পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

ভবতারিণীকে দেখতে উপচে পড়া ভিড়, ইটিভি ভারতের ক্যামেরায় দক্ষিণেশ্বর

দক্ষিণেশ্বরের কালী মন্দিরে মা ভবতারিণীকে পুজো দিতে ভিড় পুণ্যার্থীদের ৷ আলোর মেলায় সেজে উঠেছে মন্দির চত্বর। ইটিভি ভারতে দেখে নিন কালীপুজোয় দক্ষিণেশ্বরের চিত্র ৷

Kali Puja 2024
ইটিভি ভারতের ক্যামেরায় দক্ষিণেশ্বর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2024, 7:30 PM IST

Updated : Oct 31, 2024, 7:42 PM IST

দক্ষিণেশ্বর, 31 অক্টোবর: আজ আলোর উৎসব। বাংলা আজ দীপাবলির আয়োজনে মেতে উঠেছে। কলকাতা থেকে কঙ্কালীতলা, বর্ধমান থেকে বারাসত চিত্রটা এক ৷ কালীপুজো উপলক্ষ্যে দিকে দিকে সাড়ম্বর আয়োজন। দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে দক্ষিণেশ্বরে ভক্তদের সমাগম ৷ মা ভবতারিণীকে দেখতে দুপুর থেকেই শুরু হয়ে গিয়েছে দর্শনার্থীদের ভিড় ৷ কার্তিক মাসের অমাবস্যা তিথিতে মা কালীকে জগতকল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা আরাধনা করেন।

বৃহস্পতির সন্ধ্যায় দূর-দূরান্ত থেকে মানুষ এসেছেন দক্ষিণেশ্বর প্রাঙ্গণে পুজো দিতে ৷ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন দর্শনার্থীরা ৷ তবে কারও মুখে কোনও আক্ষেপের ছাপ নেই ৷ অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ক্লান্ত নন কেউই ৷ নিরাপত্তা বন্দোবস্ত থেকে শুরু করে এখানকার আলোকসজ্জা ও সুন্দর ব্যবস্থাপনায় মন কেড়েছে সাধারণ মানুষের।

ভবতারিণীকে দেখতে উপচে পড়া ভিড় (ইটিভি ভারত)

দক্ষিণেশ্বর মন্দিরের এবারের পুজো 170তম ৷ গ্রামের মহিলাদের ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ, প্রদীপ আরতি, শঙ্খ ও উলু ধ্বনিতে এবারের পুজো শুরু হয় সকাল থেকে । দক্ষিণেশ্বরের ঐতিহ্যের পুজোয় এই প্রথম এমন অভিনবত্ব তুলে ধরল মন্দির কর্তৃপক্ষ। নানা রঙা আলো দিয়ে সাজানো হয়েছে দক্ষিণেশ্বর মন্দির। আলোর মালায় মুড়ে ফেলা মন্দির চত্বরে বসেই সারারাত ধরে পুজো দেখার সুযোগ পাবেন ভক্ত ও দর্শনার্থীরা ৷ বৃহস্পতিবার কালীপুজোর ভোর থেকেই মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে পুজোর অনুষ্ঠান। চার প্রহরে ষোড়শপচারে শুরু ভবতারিনীর পুজো। অন্ন, পাঁচ রকমের সবজি ভাজা, দই, পায়েস, পাঁচ ধরনের মিষ্টি সহযোগে মা ভবতারিণীকে ভোগ নিবেদন করা হয় ৷

Last Updated : Oct 31, 2024, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details