পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মসজিদের বাইরে চলল গুলি, ফিলাডেলফিয়ায় ঈদের আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কে - Philadelphia Shootout on Eid - PHILADELPHIA SHOOTOUT ON EID

Philadelphia Shootout: রমজান শেষে ঈদের আনন্দে সবাই মসজিদে এসেছিলেন ৷ আচমকা মসজিদের বাইরে গুলি চলতে শুরু করে ৷ মহিলা, শিশুরা সবাই প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে ৷ কমপক্ষে 3 জন গুলিতে আহত হয়েছে এই ঘটনায় ৷

ETV Bharat
ফিলাডেলফিয়ায় মসজিদের বাইরে আচমকাই গুলিযুদ্ধ

By PTI

Published : Apr 11, 2024, 8:47 AM IST

ফিলাডেলফিয়া, 11 এপ্রিল: রমজান শেষে আনন্দের ঈদ পালনের প্রস্তুতি তখন তুঙ্গে ৷ তবে তা মুহূর্তে বদলে গেল আচমকা গুলিযুদ্ধে ৷ বুধবার ফিলাডেলফিয়ায় শহরের একটি বড় মসজিদের বাইরে দুই গোষ্ঠীর মধ্যে গুলি চালনার ঘটনায় কমপক্ষে তিন জন আহত হয়েছেন ৷ ঘটনায় মহিলা ও শিশুরা আতঙ্কে পালাতে থাকে ৷ যদিও দু'পক্ষের মধ্যে গুলি চালনার কারণ স্পষ্ট নয় এখনও ৷

ফিলাডেলফিয়ার পুলিশ জানিয়েছে, এদিন ওই মসজিদে ঈদ-আল-ফিতরের অনুষ্ঠান হচ্ছিল ৷ দুপুর 2টো 30 মিনিট নাগাদ হঠাৎ এলোপাথাড়ি গুলি চলতে থাকে ৷ পরে অবশ্য 5 জনকে গ্রেফতার করে পুলিশ ৷ তাদের মধ্যে বছর পনেরোর এক কিশোরও আছে ৷ পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে তার পায়ে এবং কাঁধে গুরুতর আঘাত লাগে ৷ এক আধিকারিক তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় ৷ তার সঙ্গে একটি বন্দুক ছিল বলেও জানা গিয়েছে ৷ এছাড়া আরেক ব্যক্তির পেটে গুলি লাগে ৷ ঘটনায় গুলিবিদ্ধ এক নাবালকও ৷

ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার এই ঘটনার কথা সংবাদমাধ্য়মে স্বীকার করেছেন ৷ পুলিশের কাছে 911 নম্বর থেকে সাহায্য চেয়ে ফোন আসে ৷ সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ এদিকে দ্রুত গতিতে আসা পুলিশের গাড়িটি একটি 15 বছরের কিশোরীকে ধাক্কা মারে ৷ গুলি চালনার ঘটনায় আতঙ্কিত মেয়েটি পালিয়ে যাওয়ার মুহূর্তে তার পায়ে গুলি লাগে ৷

পুলিশ সূত্রে খবর, প্রায় হাজার মানুষ ঈদের অনুষ্ঠানে যোগ দিতে ওই মসজিদে এসেছিল ৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, মানুষজন ভয়ে এদিক-ওদিক দৌড়তে শুরু করে ৷ কেউ কেউ কাছাকাছি কয়েকটি তাঁবুতে পালিয়ে যায় ৷ কেউ বা গাছের পিছন দিকে, কোথাও আবার শিশুদের নিয়ে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ার দৃশ্য দেখা গিয়েছে ৷ অনেকে নিকটবর্তী একটি স্কুলে ও মসজিদের মধ্য়ে ঢুকে প্রাণে বেঁচেছে ৷ তবে কেন এই গোলাগুলি চলল, তার সঠিক কারণ জানা যায়নি ৷ সন্দেহভাজনদের মধ্যে 4জন পুরুষ এবং একজন মহিলা আছেন ৷

আরও পড়ুন:

  1. কানাডায় বন্দুকবাজের হামলায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত নির্মাণ ব্যবসায়ীর
  2. কানাডার আবাসিক এলাকায় গুলি, মৃত ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী-সহ 2

ABOUT THE AUTHOR

...view details