ETV Bharat / bharat

খেলতে খেলতে গরম তেলের কড়াইয়ে, কাকার আশীর্বাদ অনুষ্ঠানে মৃত্যু ভাইপোর - CHILD DEATH INTO FALL HOT OIL PAN

কোনও অনুষ্ঠানে শিশুদের প্রতি বিশেষ নজর দিন ৷ কোথায় যাচ্ছে, কী করছে খেয়াল না রাখলে বিপদ হতে পারে ৷ ভোপালের দুর্ঘটনা সেই কথাই বলছে ৷

Bhopal Child Death
গরম তেলের কড়াইয়ে পড়ে শিশুর মৃত্যু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2025, 5:08 PM IST

Updated : Jan 22, 2025, 5:35 PM IST

ভোপাল (মধ্যপ্রদেশ), 22 জানুয়ারি: কাকার আশীর্বাদ অনুষ্ঠানে এসে দুর্ঘটনা ৷ খেলতে খেলতে গরম তেলের কড়াইয়ে পড়ে মৃত্যু হল ভাইপোর ৷ বুধবার এমনটাই জানিয়েছে স্থানীয় থানা ৷ শিশুর নাম অক্ষত সাহু (2) ৷

জানা গিয়েছে, কাকার আশীর্বাদ অনুষ্ঠান উপলক্ষে রান্না হচ্ছিল ৷ তার পাশেই খেলা করছিল অক্ষত ৷ হঠাৎ এই দুর্ঘটনা ঘটে ৷ দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শিশুটিকে বাঁচানো যায়নি ৷ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ৷

এই বিষয়ে নিশাতপুরা থানার ইনচার্জ রূপেশ দুবে জানান, শিবনগরের বাসিন্দা রাজেশ সাহুর ভাইয়ের আশীর্বাদের অনুষ্ঠান চলছিল একটি বাগানে ৷ অনুষ্ঠান শেষে সব অতিথিরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা খেতে বসেন ৷ সেখানেই খেলছিল রাজেশ সাহুর ছোট ছেলে অক্ষত ৷ তার পাশেই পুরি ভাজছিলেন রাঁধুনি ৷ ওভেন থেকে নামানোর সময় হঠাৎ ছেলেটি কড়াইয়ে ছিটকে পড়ে যায় ৷ তাতেই এই দুর্ঘটনা ৷

তিনি আরও জানান, শিশুটির চিৎকার শুনে তার মা-বাবা ও পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ শিশুটিকে গুরুতর অবস্থায় দেখামাত্রই চিকিৎসকরা জানান তার অবস্থা আশঙ্কাজনক ৷ মঙ্গলবার হাসপাতালে চিকিৎসা চলাকালীন শিশুটির মৃত্যু হয় ৷ হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করে ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করা হয়েছে ৷ শুরু হয়েছে তদন্ত ৷

ভোপাল (মধ্যপ্রদেশ), 22 জানুয়ারি: কাকার আশীর্বাদ অনুষ্ঠানে এসে দুর্ঘটনা ৷ খেলতে খেলতে গরম তেলের কড়াইয়ে পড়ে মৃত্যু হল ভাইপোর ৷ বুধবার এমনটাই জানিয়েছে স্থানীয় থানা ৷ শিশুর নাম অক্ষত সাহু (2) ৷

জানা গিয়েছে, কাকার আশীর্বাদ অনুষ্ঠান উপলক্ষে রান্না হচ্ছিল ৷ তার পাশেই খেলা করছিল অক্ষত ৷ হঠাৎ এই দুর্ঘটনা ঘটে ৷ দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শিশুটিকে বাঁচানো যায়নি ৷ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ৷

এই বিষয়ে নিশাতপুরা থানার ইনচার্জ রূপেশ দুবে জানান, শিবনগরের বাসিন্দা রাজেশ সাহুর ভাইয়ের আশীর্বাদের অনুষ্ঠান চলছিল একটি বাগানে ৷ অনুষ্ঠান শেষে সব অতিথিরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা খেতে বসেন ৷ সেখানেই খেলছিল রাজেশ সাহুর ছোট ছেলে অক্ষত ৷ তার পাশেই পুরি ভাজছিলেন রাঁধুনি ৷ ওভেন থেকে নামানোর সময় হঠাৎ ছেলেটি কড়াইয়ে ছিটকে পড়ে যায় ৷ তাতেই এই দুর্ঘটনা ৷

তিনি আরও জানান, শিশুটির চিৎকার শুনে তার মা-বাবা ও পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ শিশুটিকে গুরুতর অবস্থায় দেখামাত্রই চিকিৎসকরা জানান তার অবস্থা আশঙ্কাজনক ৷ মঙ্গলবার হাসপাতালে চিকিৎসা চলাকালীন শিশুটির মৃত্যু হয় ৷ হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করে ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করা হয়েছে ৷ শুরু হয়েছে তদন্ত ৷

Last Updated : Jan 22, 2025, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.