পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

সপ্তাহান্তে একান্ত-যাপন ! সঙ্গীকে নিয়ে যান কলকাতার এই 5টি জায়গায় - ROMANTIC PLACE KOLKATA

শীতের আবহে সপ্তাহ শেষে সঙ্গীকে নিয়ে একান্ত সময় কাটাতে চাইছেন ? কলকাতার বুকে এই জায়গাগুলিতে গেলে নিলিবিলিতে সময় কাটাতে পারবেন ৷

Romantic Place In Kolkata News
একান্ত সময় কাটানোর জায়গা (Freepik)

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 30, 2024, 9:01 PM IST

Updated : Nov 30, 2024, 9:08 PM IST

'নয়নে লাগিছে নেশা' ! ঠান্ডার মরশুম শুরু হয়ে গিয়েছে ৷ আর এই মরশুমে চারিদিকে ঘুরতে যাওয়া ও ছুটি কাটানের আমেজ ৷ সপ্তাহ শেষে শীতের আমেজে সঙ্গীর সঙ্গে ছুটি কাটানো হবে না এটা হয় না ৷ জানলে খুশি হবেন, কলকাতার বুকেই এমন জায়গা আছে, যেখানে প্রেম করার জন্য বেশি পকেট খসাতে হবে না । যেখানে নিরিবিলিতে মনের কথাও বলা যাবে । সপ্তাহের মাঝে হোক বা সপ্তাহান্তে, যে কোনও সময় প্রিয় মানুষকে নিয়ে যেতে পারেন এই জায়গাগুলিতে ৷

ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial):এই মরশুমে সপ্তাহ শেষে সঙ্গীকে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল সেরা হতে পারে ৷ সাজানো গোছানো বাগান ও জলাশয় যেখানে আপনার সঙ্গীকে মনের কথা বলতে পারবেন ৷ কয়েকঘণ্টা কিছু সুন্দর মূহুর্ত কাটাতেও পারবেন ৷

ভিক্টোরিয়া মেমোরিয়াল (নিজস্ব চিত্র)

ইকোপার্ক (Eco Park):সপ্তাহে শেষে নিউটানের এই ইকোপার্কে অনেকেই ভিড় জমান ৷ সঙ্গীকে নিয়ে সুন্দর বিকেল কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা ৷ থিম পার্ক, সাজানো-গোছানো বাগান, জলাশয় সবই একসঙ্গে পাওয়া যায় ইকো পার্কে ৷ যেখানে একটি মনোরম পরিবেশ পাবেন ৷

প্রিন্সেপ ঘাট (Prinsep Ghat):সপ্তাহের কাজের চাপ এক নিমেষে ভুলিয়ে দিতে পারে প্রিন্সেপ ঘাটের এই মনোরম দৃশ্য ৷ এই জায়গায় বিকেলের ফুরফুরে হাওয়াতে হাঁটতে পারেন ৷ এতে একান্ত মনের কথা বলার পরফেক্ট জায়গা হতে পারে ৷

প্রিন্সেপ ঘাট (নিজস্ব চিত্র)

ময়দান (Maidan):কলকাতার আরেক ঐতিহ্য এই জায়গা ৷ এখন যেহেতু শীতকাল পড়েছে ৷ এই মরশুমে বৃষ্টির সম্ভবনা কম ৷ তাই বিকেল থেকে এই জায়গায় সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন ৷ ব্যস্ত রাস্তা থেকে একটু বেরিয়ে নিরিবিলিতে সময় কাটাতে পারবেন ৷ তৈরি হতে পারে নস্টালজিয়ার কিছু মূহুর্ত ৷ এরসঙ্গে অনেক ছবিও ক্যামেরা বন্দি করে রাখতে পারেন ৷

মিলেনিয়ম পার্ক (Millennium Park): হুগলি নদীর গা ঘেঁষে ও হাওড়ার কাছে অবস্থিত মিলেনিয়াম পার্ক ৷ এই পার্কে বসে বিকেলের দৃশ্য দেখার ৷ বিশেষকরে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য ৷ এখানে আপনি অনেকটা সময় কাটাতে পারবেন ৷ এর ভিতর ছোট ছোট অনেক খাবারের দোকানও পাবেন ৷ ফলে সপ্তাহ শেষ সুন্দর একটা সময় কাটাতে পারবেন ৷

মিলেনিয়ম পার্ক (নিজস্ব চিত্র)
Last Updated : Nov 30, 2024, 9:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details