পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বাণিজ্যে যুদ্ধ ! কানাডা-মেক্সিকো-চিনের উপর কড়া শুল্ক আরোপ ট্রাম্পের, মিলল পালটা হুমকি - TRUMP IMPOSES TARIFFS ON CANADA

শুল্ক আরোপ অব্যাহত থাকলে মুদ্রাস্ফীতি আরও বাড়বে, যা ভোটারদের বিশ্বাস নষ্ট করতে পারে ৷ কারণ ট্রাম্প মুদিখানা এবং অন্যান্য পণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ।

ETV BHARAT
কানাডা-মেক্সিকো-চিনের উপর কড়া শুল্ক আরোপ ট্রাম্পের (চিত্র: এপিটিএন)

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2025, 11:05 AM IST

পাম বিচ, 2 ফেব্রুয়ারি: মেক্সিকো, কানাডা এবং চিন থেকে আমদানি করা পণ্যের উপর কঠোর শুল্ক আরোপ করল আমেরিকা ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এমনই আদেশে স্বাক্ষর করেছেন ৷ তাঁদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য যুদ্ধে আঘাত হানার উদ্দেশ্যেই এই পদক্ষেপ ৷ পালটা প্রতিক্রিয়া জানিয়েছে মেক্সিকো ও কানাডাও ৷

রিপাবলিকান প্রেসিডেন্ট সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন যে, "আমেরিকানদের সুরক্ষার জন্য" শুল্ক আরোপ করা প্রয়োজন ৷ এই শুল্ক আরোপের মধ্যে দিয়ে এই তিনটি দেশ যাতে অবৈধ ফেন্টানাইল উৎপাদন ও রফতানি রোধে ব্যবস্থা নেয়, আমেরিকা তারও চেষ্টা করেছে বলে জানান ট্রাম্প ৷

পাশাপাশি, কানাডা ও মেক্সিকোকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে চাপ দেওয়ার জন্যও ট্রাম্পের এই পদক্ষেপ । এই সিদ্ধান্ত ভোটারদের প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতিগুলির মধ্যে একটিকে পূরণ করেছে ৷ তবে বিশ্ব অর্থনীতি এবং দাম কমানোর জন্য ট্রাম্পের নিজস্ব রাজনৈতিক বাধ্যবধকতাকে অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে নয়া এই আদেশ ।

শুল্ক আরোপ অব্যাহত থাকলে মুদ্রাস্ফীতির পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হতে পারে, ভোটারদের বিশ্বাস নষ্ট হতে পারে কারণ ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি ক্ষমতায় এসে মুদি, পেট্রল, আবাসন, গাড়ি এবং অন্যান্য পণ্যের দাম কমাতে পারবেন । ট্রাম্প চিন থেকে সমস্ত আমদানির উপর 10% এবং মেক্সিকো ও কানাডা থেকে আমদানির উপর 25% শুল্ক আরোপের জন্য অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন । তবে তেল, প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুৎ-সহ কানাডা থেকে আমদানি করা জ্বালানিতে 10% হারে কর আরোপ করা হবে ।

এই পদক্ষেপ আমেরিকার দুই বৃহত্তম বাণিজ্যিক অংশীদার মেক্সিকো ও কানাডার সঙ্গে অর্থনৈতিক অচলাবস্থার সৃষ্টি করেছে, যার ফলে কয়েক দশক ধরে চলা বাণিজ্য সম্পর্ক ভেঙে যাওয়ার মুখে এবং এই দুই দেশ ও কড়া প্রতিক্রিয়া জানাতে পারে বলে মনে করা হচ্ছে ৷ মেক্সিকোর প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে পালটা শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন এবং কানাডার প্রধানমন্ত্রী বলেছেন যে, তাঁরা দেশ 155 বিলিয়ন ডলার পর্যন্ত মার্কিন আমদানিতে 25% শুল্ক আরোপ করবে । চিন ট্রাম্পের পদক্ষেপের পর তাৎক্ষণিকভাবে এখনও এ বিষয়ে প্রতিক্রিয়া দেয়নি ।

ট্রাম্পের এই নির্দেশে অন্যান্য দেশগুলির প্রতিও প্রতিরোধ স্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত করের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে ৷ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার বলেছেন যে, নয়া মার্কিন শুল্ক কার্যকর হলে মঙ্গলবার থেকে আমেরিকান অ্যালকোহল এবং ফলের বাণিজ্যে 30 বিলিয়ন ডলারের কানাডিয়ান শুল্ক কার্যকর হবে । (সংবাদসংস্থা এপি)

ABOUT THE AUTHOR

...view details