মাদ্রিদ, 1 নভেম্বর: ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 155 ৷ স্থানীয় সময়, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার পর্যন্ত স্পেনের মালাগা থেকে শুরু করে ভ্যালেনসিয়ায় আচমকা প্রবল ঝড়-বৃষ্টি হয় ৷ এই প্রাকৃতি বিপর্যয়ে তছনছ হয়ে গিয়েছে গোটা এলাকা ৷ কমপক্ষে 158 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ তার মধ্যে 155 জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে প্রশাসন ৷
স্পেনের দক্ষিণ এবং পূর্বাঞ্চলের গ্রামগুলি জলের তলায় চলে গিয়েছিল ৷ ধীরে ধীরে জল সরতে শুরু করেছে । তারপর দেখা গিয়েছে চারদিকে শুধুই কাদার পুরু স্তর জমে রয়েছে ৷ রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলি একটি আরেকটির উপর উঠে গিয়েছে ৷ উদ্ধারকারীরা গাড়িগুলি সরাতে গিয়ে তার মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার করছেন ৷ বাড়ির ভিতর থেকেও মিলছে দেহ ৷
চারদিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৷ প্রবীণদের মতে, এরকম প্রাকৃতিক বিপর্যয় এর আগে তাঁরা ঘটতে দেখেননি ৷ এই বৃষ্টি আর ঝড় যেন সুনামিরই অন্য রূপ ৷ যত্রযত্র গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের তার ছিঁড়েছে ৷ কাদার মধ্যে ডুবে আছে গৃহস্থালির নানা জিনিসপত্র ৷ ভূমধ্যসাগরের উপকূলে বার্সেলোনার দক্ষিণে অবস্থিত ভ্যালেনসিয়ার রাস্তাগুলিতে ছবিটা এই রকম ৷ এখানে প্রায় 50 লক্ষ মানুষের বাস ৷ স্পেনের এক মন্ত্রী জানান, দুর্ভাগ্যজনকভাবে বেশ কিছু মানুষ গাড়ির মধ্যেই প্রাণ হারিয়েছেন ৷