ETV Bharat / state

ফোকলা দাঁতে হাসছে চে, মাথা ভরা চুল নিয়ে জাদুঘরের দেওয়ালে লেনিন - INDIAN MUSEUM

ফোকলা দাঁতে হাসছে চে গেভারা, মাথা ভরা চুল নিয়ে কলকাতার ভারতীয় জাদুঘরের দেওয়ালে জ্বলজ্বল করছে লেনিনের ছবি ৷ বিষয়টা কী ?

ETV BHARAT
কলকাতার ভারতীয় জাদুঘরে অনন্য প্রদর্শনী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 7:07 PM IST

কলকাতা, 21 জানুয়ারি: কলকাতার ভারতীয় জাদুঘর ঘুরে দেখতে দেখতে হঠাৎ থমকে দাঁড়াচ্ছেন মানুষজন । মিলছে না বইয়ের পাতার ইতিহাস ! দেওয়ালে টাঙানো ছবিতে দাড়িই ওঠেনি মার্ক্সের । আবার মাথা ভরা চুল লেনিনের । অথচ, গ্রামশির মাথা ন্যাড়া । আবার চে ফোকলা দাঁতে হাসছে । হো চি মিনের থুতনিতে আবার নেই দাড়ি...! তালিকাটা দীর্ঘ ।

মমি থেকে জীবাশ্ম । 'প্রাচীন' পৃথিবীর নানা ইতিহাস সযত্নে লালিত কলকাতার ভারতীয় জাদুঘরে । যা দেখে সহজেই অনুমান করা যায় যে, পাঁচ হাজার, দশ হাজার বছর আগের পৃথিবীটা কেমন ছিল, কেমন দেখতে ছিল তখনকার জিনিসপত্র । এ সব কিছু পুরাতন হলেও জীর্ণ নয় ৷ ইতিহাসে ফিরে যাওয়ার পথে হাঁটতে হাঁটতে কেউ যদি এখন জাদুঘরের টেক্সটাইল গ্যালারিতে প্রবেশ করেন, তাহলেই তাঁর জন্য চমক অপেক্ষা করে আছে ৷

কলকাতার ভারতীয় জাদুঘরে অনন্য প্রদর্শনী (নিজস্ব ভিডিয়ো)

মনে প্রশ্ন জাগতে পারে, জাদুঘরে বামপন্থী রাজনৈতিক দলের পার্টি অফিস এল কোথা থেকে ! আসলে সেখানেই দেওয়ালে টাঙানো আছে একাধিক ছবি । ফ্রেমের নীচে সেই ছবিগুলির ব্যক্তিদের নাম লেখা । জ্বলজ্বল করছে স্ট্যালিন, লেনিন, হো চি মিন, কার্ল মার্ক্স, চে গেভারা ও গ্রামশির নাম ।

ETV BHARAT
ফোকলা দাঁতে হাসছে চে, মাথা ভরা চুল লেনিনের (নিজস্ব চিত্র)

নামগুলো পড়েই যে মুখগুলো মনের কোণে ভেসে উঠবে, তার সঙ্গে জাদুঘরের টেক্সটাইল বিভাগের দেওয়ালে টাঙানো ছবির কোনও মিল পাবেন না । স্ট্যালিন লেখা ছবির ব্যক্তিটির ব্যাকব্রাশ করা বাদামি চুল নেই, তীক্ষ্ণ চোখ আর গোঁফে ঢাকা শক্ত চোয়ালও নেই । জাদুঘরের দেওয়ালে টাঙানো ছবির স্ট্যালিন মৃদু হাসছে । তাঁর খোঁচা খোঁচা পাকা দাড়ি আর মাথায় অল্প চুল ।

ETV BHARAT
মমি থেকে জীবাশ্মের সম্ভার জাদুঘরে (নিজস্ব চিত্র)

অন্যদিকে, চে গেভারা লেখা ছবির মানুষটি হাসছে ফোকলা দাঁতে । হো চি মিনের থুতনিতে আবার দাড়ি নেই । সেখানকার ছবির লেনিনের আবার প্রশস্ত কপাল নয়, বরং মাথা ভরা চুল । জাদুঘরের ছবির গ্রামশির আবার একমাথা চুল নেই, ন্যাড়া মাথা । কার্ল মার্ক্সের আবার দাড়িই ওঠেনি । অথচ, ছবিগুলির পরিচয়ও মিথ্যে নয় । প্রত্যেক ফ্রেমে যে ব্যক্তি আছেন, তাঁরই নাম ছবির নীচে লেখা রয়েছে ৷ তাঁদের অস্তিত্ব বর্তমান ।

ছবিগুলি দেখে প্রথমে অনেকেই বুঝতে পারছেন না বিষয়টা কী । কেউ কেউ ভাবছেন, কিছু একটা ব্যাপার আছে । কেউ আবার ইতিহাসের বিকৃতি ভেবে প্রথমে রেগে যাচ্ছেন । আবার কেউ দিশেহারা হয়ে কর্তৃপক্ষের নজরে এনে বলছেন, তৎক্ষণাৎ এই 'ভুল' ঠিক করা দরকার । তবে ভুল হলে ভুল ঠিক করার প্রশ্ন উঠছে ৷ জাদুঘর কর্তৃপক্ষ সবাইকে জানাচ্ছেন, কোনও ছবিতে কোনও ভুল নেই । ফলে ভুল শোধরানোর ব্যাপারও নেই ।

ETV BHARAT
ভারতীয় জাদুঘরে প্রদর্শনী (নিজস্ব চিত্র)

আসলে জাদুঘরের টেক্সটাইল গ্যালারিতে একটি প্রদর্শনী চলছে ৷ তার কিউরেটর সায়ন্তন মৈত্র বলেন, "কোনও ভুল নেই । যাঁদের ছবি রাখা রয়েছে, ওঁদের নাম ওটাই । কেন ? পৃথিবীতে কি একজনের নামই লেনিন বা স্ট্যালিন ?" এই অকাট্য যুক্তির কাছে কেউ আর টুঁ শব্দটুকু করতে পারছেন না ।

প্রদর্শনীর ছবিগুলোর ব্যাখ্যা দিয়ে কিউরেটর সায়ন্তন মৈত্র বলেন, "কেরলের বিখ্যাত শিল্পী বিবেক বিলাসিনির কাজ এটা । কেরলে ওঁর বাবার গ্রামের বিভিন্ন মানুষের ছবি । এঁদের সকলের নাম এগুলোই । উনি এঁদের ছবি তুলেই আনন্দ পান । সারা পৃথিবীতেই উনি ওঁর এই ধরনের মজার কাজের জন্য জনপ্রিয় । আমরা দেখার চেষ্টা করছি, এগুলো দেখে মানুষ কী প্রতিক্রিয়া দেন ?"

ETV BHARAT
জাদুঘরের টেক্সটাইল গ্যালারিতে প্রদর্শনী (নিজস্ব চিত্র)

মার্ক্স-লেনিন-স্ট্যালিন নিয়ে সর্বক্ষণ চর্চা করা বাম নেতারা এই কাণ্ডকে 'ইন্টারেস্টিং' হিসেবেই দেখছেন । সিপিএম পলিটব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "দক্ষিণ ভারতে এরকম চল রয়েছে । আমি নিজে দেখেছি, বাড়ি বাড়ি অনেকের নাম সুভাষ, বিবেকানন্দ, বিদ্যাসাগর । কেরলে তো অনেক মানুষের নাম এরকম রয়েছে । আসলে কিছুই না, অনেকে তাঁর সন্তানদের নাম কোনও শ্রদ্ধেয় মানুষের নামে রাখতে চান । এটা তারই উদাহরণ ।" উল্লেখ্য, এই প্রদর্শনী দেখে বাম নেতারা অনেকেই মনে করছেন, বাম গড় কেরলে জনপ্রিয় বামপন্থী নেতাদের নামে বাড়ির সন্তানদের নাম রাখার চল রয়েছে ৷

ETV BHARAT
নানা ইতিহাস সযত্নে লালিত কলকাতার ভারতীয় জাদুঘরে (নিজস্ব চিত্র)

ভারতীয় জাদুঘরে সনাতনী শিল্পকর্মের পাশাপাশি আধুনিকতার মেলবন্ধনে একটি প্রদর্শনী চলছে । এই ছবিগুলি ওই প্রদর্শনীর অঙ্গ বলে জানিয়েছেন ভারতীয় জাদুঘরের ডেপুটি ডিরেক্টর সায়ন ভট্টাচার্য । তিনি বলেন, "এই প্রদর্শনীটি গত 11 জানুয়ারি ভারতীয় জাদুঘর, কলকাতা বসু ফাউন্ডেশন ফর দ্য আর্টসের সহযোগিতায় ভারতীয় সমসাময়িক ও লোকশিল্পের প্রদর্শনী । যার নাম রাখা হয়েছে 'ডায়লগস অ্যাক্রস টাইম'৷ বিশ্বের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে আইকনিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভারতীয় জাদুঘরের গৌরবময় বছরগুলিকে সম্মান ও উদযাপন করার জন্যই এই প্রদর্শনীর আয়োজন ৷ এর উদ্বোধন করেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ।" প্রদর্শনীটি চলবে আগামী 31 মার্চ পর্যন্ত।

কলকাতা, 21 জানুয়ারি: কলকাতার ভারতীয় জাদুঘর ঘুরে দেখতে দেখতে হঠাৎ থমকে দাঁড়াচ্ছেন মানুষজন । মিলছে না বইয়ের পাতার ইতিহাস ! দেওয়ালে টাঙানো ছবিতে দাড়িই ওঠেনি মার্ক্সের । আবার মাথা ভরা চুল লেনিনের । অথচ, গ্রামশির মাথা ন্যাড়া । আবার চে ফোকলা দাঁতে হাসছে । হো চি মিনের থুতনিতে আবার নেই দাড়ি...! তালিকাটা দীর্ঘ ।

মমি থেকে জীবাশ্ম । 'প্রাচীন' পৃথিবীর নানা ইতিহাস সযত্নে লালিত কলকাতার ভারতীয় জাদুঘরে । যা দেখে সহজেই অনুমান করা যায় যে, পাঁচ হাজার, দশ হাজার বছর আগের পৃথিবীটা কেমন ছিল, কেমন দেখতে ছিল তখনকার জিনিসপত্র । এ সব কিছু পুরাতন হলেও জীর্ণ নয় ৷ ইতিহাসে ফিরে যাওয়ার পথে হাঁটতে হাঁটতে কেউ যদি এখন জাদুঘরের টেক্সটাইল গ্যালারিতে প্রবেশ করেন, তাহলেই তাঁর জন্য চমক অপেক্ষা করে আছে ৷

কলকাতার ভারতীয় জাদুঘরে অনন্য প্রদর্শনী (নিজস্ব ভিডিয়ো)

মনে প্রশ্ন জাগতে পারে, জাদুঘরে বামপন্থী রাজনৈতিক দলের পার্টি অফিস এল কোথা থেকে ! আসলে সেখানেই দেওয়ালে টাঙানো আছে একাধিক ছবি । ফ্রেমের নীচে সেই ছবিগুলির ব্যক্তিদের নাম লেখা । জ্বলজ্বল করছে স্ট্যালিন, লেনিন, হো চি মিন, কার্ল মার্ক্স, চে গেভারা ও গ্রামশির নাম ।

ETV BHARAT
ফোকলা দাঁতে হাসছে চে, মাথা ভরা চুল লেনিনের (নিজস্ব চিত্র)

নামগুলো পড়েই যে মুখগুলো মনের কোণে ভেসে উঠবে, তার সঙ্গে জাদুঘরের টেক্সটাইল বিভাগের দেওয়ালে টাঙানো ছবির কোনও মিল পাবেন না । স্ট্যালিন লেখা ছবির ব্যক্তিটির ব্যাকব্রাশ করা বাদামি চুল নেই, তীক্ষ্ণ চোখ আর গোঁফে ঢাকা শক্ত চোয়ালও নেই । জাদুঘরের দেওয়ালে টাঙানো ছবির স্ট্যালিন মৃদু হাসছে । তাঁর খোঁচা খোঁচা পাকা দাড়ি আর মাথায় অল্প চুল ।

ETV BHARAT
মমি থেকে জীবাশ্মের সম্ভার জাদুঘরে (নিজস্ব চিত্র)

অন্যদিকে, চে গেভারা লেখা ছবির মানুষটি হাসছে ফোকলা দাঁতে । হো চি মিনের থুতনিতে আবার দাড়ি নেই । সেখানকার ছবির লেনিনের আবার প্রশস্ত কপাল নয়, বরং মাথা ভরা চুল । জাদুঘরের ছবির গ্রামশির আবার একমাথা চুল নেই, ন্যাড়া মাথা । কার্ল মার্ক্সের আবার দাড়িই ওঠেনি । অথচ, ছবিগুলির পরিচয়ও মিথ্যে নয় । প্রত্যেক ফ্রেমে যে ব্যক্তি আছেন, তাঁরই নাম ছবির নীচে লেখা রয়েছে ৷ তাঁদের অস্তিত্ব বর্তমান ।

ছবিগুলি দেখে প্রথমে অনেকেই বুঝতে পারছেন না বিষয়টা কী । কেউ কেউ ভাবছেন, কিছু একটা ব্যাপার আছে । কেউ আবার ইতিহাসের বিকৃতি ভেবে প্রথমে রেগে যাচ্ছেন । আবার কেউ দিশেহারা হয়ে কর্তৃপক্ষের নজরে এনে বলছেন, তৎক্ষণাৎ এই 'ভুল' ঠিক করা দরকার । তবে ভুল হলে ভুল ঠিক করার প্রশ্ন উঠছে ৷ জাদুঘর কর্তৃপক্ষ সবাইকে জানাচ্ছেন, কোনও ছবিতে কোনও ভুল নেই । ফলে ভুল শোধরানোর ব্যাপারও নেই ।

ETV BHARAT
ভারতীয় জাদুঘরে প্রদর্শনী (নিজস্ব চিত্র)

আসলে জাদুঘরের টেক্সটাইল গ্যালারিতে একটি প্রদর্শনী চলছে ৷ তার কিউরেটর সায়ন্তন মৈত্র বলেন, "কোনও ভুল নেই । যাঁদের ছবি রাখা রয়েছে, ওঁদের নাম ওটাই । কেন ? পৃথিবীতে কি একজনের নামই লেনিন বা স্ট্যালিন ?" এই অকাট্য যুক্তির কাছে কেউ আর টুঁ শব্দটুকু করতে পারছেন না ।

প্রদর্শনীর ছবিগুলোর ব্যাখ্যা দিয়ে কিউরেটর সায়ন্তন মৈত্র বলেন, "কেরলের বিখ্যাত শিল্পী বিবেক বিলাসিনির কাজ এটা । কেরলে ওঁর বাবার গ্রামের বিভিন্ন মানুষের ছবি । এঁদের সকলের নাম এগুলোই । উনি এঁদের ছবি তুলেই আনন্দ পান । সারা পৃথিবীতেই উনি ওঁর এই ধরনের মজার কাজের জন্য জনপ্রিয় । আমরা দেখার চেষ্টা করছি, এগুলো দেখে মানুষ কী প্রতিক্রিয়া দেন ?"

ETV BHARAT
জাদুঘরের টেক্সটাইল গ্যালারিতে প্রদর্শনী (নিজস্ব চিত্র)

মার্ক্স-লেনিন-স্ট্যালিন নিয়ে সর্বক্ষণ চর্চা করা বাম নেতারা এই কাণ্ডকে 'ইন্টারেস্টিং' হিসেবেই দেখছেন । সিপিএম পলিটব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "দক্ষিণ ভারতে এরকম চল রয়েছে । আমি নিজে দেখেছি, বাড়ি বাড়ি অনেকের নাম সুভাষ, বিবেকানন্দ, বিদ্যাসাগর । কেরলে তো অনেক মানুষের নাম এরকম রয়েছে । আসলে কিছুই না, অনেকে তাঁর সন্তানদের নাম কোনও শ্রদ্ধেয় মানুষের নামে রাখতে চান । এটা তারই উদাহরণ ।" উল্লেখ্য, এই প্রদর্শনী দেখে বাম নেতারা অনেকেই মনে করছেন, বাম গড় কেরলে জনপ্রিয় বামপন্থী নেতাদের নামে বাড়ির সন্তানদের নাম রাখার চল রয়েছে ৷

ETV BHARAT
নানা ইতিহাস সযত্নে লালিত কলকাতার ভারতীয় জাদুঘরে (নিজস্ব চিত্র)

ভারতীয় জাদুঘরে সনাতনী শিল্পকর্মের পাশাপাশি আধুনিকতার মেলবন্ধনে একটি প্রদর্শনী চলছে । এই ছবিগুলি ওই প্রদর্শনীর অঙ্গ বলে জানিয়েছেন ভারতীয় জাদুঘরের ডেপুটি ডিরেক্টর সায়ন ভট্টাচার্য । তিনি বলেন, "এই প্রদর্শনীটি গত 11 জানুয়ারি ভারতীয় জাদুঘর, কলকাতা বসু ফাউন্ডেশন ফর দ্য আর্টসের সহযোগিতায় ভারতীয় সমসাময়িক ও লোকশিল্পের প্রদর্শনী । যার নাম রাখা হয়েছে 'ডায়লগস অ্যাক্রস টাইম'৷ বিশ্বের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে আইকনিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভারতীয় জাদুঘরের গৌরবময় বছরগুলিকে সম্মান ও উদযাপন করার জন্যই এই প্রদর্শনীর আয়োজন ৷ এর উদ্বোধন করেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ।" প্রদর্শনীটি চলবে আগামী 31 মার্চ পর্যন্ত।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.