ইসলামাবাদ, 30 জানুয়ারি:10 বছরের কারাদণ্ড হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও সে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির ৷ মঙ্গলবার সাইফার মামলায় তাঁদের এই সাজা দেওয়া হয়েছে ৷ রাওয়ালপিণ্ডির আদিয়ালা সংশোধনাগারে মামলার শুনানির সময় বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এই রায় ঘোষণা করেন ।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই খবর নিশ্চিত করে বলেছে যে, এটি মিডিয়া বা জনসাধারণের প্রবেশাধিকার ছাড়াই একটি জাল মামলা ছিল । আইনি দল উচ্চতর আদালতে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে বলে জানিয়েছে পিটিআই ৷ তাদের আশা, এই সাজায় স্থগিতাদেশ দেওয়া হবে ৷
এই মামলার প্রসিডিং খুবই খারাপ ছিল এবং ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশও অমান্য করা হয়েছে বলে অভিযোগ ইমরান খানের দলের ৷ তারা বলেছে, ইসলামাবাদ হাইকোর্ট স্পষ্টভাবে দু'বার প্রসিডিং বা মামলার কার্যধারা বাতিল করেছে ৷ শুধু তাই নয়, এই মামলায় সংবাদমাধ্যম ও জনসাধারণের প্রবেশাধিকারের নির্দেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট ৷ কিন্তু আইনি দলকে এই মামলায় অ্যাক্সেস দেওয়া হয়নি ৷ তাড়াহুড়ো করে এই মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ হোয়াটসঅ্যাপ বার্তায় এমনই অভিযোগ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ।
সাইফার মামলাটি একটি কাগজের টুকরো সম্পর্কিত ৷ এটি একটি কূটনৈতিক তার সাইফার, যা 2022 সালের 27 মার্চ একটি জনসভায় তুলে ধরেছিলেন ইমরান খান ৷ এটি দেখিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাম নিয়ে দাবি করেন যে, এটি একটি প্রমাণ যে তাঁর সরকার ফেলে দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে ষড়যন্ত্র করা হয়েছে । (পিটিআই)
আরও পড়ুন:
- সুপ্রিম রায়ে নির্বাচনী প্রতীক 'ব্যাট' না পেয়ে নির্দল হয়েই ভোটে লড়বে ইমরানের দল
- মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে ইমরান
- ইমরান খানের মনোনয়ন বাতিল, জানাল পাকিস্তানের নির্বাচন কমিশন