উইলমিংটন, 22 সেপ্টেম্বর: দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের আগ্রাসন নীতি ক্রমশ বেড়েই চলেছে ৷ পূর্ব চিন সাগরেও আধিপত্য বিস্তারের জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে লাল ফৌজ ৷ এই আবহে শনিবার ডেলাওয়ারে কোয়াডের বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ৷
বৈঠকের শুরুতেই চিনকে সাফ বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ নাম না করে তিনি বলেন, "আমরা কারও বিরোধীতা করছি না ৷ তবে আমাদের দাবি, মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ৷ আমরা সকলেই নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান ও সমর্থন করি ৷" এরপরই তিনি বলেন, "আমাদের বার্তা স্পষ্ট ৷ সকলকে সাহায্য করার জন্য কোয়াডের সদস্যরা সবসময় তৈরি রয়েছে ৷"
উল্লেখ্য, বহুদিন ধরে তাইওয়ানের উপর আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন ৷ সেই সঙ্গে, আন্তর্জাতিক বাজার দখলের বিষয়টিও রয়েছে ৷ প্রেসিডেন্ট বাইডেনের কথায়, চিন তাঁদের ধৈর্য্য পরীক্ষা করছে ৷ তবে মোদি জানান, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তির বাতাবরণ বজায় রাখার জন্য কোয়াড ইতিমধ্যে স্বাস্থ্য, নিরাপত্তা, প্রতিরক্ষা, প্রযুক্তি, আবহাওয়ার পরিবর্তন নিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ৷ তিনি বলেন, "বিশ্বের নানা প্রান্তে অশান্তি, উদ্বেগ, উত্তেজনা ও সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়েছে ৷ এই পরিস্থিতিতে মানবতার স্বার্থে ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে কোয়াডের নেতারা একসঙ্গে কাজ করছে ৷" বিশ্বে শান্তি বজায় রাখার জন্য এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রধানমন্ত্রী মোদি ৷