তেল আভিভ, 16 জানুয়ারি: হামাসের দাবির জন্যই যুদ্ধবিরতির চুক্তি এখনও চূড়ান্ত করা যায়নি, শেষ পর্যায়ে এসে আটকে রয়েছে ৷ আর তাই ইজরায়েল-গাজা যুদ্ধ থামাতে দু'পক্ষের মধ্যে বোঝাপড়া চলছে। কিন্তু তা এখনও চূড়ান্ত হয়নি ৷ বৃহস্পতিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমনটাই জানিয়েছেন ৷
ইতিমধ্যে এই চুক্তির মধ্যস্থতাকারী আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার জানান যে দু'পক্ষই যুদ্ধবিরতিতে রাজি ৷ গাজায় যুদ্ধ বন্ধ হবে ৷ তিনি বলেন, 'আমি ভীষণভাবে সন্তুষ্ট হয়েছি ৷ অবশেষে সেই দিন এসেছে ৷' তাঁর রাজনৈতিক জীবনে এই চুক্তি সম্পন্ন করা অত্যন্ত কঠিন ছিল বলে জানিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ৷
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, হামাসকে তাদের দাবি থেকে পিছু হটতে হবে ৷ না হলে মন্ত্রিসভা এই চুক্তিকে ছাড়পত্র দেওয়া হবে না ৷ এই যুদ্ধবিরতি চুক্তির জন্য বুধবার তিনি প্রেসিডেন্ট জো বাইডেন এবং নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে ধন্যবাদ জ্ঞাপন করেন ৷
ইজরায়েল গাজা যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ (ছবি: এপিটিএন) এদিকে হামাসের শীর্ষ আধিকারিক ইজ্জাত আল-রিশক বলেন, "মধ্যস্ততাকারীরা এই যুদ্ধ-বিরতির চুক্তির কথা ঘোষণা করেছেন ৷ হামাস তা চূড়ান্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷" এদিকে 20 জানুয়ারি আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প ৷ মসনদ ছাড়ার আগে শেষ মুহূর্তে ইজরায়েল-গাজা যুদ্ধ থামাতে অন্য়তম মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন জো বাইডেন ৷ 2023 সালের 7 অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস ৷ তারপর ইজরায়েলও পাল্টা যুদ্ধ ঘোষণা করে ৷ এই যুদ্ধের প্রথম থেকেই ইজরায়েলের পাশে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ৷ মেয়াদ শেষ করার আগে তিনি এই যুদ্ধে ইতি টানার শেষ চেষ্টা করছেন ৷
বুধবার কাতারে ইজরায়েল-গাজা যুদ্ধবিরতির চুক্তির কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট বাইডেন ৷ তিনটি পর্যায়ে এই যুদ্ধবিরতিতে হামাস গোষ্ঠী ইজরায়েলকে অপহৃতদের ফেরত দেবে ৷ তার পরিবর্তে প্যালেস্তাইনের বাসিন্দাদের ইজরায়েলের কারাগার থেকে মুক্তি দেবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ৷ এই চুক্তি বাস্তবায়িত হলে গাজার ঘরছাড়া মানুষরা তাঁদের বাসস্থানে ফিরে আসতে পারবেন ৷ 15 মাস ধরে এই যুদ্ধ চলছে ৷ বিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য রাষ্ট্রসঙ্ঘ ত্রাণ পাঠালেও তা গাজার ভিতরে পৌঁছতে দেওয়া হচ্ছে না বলেই খবর ৷ চুক্তি হলে মানুষ্র কাছে ত্রাণ সামগ্রীগুলি পাবে ৷
আমেরিকা ছাড়া আরেক মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুলরাহমান আল থানি বলেন, "রবিবার থেকে এই যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হবে ৷ তবে এই চুক্তি কতটা সফল হবে, তা নির্ভর করতে ইজরায়েল ও হামাসের উপর ৷ এই চুক্তি যাতে লঙ্ঘিত না হয় সেটা নিশ্চিত করা হোক ৷" তিনি আরও বলেন, "আশা করি, এটাই যুদ্ধের শেষ পৃষ্ঠা ৷ সব পক্ষই শর্তগুলি ঠিক করে মানবেন ৷"
হামাসের থেকে অপহৃতদের ফেরত পেতে দেশের মধ্যেই প্রবল চাপে পড়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ তাঁর ডান-পন্থী জোট সরকারের সদস্যরা তাঁকে রীতিমতো হুমকি দিয়েছেন । পরিস্থিতি এনমই যে নেতানিয়াহু যদি এই চুক্তিতে খুব বেশি সমঝোতা করেন তাহলে সরকার পড়ে যেতে পারে ৷ নেতানিয়াহুর বিরোধীদের মধ্যে অনেকেই এই চুক্তিকে সমর্থন করবেন ৷ কিন্তু তাতে তাঁর নিজের জোট দুর্বল হয়ে যাবে এবং সরকার পড়ে যেতে পারে ৷ যার ফল হবে সময়ের আগে নির্বাচন ৷
ইজরায়েল-গাজা যুদ্ধবিরতি, অপহৃত ও কারাগারে বন্দিদের ফেরানো নিয়ে বোঝাপড়া চলছে ৷ তাতে ইজরায়েলের গাজায় বোমা হামলায় ছেদ পড়েনি ৷ এর আগে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল 2023 সালের 24 নভেম্বর ৷ কিন্তু চারদিনের সেই চুক্তির সময় শেষের আগেই ফের যুদ্ধ বাধে দুই পক্ষের মধ্যে ৷
2023 সালের অক্টোবরে হামাস গোষ্ঠীর হামলায় 1 হাজার 210 জন মৃত্যু হয়েছিল ৷ তাঁদের মধ্যে বেশিরভাগই নাগরিক ৷ হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী, গাজার ইজরায়েলের পাল্টা হামলার জেরে 46 হাজার 707 মানুষের মৃত্যু হয়েছে ৷ এক্ষেত্রেও মৃতদের অধিকাংশই নাগরিক ৷