন্যা রাশি:কন্যা রাশির জাতকেরা এবার জীবনের সর্বক্ষেত্রে উন্নতির সাফল্যে পৌঁছাবেন । বিনিয়োগের দিকে মন দেবেন । 2025 সালের সবুজ এবং সাদা রং ভালো এই রাশির জাতকদের ।

তুলা রাশি:2025 সালেতুলা রাশি জাতকদের জন্য সবুজ ও নীল রং শুভ । তবে তাঁদের এবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা জরুরি ।

বৃশ্চিক রাশি:এই বছরে বশ্চিক রাশির শুভ রং কমলা ও সবুজ ৷ এইবছর অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে পারবেন ৷

ধনু রাশি:ধনু রাশির জাতকেরা অর্থনৈতিক দিক থেকে সেটেল হবেন ৷ জীবনে অনেক শুভ মূহুর্ত আসবে ৷ 2025 সালের শুভ রং সাদা ৷

মকর রাশি:মকর রাশির জন্য শুভ রং হলুদ ও সাদা । এই বছর উন্নতি করবেন মকর রাশির জাতকরা ।

কুম্ভ রাশি:জ্যোতিষী জানান, কুম্ভ রাশির জাতকদের 2025 সাল একটু আধ্যাত্মিক দিকে মন দিলে ভালো হবে ৷ নীল এবং কালো এইবছরের শুভ রং ৷

মীন রাশি:এই রাশির জাতকদের বছরের শুভ রং সবুজ ও বেগুনি ৷ বৃহস্পতি হল মীন রাশির অধিপতি । এই বছরে এই রং বেশি ব্যবহার করলে সুখ শান্তি বজায় থাকবে ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

ABOUT THE AUTHOR

...view details