হিউস্টন, 3 ফেব্রুয়ারি:বিমান দুর্ঘটনা কিছুতেই পিছু ছাড়ছে না আমেরিকাকে ৷নিউ ইয়র্ক সিটির জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে আগুন আতঙ্ক ৷ উড়ানের ঠিক কয়েক মুহূর্ত আগেই ইঞ্জিনের সমস্যার কারণে রবিবার সকাল 08টা 30 মিনিট নাগাদ আগুন ধরে যায় ওই যাত্রীবাহী বিমানটিতে ৷ ওই বিমানে 104 যাত্রী ও পাঁচ জন ক্রুর সদস্য় ছিলেন ওই বিমানে ৷ যাত্রীরা হঠাৎ দেখতে পান রানওয়েতে দাঁড়িয়ে থাকা এয়ারক্র্যাফ্টে আগুন জ্বলছে ৷ তারপরই আতঙ্ক ছড়ায় বিমানবন্দরজুড়ে ৷
হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে তখনই যাত্রীদের তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ হিউস্টন থেকে নিউইয়র্কগামী ইউনাইটেড এয়ারলাইন্সের ওই বিমানটি তড়িঘড়ি খালি করা হয়। হিউস্টন দমকল বিভাগ (এইচএফডি) জানিয়েছে, দুর্ঘটনায় কেউ আহত হননি ৷ যাত্রীদের বিমান থেকে নিরাপদে বের করে আনার পর বাসে পৌঁছে দেওয়া হয় বিমানবন্দরে ৷ ইউনাইটেড এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইটে 104 জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন ৷ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল Airbus A319 বিমানটি ৷
ইউনাইটেড এয়ারলাইন্স আরও জানিয়েছে, যাত্রীদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য অন্য একটি বিমান প্রস্তুত করা হচ্ছে ৷ এদিন দুপুর 2টো নাগাদ বিমানটি ছাড়বে ৷ বিমানবন্দরে উদ্ধারকারী দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ৷ তাদের পক্ষ থেকে এক্সে পোস্ট করে জানানো হয়েছে, "কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, সকল যাত্রীকে নিরাপদে এয়ারক্র্যাফ্ট থেকে বের করে আনা হয়েছে ৷"
তবে আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ঘটনার মুহূর্তের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, আতঙ্কে চিৎকার করছেন যাত্রীরা। দেখা যাচ্ছে আগুনের ফুলকি। এক যাত্রীকে বলতে শোনা যাচ্ছে, "প্লিজ প্লিজ, আমাদের এখান থেকে উদ্ধার করুন।"
কয়েকদিন আগেই ওয়াশিংটন ডিসির কাছে রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ ঘটেছিল। সেই নিয়ে মার্কিন মুলুক তোলপাড়! সেই দুর্ঘটনার জেরে বিমানে থাকা 64 জন যাত্রীই প্রাণ হারিয়েছেন। গত পরশু ফিলাডেলফিয়ায় ভেঙে পড়ে একটি মেডিক্যাল ট্রান্সপোর্ট জেট ৷ বিমান দুর্ঘটনার পর ঘরবাড়িতে আগুন ধরে যায় ৷ আর আজ বিমানে আগুন লাগায় আতঙ্ক ছড়ায় জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরজুড়ে ৷