প্যারিস, 11 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী প্যারিস থেকে তাঁর তিন দিনের সফর শুরু করেছেন। এই সময়, প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে 'এআই অ্যাকশন সামিট'-এর সহ-সভাপতিত্ব করবেন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলিঙ্গন করে স্বাগত জানান। এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য হল বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষেত্রে কার্যকর নীতি এবং সহযোগিতা সম্পর্কিত প্রচার করা। বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলির শীর্ষকর্তা, বিশেষজ্ঞ এবং সিইওরা এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী মোদি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে 'এআই অ্যাকশন সামিট'-এ অংশগ্রহণ করবেন। এই শীর্ষ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পর্কিত বৈশ্বিক বিষয়গুলি বিবেচনা করা হবে। বিদেশ সচিব বিক্রম মিস্রী গত সপ্তাহে জানিয়েছিলেন যে, এই শীর্ষ সম্মেলন ভারত ও ফ্রান্সের মধ্যে AI সহযোগিতাকে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে কীভাবে শক্তিশালী মেলবন্ধন গড়ে তোলা যেতে পারে সে সম্পর্কে অন্যান্য দেশের জন্য একটি মডেলও তুলে ধরবে।