পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

‘বিশ্বে সন্ত্রাসবাদের জায়গা নেই’, অশান্তির আবহে মোদি-নেতানিয়াহু ফোনালাপ - Modi Netanyahu Talk

PM Modi speaks to Israeli PM Netanyahu: ক্ষমতা দখলের জন্য প্রায় এক বছর আগে শুরু হয়েছিল ইজরায়েল-হামাস যুদ্ধ ৷ পরে সেই যুদ্ধকে কেন্দ্র করে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আঁচ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে ৷ সেই আবহেই এবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বললেন নরেন্দ্র মোদি ৷

PM Modi speaks to Israeli PM Netanyahu
মোদি-নেতানিয়াহু ফোনালাপ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2024, 10:23 AM IST

Updated : Oct 1, 2024, 1:12 PM IST

নয়াদিল্লি, 1 অক্টোবর: ক্রমশ উত্তেজনা বাড়ছে পশ্চিম এশিয়ায় ৷ তারমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বললেন নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী নেতানিয়াহু’কে জানিয়েছেন, বিশ্বে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই ৷ ভারত বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার দ্রুত পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ ।

বিদেশমন্ত্রক (এমইএ) জানিয়েছে, সোমবার প্রধানমন্ত্রী মোদি বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কথা বলেছেন ।তারপরেই প্রধানমন্ত্রী এক্স পোস্টে লিখেছেন, ‘‘পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি । আমাদের বিশ্বে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই । অশান্তি রোধ করা এবং সমস্ত বন্দিদের নিরাপদ মুক্তি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ । ভারত বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার দ্রুত পুনঃপ্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ ।’’

প্রায় এক বছর আগে শুরু হয়েছিল ইজরায়েল-হামাস যুদ্ধ ৷ তাকে কেন্দ্র করে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আঁচ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে ৷ প্যালেস্তাইনের সমর্থনে ইজরায়েলের উপর একের পর এক আক্রমণ করতে শুরু করে ইরান সমর্থিত হিজবুল্লা ও হাউতিদের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলি ৷ দেশবাসীর নিরাপত্তার স্বার্থে পাল্টা হামলা শুরু করে ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷ প্রথমে গাজা, পরে লেবাননে একের পর এক এয়ারস্ট্রাইক চালায় আইডিএফ ৷ এই আবহে মোদি-নেতানিয়াহু ফোনালাপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ৷

ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) ঘোষণা করে যে 64 বছর বয়সি নাসরাল্লাহ নিহত হয়েছেন ৷ অপারেশন নিউ অর্ডারে হিজবুল্লা প্রধানের মৃত্যুর পর ফের জটিল হয়ে ওঠে পরিস্থিতি । ইজরায়েল-হিজবুল্লা সংঘাত ইজরায়েল এবং লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লার মধ্যে একটি দীর্ঘস্থায়ী এবং জটিল দ্বন্দ্ব । এই সংঘাতের মূল রয়েছে ঐতিহাসিক, রাজনৈতিক এবং আঞ্চলিক বিরোধ ৷

আরও পড়ুন:

Last Updated : Oct 1, 2024, 1:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details