পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ইজরায়েলের উপর হিজবুল্লার রকেট হামলা, মৃত 7 - PROJECTILE ATTACK ON ISRAEL

ইজরায়েলের হামলার জবাব ! দেশটির উত্তর প্রান্তে এবার প্রজেক্টাইল হামলা চালাল হিজবুল্লা ৷ রকেট হানায় মৃতদের মধ্য়ে একাধিক বিদেশীও রয়েছে ৷

PROJECTILE ATTACK ON ISRAEL
ইজরায়েলের উপর প্রজেক্টাইল হামলা (এপি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2024, 1:50 PM IST

জেরুজালেম, 1 নভেম্বর:ইজরায়েলি হামলার জবাব হিজবুল্লার ৷ বৃহস্পতিবার উত্তর ইজরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লা ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ মৃতদের মধ্যে 4 জন বিদেশী কর্মচারী রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ৷

স্থানীয় সূত্রের খবর, এদিন উত্তর ইজরায়েলের মেতুলা ও হাইফাতে লেবানন থেকে রকেট হামলা চালায় হিজবুল্লা ৷ মূলত, কৃষি জমির উপর এই হামলা চালোনো হয় ৷ ঘটনা প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷

উল্লেখ্য, গত কয়েকদিনে লেবাননের একাধিক এলাকায় রকেট হামলায় অনন্ত 8 জনের মৃত্যু হয়েছে ৷ নতুন করে আর কোনও প্রাণহানি যাতে না-হয়, দক্ষিণ লেবানন থেকে স্থানীয়দের চলে যাওয়ার জন্য অনুরোধ করে ইজরায়েলের সামরিক বাহিনী ৷ আইডিএফ-এর সেই বার্তার পরই ইজরায়েলের উত্তরে রকেট হামলা চালাল হিজবুল্লা ৷

অন্যদিকে, প্যালেস্তাইন স্বাস্থ্য় মন্ত্রকের দাবি, বৃহস্পতিবার ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলি অভিযানে 3 জনের মৃত্যু হয়েছে ৷ তাদের দাবি, বিমান হামলায় দু'জনের মৃত্যু হয়েছে ও একজনের মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ হয়ে ৷ ইজরায়েলের এই অভিযানে এক হামাস সদস্যেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্যালেস্তাইন স্বাস্থ্য মন্ত্রক ৷

এক বছর আগে শুরু হওয়া ইজরায়েল-হামাস যুদ্ধ সময়ের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রূপ ধারণ করছে ৷ এই যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে ৷ প্রথম থেকেই এই যুদ্ধে সমর্থন জানিয়েছে ইরান ৷ বিগত কয়েকমাসে ইজরায়েলের উপর প্রত্যক্ষ হামলা শুরু করেছে তারা ৷

হিজবুল্লা-হামাসের হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনাও ৷ আইডিএফ-এর সাফ বার্তা, দেশ তথা দেশবাসীর সুরক্ষার স্বার্থে তারা প্রতিটি হামলার যোগ্য জবাব দেবে ৷ সেই মতো, দক্ষিণ লেবাননে একের পর এক রকেট হামলা চালিয়েছে আইডিএফ ৷ হামলায় একে একে প্রাণ হারিয়েছেন হিজবুল্লার শীর্ষ নেতারা ৷ এই আবহে সংগঠনের দায়িত্ব নিয়েছেন নঈম কাশেম ৷ দায়িত্ব নিয়েই ইজরায়েলকে কড়া হুঁশিয়ারি দেন তিনি ৷ এই আবহে, বৃহস্পতিবারের হামলার কড়া ভাষায় ইজরায়েল জবাব দেবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল ৷

প্রসঙ্গত, গাজায় ইজরায়েল-হামাসের এক বছরের যুদ্ধে মৃতের সংখ্য়া 43 হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ সম্প্রতি এমনই তথ্যপ্রকাশ করেছে প্যালেস্তাইন ৷ অন্যদিকে, হামাসের অতর্কিত হামলায় 1200 জন ইজরায়েলির মৃত্য়ু হয়েছে বলে খবর ৷

পড়ুন:ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাকে নেতৃত্ব দেবেন নঈম কাশেম

ABOUT THE AUTHOR

...view details