ঢাকা, 27 অক্টোবর: দেশত্যাগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এবার তাঁর দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মী-সমর্থকরা কার্যত পালিয়ে বেড়াচ্ছে ৷ 15 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে শাসন করেছেন হাসিনা ৷ তাঁকে ক্ষমতাচ্যুত করার পরই দেশ ছেড়েছেন হাসিনা ৷ এরপরই গত 23 অক্টোবর মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেন। তারপরই অথৈ জলে ছাত্রলীগের কর্মী-সমর্থকরা ৷
অগস্টে ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী আত্মগোপন করলেও আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অন্তত 50 হাজার কর্মী-সমর্থক তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিল ৷ কিন্তু, ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে যাওয়ায় তারাই এখন কার্যত পালিয়ে বেড়াচ্ছে ৷ এক ছাত্রলীগ সমর্থকের কথায়, "কিছুদিন আগে, আমি এখানে দলের মুখপাত্র ছিলাম ৷ এখন আমি পলাতক ব্যক্তির মতো ঘুরে বেড়াচ্ছি ৷ আমার কোনও ভবিষ্যতও নেই।"
রসায়নে স্নাতক ওই ছাত্রটি জানিয়েছে, ছাত্র বিক্ষোভের উপর সরকারের দমন-পীড়নে অংশ নেয়নি সে। বর্তমানে নিষিদ্ধ দলে তার যোগের বিষয়ে কথা বলতে গিয়ে ওই ছাত্র বলেন, "আমি একজন ভালো ছাত্র ছিলাম ৷ রাজনীতি খুব কমই করতাম ৷ কিন্তু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ছিল ওতপ্রতভাবে জড়িত। সুতরাং, যোগদান করতে হয়েছে।" সে এও জানিয়েছে, একজন ছাত্রলীগ নেতা হওয়ার জেরে তার সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাও ছিল ৷
তবে হাসিনার পতনের পরেও সেখানে পরিস্থিতি শান্ত হয়নি ৷ আওয়ামী লীগের দাবি, তাদের কয়েক'শো সদস্যকে হত্যা করা হয়েছিল। অনেকেই আত্মগোপন করেছেন বা পালানোর চেষ্টা করার সময় আটক হয়েছেন। আওয়ামী লীগের অনুমান অনুযায়ী, সারা দেশে তাদের অন্তত 50 হাজার ছাত্রনেতা এবং সহযোগীরা এখন পালিয়ে বেড়াচ্ছেন ৷ বাংলাদেশের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সে দেশের একটি আদালত শনিবার পুলিশকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ 23 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলার তদন্ত রিপোর্ট 28 নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ।
শাহরিন আরিয়ানা নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেত্রীকে 18 অক্টোবর ভুয়ো অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ ৷ একই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও এক ছাত্রলীগ নেতা সৈকত রায়হানকেও গ্রেফতার করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী শামীম আহমেদকে 18 সেপ্টেম্বর পিটিয়ে হত্যা করা হয় বলেও অভিযোগ ৷ (এএনআই)