পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ইজরায়েলে মিসাইল হামলায় মৃত্যু এক ভারতীয়ের, জখম আরও 2

Indian Died in Israel: সোমবার উত্তর ইজরায়েলের লেবানন থেকে ছোড়া অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপনাস্ত্র হামলায় নিহত এক ভারতীয় নাগরিক ৷ নিহত পাটনিবিন ম্যাক্সওয়েল ৷ আহত জোসেফ জর্জ ও পল মেলভিন ৷ সকলেই কেরলের বাসিন্দা ৷

Etv Bharat
ফাইল চিত্র

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 9:16 AM IST

Updated : Mar 5, 2024, 10:09 AM IST

জেরুজালেম, 5 মার্চ: লেবানন থেকে ছোঁড়া অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল হামলায় ইজরায়েলে নিহত ভারতীয় নাগরিক ৷ সোমবার ইজরায়েলের উত্তর প্রান্তে মার্গালিওটে আঘাত হানে এই ক্ষেপণাস্ত্রটি ৷ ঘটনায় এক ভারতীয়ের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও দু’জন ভারতীয় ৷ নিহত এবং আহতরা কেরলের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

জেরুজালেম সূত্রে খবর, সোমবার স্থানীয় সময় অনুযায়ী সকাল 11টা নাগাদ ক্ষেপণাস্ত্র হামলা হয় ৷ স্থানীয় ইজরায়েলের উত্তর গ্য়ালিলি এলাকার মার্গালিওটের মোশাভ (সম্মিলিত কৃষি সম্প্রদায়) অঞ্চলে হামলাটি হয় ৷ উদ্ধার পরিষেবা প্রদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)-এর মুখপাত্র জাকি হেলার এমনটাই জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআইকে ৷ নিহত পাটনিবিন ম্যাক্সওয়েল কেরলের কোল্লামের বাসিন্দা ৷ স্থানীয় জিভ হাসপাতালে তাঁর মৃতদেহ সনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনিক আধিকারিকদের তরফে ৷ আহত বাকি দুই ভারতীয় বুশ জোসেফ জর্জ ও পাল মেলভিন আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, গুরুতর আহত অবস্থায় পেট কিভ এলাকার বেলিনসন হাসপতালে ভরতি করা হয়েছে আহত জর্জকে ৷ তাঁর মুখে এবং সারা দেহে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে ৷ আপাতত পর্যবেক্ষণে আছেন তিনি ৷ অস্ত্রোপচারের বিষয়ে প্রশাসনের তরফে ওই ব্যক্তির পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই ৷

আহত আরও এক ব্যক্তি মেলভিনের আঘাত গুরুতর না-হলেও তিনিও জিভ হাসপাতালেই চিকিৎসাধীন ৷ মেলভিন কেরলের ইদুক্কি জেলার বাসিন্দা ৷ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) সূত্রে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রটি একটি কৃষি ফার্মের উপর বর্ষণ করা হয় ৷ ঘটনার সময় বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন ৷ যাদের মধ্যে একজনের মৃত্যু হলেও বাকি 7 জন আহত হয়েছেন ৷ প্রাথমিক ভাবে অনুমান ক্ষেপণাস্ত্র হামলাটিতে লেবাননের শিয়া হিজবুল্লাহ গোষ্ঠি জড়িত ৷

আরও পড়ুন:

  1. নয়া পাক প্রধানমন্ত্রীর মুখে কাশ্মীর প্রসঙ্গ, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্কের অঙ্গীকার
  2. মার্কিন মুলুকে গুলি করে হত্যা কলকাতার নৃত্যশিল্পীকে, প্রতিবাদে সরব অভিনেত্রী দেবলীনা
  3. প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আরও এগোলেন ট্রাম্প, 3 প্রদেশে হারালেন প্রতিপক্ষ নিক্কিকে

ফাইল চিত্র

Last Updated : Mar 5, 2024, 10:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details