পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

10 বছরের কারাদণ্ড ইমরান খানের, একই সাজা কুরেশিরও - ইমরান খান

Imran Khan sentenced to 10 years in prison: সাইফার মামলায় 10 বছরের কারাদণ্ড হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ৷ একই সাজা দেওয়া হয়েছে প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ৷

ETV BHARAT
ETV BHARAT

By PTI

Published : Jan 30, 2024, 1:55 PM IST

Updated : Jan 30, 2024, 2:12 PM IST

ইসলামাবাদ, 30 জানুয়ারি:10 বছরের কারাদণ্ড হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও সে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির ৷ মঙ্গলবার সাইফার মামলায় তাঁদের এই সাজা দেওয়া হয়েছে ৷ রাওয়ালপিণ্ডির আদিয়ালা সংশোধনাগারে মামলার শুনানির সময় বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এই রায় ঘোষণা করেন ।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই খবর নিশ্চিত করে বলেছে যে, এটি মিডিয়া বা জনসাধারণের প্রবেশাধিকার ছাড়াই একটি জাল মামলা ছিল । আইনি দল উচ্চতর আদালতে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে বলে জানিয়েছে পিটিআই ৷ তাদের আশা, এই সাজায় স্থগিতাদেশ দেওয়া হবে ৷

এই মামলার প্রসিডিং খুবই খারাপ ছিল এবং ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশও অমান্য করা হয়েছে বলে অভিযোগ ইমরান খানের দলের ৷ তারা বলেছে, ইসলামাবাদ হাইকোর্ট স্পষ্টভাবে দু'বার প্রসিডিং বা মামলার কার্যধারা বাতিল করেছে ৷ শুধু তাই নয়, এই মামলায় সংবাদমাধ্যম ও জনসাধারণের প্রবেশাধিকারের নির্দেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট ৷ কিন্তু আইনি দলকে এই মামলায় অ্যাক্সেস দেওয়া হয়নি ৷ তাড়াহুড়ো করে এই মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ হোয়াটসঅ্যাপ বার্তায় এমনই অভিযোগ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ।

সাইফার মামলাটি একটি কাগজের টুকরো সম্পর্কিত ৷ এটি একটি কূটনৈতিক তার সাইফার, যা 2022 সালের 27 মার্চ একটি জনসভায় তুলে ধরেছিলেন ইমরান খান ৷ এটি দেখিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাম নিয়ে দাবি করেন যে, এটি একটি প্রমাণ যে তাঁর সরকার ফেলে দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে ষড়যন্ত্র করা হয়েছে । (পিটিআই)

আরও পড়ুন:

  1. সুপ্রিম রায়ে নির্বাচনী প্রতীক 'ব্যাট' না পেয়ে নির্দল হয়েই ভোটে লড়বে ইমরানের দল
  2. মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে ইমরান
  3. ইমরান খানের মনোনয়ন বাতিল, জানাল পাকিস্তানের নির্বাচন কমিশন
Last Updated : Jan 30, 2024, 2:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details