আজকাল মানুষ স্বাস্থ্য বা সৌন্দর্যের প্রতি অনেক বেশি ভাবনীয় ৷ ত্বক ছাড়াও চুলের যত্ন আমাদের প্রতিদিনের জীবেন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ৷ বিশেষকরে ঘরোয়া প্রতিকার চুলের জন্য খুবই ভালো ৷ চুল আমাদের সৌন্দর্য বাড়ায় । বিশেজ্ঞদের মতে ফ্ল্যাক্স সিড চুলের জন্য ভীষণভাবে উপকারী ৷ এটি শরীরের জন্য উপকারী তা আমরা কম বেশি অনেকেই জানি ৷ তবে এটি চুলকেও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে ৷
ফ্ল্যাক্সসিডের উপকারিতা (Benefits Of Flaxseed):
অ্যান্টি-অক্সিডেন্ট, স্বাস্থ্যকর চর্বি এবং ফাইবার সমৃদ্ধ, ফ্ল্যাক্সসিড স্বাস্থ্যের পাশাপাশি চুলের জন্যও খুব উপকারী । এটি চুলকে মোটা ও মজবুত করতে সাহায্য করতে পারে । এটি চুলের ফলিকলকে পুষ্টিসমৃদ্ধ করে তোলে ৷ ফলে নিয়মিত চুলে ফ্ল্যাক্সসিড ব্যবহার করলে লম্বা ও সাইনি চুল পেতে পারেন ৷
ফ্ল্যাক্সসিড চুলের জেল হিসাবে কাজ করে:চুলের জেল হিসাবে ফ্ল্যাক্সসিড ব্যবহার করতে পারেন । আপনি বাড়িতেও এই জেল তৈরি করতে পারেন । এটি করতে ফ্ল্যাক্সসিড, অ্যালোভেরা জেল ও সামান্য পরিমাণ জল নিয়ে একসঙ্গে পেষ্ট করে নিন ৷ এবার এই মিশ্রণের পেষ্ট অল্প পরিমাণে চুলে ব্যবহার করুন ৷ এটি দিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন । জেলটি 15 মিনিটের জন্য রেখে দিন তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ।