ETV Bharat / state

ফুটবল মাঠ অনুষ্ঠানে ভাড়া দিয়ে চলছে পুরসভার উপার্জন, বন্ধ খেলাধুলো - FOOTBALL FIELD RENTED

মাঠ ভাড়া দেওয়ার জন্য খেলাধুলোর পরিবেশ সম্পূর্ণভাবে নষ্ট হচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন পুরসভার চেয়ারম্যান ৷ তাঁর দাবি, আগামীতে এর পুনরাবৃত্তি হবে না ৷

football field rented
মাঠ ভাড়া দিয়ে চলছে একের পর এক অনুষ্ঠান (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2024, 5:28 PM IST

বংশীহারি, 24 নভেম্বর: নামেই ফুটবল মাঠ । খেলাধুলোর বালাই নেই ! বিভিন্ন অনুষ্ঠানের জন্য মাঠ ভাড়া দিয়ে দেদার উপার্জন করছে বুনিয়াদপুর পুরসভা । এমনই অভিযোগ তুলছেন বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা ।

মাঠ না মেলায় সমস্যায় পড়েছেন বুনিয়াদপুর-সহ বংশীহারি ব্লকের বিভিন্ন খেলোয়াড়রা । খেলার জন্য তাঁদের যেতে হচ্ছে বিভিন্ন এলাকায় । যদিও পুর প্রশাসকের দাবি, লোকজনের চাহিদা মেটাতে গিয়ে খেলোয়াড়দের এই সমস্যা হচ্ছে । আগামী বছর থেকে আর ভাড়া দেওয়া হবে না এই ফুটবল মাঠ ।

মাঠ না মেলায় সমস্যায় পড়েছেন খেলোয়াড়রা (ইটিভি ভারত)

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ফুটবল মাঠ এলাকায় । ক্রীড়াপ্রেমীদের অভিযোগ, পুরসভার পক্ষ থেকে ফুটবল মাঠে ক্রীড়াপ্রেমীদের জন্য মাঠ সম্প্রসারণ করা হয় ৷ পাশাপাশি বিভিন্ন ধরনের মূর্তি বসানো হয় মাঠে ঢোকার প্রবেশ পথে । কিন্তু সেই মাঠে খেলতে পারছেন না বুনিয়াদপুর-সহ বংশীহারি ব্লকের বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা । শীত পড়তেই শুরু হয়েছে বুনিয়াদপুর ফুটবল মাঠে বিভিন্ন ধরনের অনুষ্ঠান । ফলে সমস্যায় পড়েছেন ক্রিকেটপ্রেমীরা ।

football field rented
বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফুটবল মাঠ ভাড়া দেওয়া হয়েছে (নিজস্ব ছবি)

এই বিষয়ে ক্রিকেট কোচ বিপিন রায় বলেন, "বুনিয়াদপুর ফুটবল মাঠে দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন সময় খেলাধুলো করতাম l কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, শীত পড়তেই বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফুটবল মাঠ ভাড়া দেওয়া হয় । ফলে আমাদের খেলাধুলো একদম বন্ধ হয়ে গিয়েছে ৷ আমরা চাই, পুরসভার পক্ষ থেকে অতি শীঘ্রই আমাদের জন্য মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হোক ।"

football field rented
খেলার মাঠে চলছে বিয়ের অনুষ্ঠান (নিজস্ব ছবি)

প্রাক্তন খেলোয়াড় বিভূতিভূষণ চক্রবর্তীর বক্তব্য, "বুনিয়াদপুর ফুটবল মাঠে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের খেলাধুলো অনুষ্ঠিত হয় । ফুটবল মাঠের সৌন্দর্যায়নের জন্য পুরসভার পক্ষ থেকে মাঠের প্রবেশ পথে বিভিন্ন জনের মূর্তি বসানো হয় । কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অনুষ্ঠানের জন্য মাঠ ভাড়া দিয়ে পুরসভা উপার্জন করছে । ফলে খেলাধুলোর পরিবেশ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে । পুরসভার পক্ষ থেকে এই সব অনুষ্ঠানের জন্য অন্যত্র ব্যবস্থা করুক ৷ তবেই খেলাধুলোর পরিবেশ আবারও ফিরে আসবে ।"

football field rented
খেলাধুলো করতে পারছেন না ক্রীড়াপ্রেমীরা (নিজস্ব ছবি)

অন্যদিকে, বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান কমল সরকারের কথায়, "বুনিয়াদপুর ফুটবল মাঠে একজন ডাক্তারের বিয়ে হচ্ছে । কিন্তু জায়গা না থাকার জন্য বিভিন্ন দিক থেকে আমাদের কাছে জানানো হয় । সেই কারণেই ভাড়া দেওয়া হয় । পরবর্তীতে কালীপুজের মেলার বিষয়ে আমি বলতে চাই, বিভিন্ন সময় এই মাঠে বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে, সেই কথা মাথায় রেখেই বুনিয়াদপুর পুরসভার লোকজন-সহ আরও কিছু স্থানীয় বাসিন্দারা দাবি জানান মাঠটি তাঁদের দেওয়া হোক । সেই কারণেই আমরা মেলার জন্য মাঠ ছেড়ে দিই । তবে এ কথা সত্যি, মাঠ ভাড়া দেওয়ার জন্য খেলাধুলোর পরিবেশ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে ৷ আগামীতে যাতে এটা না হয় সেই চেষ্টা করব ।"

football field rented
খেলাধুলো বন্ধ করে মাঠ ভাড়া দিয়ে চলছে বিয়েবাড়ি (নিজস্ব ছবি)

বংশীহারি, 24 নভেম্বর: নামেই ফুটবল মাঠ । খেলাধুলোর বালাই নেই ! বিভিন্ন অনুষ্ঠানের জন্য মাঠ ভাড়া দিয়ে দেদার উপার্জন করছে বুনিয়াদপুর পুরসভা । এমনই অভিযোগ তুলছেন বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা ।

মাঠ না মেলায় সমস্যায় পড়েছেন বুনিয়াদপুর-সহ বংশীহারি ব্লকের বিভিন্ন খেলোয়াড়রা । খেলার জন্য তাঁদের যেতে হচ্ছে বিভিন্ন এলাকায় । যদিও পুর প্রশাসকের দাবি, লোকজনের চাহিদা মেটাতে গিয়ে খেলোয়াড়দের এই সমস্যা হচ্ছে । আগামী বছর থেকে আর ভাড়া দেওয়া হবে না এই ফুটবল মাঠ ।

মাঠ না মেলায় সমস্যায় পড়েছেন খেলোয়াড়রা (ইটিভি ভারত)

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ফুটবল মাঠ এলাকায় । ক্রীড়াপ্রেমীদের অভিযোগ, পুরসভার পক্ষ থেকে ফুটবল মাঠে ক্রীড়াপ্রেমীদের জন্য মাঠ সম্প্রসারণ করা হয় ৷ পাশাপাশি বিভিন্ন ধরনের মূর্তি বসানো হয় মাঠে ঢোকার প্রবেশ পথে । কিন্তু সেই মাঠে খেলতে পারছেন না বুনিয়াদপুর-সহ বংশীহারি ব্লকের বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা । শীত পড়তেই শুরু হয়েছে বুনিয়াদপুর ফুটবল মাঠে বিভিন্ন ধরনের অনুষ্ঠান । ফলে সমস্যায় পড়েছেন ক্রিকেটপ্রেমীরা ।

football field rented
বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফুটবল মাঠ ভাড়া দেওয়া হয়েছে (নিজস্ব ছবি)

এই বিষয়ে ক্রিকেট কোচ বিপিন রায় বলেন, "বুনিয়াদপুর ফুটবল মাঠে দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন সময় খেলাধুলো করতাম l কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, শীত পড়তেই বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফুটবল মাঠ ভাড়া দেওয়া হয় । ফলে আমাদের খেলাধুলো একদম বন্ধ হয়ে গিয়েছে ৷ আমরা চাই, পুরসভার পক্ষ থেকে অতি শীঘ্রই আমাদের জন্য মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হোক ।"

football field rented
খেলার মাঠে চলছে বিয়ের অনুষ্ঠান (নিজস্ব ছবি)

প্রাক্তন খেলোয়াড় বিভূতিভূষণ চক্রবর্তীর বক্তব্য, "বুনিয়াদপুর ফুটবল মাঠে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের খেলাধুলো অনুষ্ঠিত হয় । ফুটবল মাঠের সৌন্দর্যায়নের জন্য পুরসভার পক্ষ থেকে মাঠের প্রবেশ পথে বিভিন্ন জনের মূর্তি বসানো হয় । কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অনুষ্ঠানের জন্য মাঠ ভাড়া দিয়ে পুরসভা উপার্জন করছে । ফলে খেলাধুলোর পরিবেশ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে । পুরসভার পক্ষ থেকে এই সব অনুষ্ঠানের জন্য অন্যত্র ব্যবস্থা করুক ৷ তবেই খেলাধুলোর পরিবেশ আবারও ফিরে আসবে ।"

football field rented
খেলাধুলো করতে পারছেন না ক্রীড়াপ্রেমীরা (নিজস্ব ছবি)

অন্যদিকে, বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান কমল সরকারের কথায়, "বুনিয়াদপুর ফুটবল মাঠে একজন ডাক্তারের বিয়ে হচ্ছে । কিন্তু জায়গা না থাকার জন্য বিভিন্ন দিক থেকে আমাদের কাছে জানানো হয় । সেই কারণেই ভাড়া দেওয়া হয় । পরবর্তীতে কালীপুজের মেলার বিষয়ে আমি বলতে চাই, বিভিন্ন সময় এই মাঠে বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে, সেই কথা মাথায় রেখেই বুনিয়াদপুর পুরসভার লোকজন-সহ আরও কিছু স্থানীয় বাসিন্দারা দাবি জানান মাঠটি তাঁদের দেওয়া হোক । সেই কারণেই আমরা মেলার জন্য মাঠ ছেড়ে দিই । তবে এ কথা সত্যি, মাঠ ভাড়া দেওয়ার জন্য খেলাধুলোর পরিবেশ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে ৷ আগামীতে যাতে এটা না হয় সেই চেষ্টা করব ।"

football field rented
খেলাধুলো বন্ধ করে মাঠ ভাড়া দিয়ে চলছে বিয়েবাড়ি (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.