পশ্চিমবঙ্গ

west bengal

কারাবন্দি থেকে রাষ্ট্রনায়ক-চিনে নিন মহম্মদ ইউনুসকে - Bangladesh Unrest

By PTI

Published : Aug 6, 2024, 9:14 PM IST

Muhammad Yunus: নোবেল পেয়েছিলেন শান্তিতে ৷ এবার তাঁর হাতেই যেতে চলেছে বাংলাদেশের শান্তির ভার ৷ নোবেলজয়ীর জীবনে বিতর্ক এসেছে বারবার ৷ তাঁকে জোঁক পর্যন্ত বলেছিলেন হাসিনা, যেতে হয়েছে জেলেও ৷ এবার সেই হাসিনার ফেলে আসা আসনেই বসছেন ইউনুস ৷

Muhammad Yunus
মহম্মদ ইউনুস (মহম্মদ ইউনুসের ফেসবুকের ছবি)

ঢাকা, 6 অগস্ট: শেখ হাসিনার পর কে? এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ৷ উত্তর জানতে আগ্রহী তামাম দুনিয়া ৷ মঙ্গলবার সকালটা এই প্রশ্ন দিয়ে শুরু হলেও বেলা বাড়তেই মিলেছে জবাব ৷ মহম্মদ ইউনুসের উপরেই আস্থা রাখছে বিভিন্ন পক্ষ ৷ শান্তিতে নোবেলজয়ী বাঙালি হিসেবে তাঁকে চেনে গোটা দুনিয়া ৷ বাংলাদেশের রাজনীতি চেনেন এমন মানুষরা জানেন ইউনুস ঘোষিত শেখ হাসিনা বিরোধী ৷ সদ্য় প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁকে একবার 'জোঁক' বলেছিলেন ৷ ইউসুফও ক্রমাগত আক্রমণ শানিয়ে গিয়েছেন হাসিনাকে লক্ষ্য করে ৷

সমাজের সবচেয়ে গরিব অংশের কাছে ব্যাঙ্কের কথা তুলে ধরে তাঁদের জীবনকে এক বিশেষ আর্থিক শৃঙ্খলার মধ্যে বেঁধে ফেলেছিলেন, পরবর্তীতে শান্তিতে নোবেল পেয়েছিলেন ইউনুস ৷ এবার তাঁর হাতেই থাকছে বাংলাদেশের ব্য়াটন ৷ এই ভাবি রাষ্ট্রপ্রধানের জীবনকে ব্যাখ্যা করতে হলে 2006 সালকে সবার আগে মনে রাখতে হবে ৷

শান্তিতে নোবেল পান ইউনুস ৷ তাঁকে নোবেল এনে দেয় তাঁর নিজের হাতে তৈরি গ্রামীণ ব্যাঙ্ক ৷ 1983 সালে সমাজের অর্থ ব্যবস্থার একেবারে প্রান্তে থাকা মানুষকে ব্যাঙ্কের সঙ্গে পরিচিত করতে গ্রামীণ ব্যাঙ্ক তৈরি করেন ৷ গরিব মানুষকে লোন দেওয়া নিয়ে পৃথিবীর সমস্ত দেশের ব্যাঙ্কই আপত্তি করে ৷ এখানেই উদ্যোগ নেন ইউনুস ৷ তাঁর থেকে লোন পেয়ে কাজ শুরু করে সুদিন ফিরে আসে অনেক পরিবারে ৷

তাঁর জন্ম চট্টগ্রামে, 1944 সালে ৷ লামাবাজার প্রাথমিক স্কুলে পড়াশুনো করেন ৷ পরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল হয়ে কলেজে ভর্তি হন ৷ 1952 সাল থেকে শুরু হয় বিদেশ ভ্রমণ ৷ তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে শুরু করে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে যান তিনি ৷ পরে ছয়ের দশকের শুরুতে বাংলাদেশ থেকে বিএ এবং এমএ পাশ করেন ৷

অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৷ পরে চলে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৷ এরপর আমেরিকায় যান উচ্চশিক্ষার জন্য ৷ সেখানে পড়া শেষে বছর তিনেক অধ্যাপনাও করেন ৷ সাতের দশকের শুরুতে আবারও চট্টগ্রামেকর অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন ইউনুস ৷ 1974 সালে চট্টগ্রামে দুর্ভিক্ষ দেখা দিলে সেই কাজ ছেড়ে দেন ৷ তখন থেকেই গরিবদের জন্য কিছু করার কথা মনে হয় তাঁর ৷ আরও পরে শুরু হয় গ্রামীণ ব্যাঙ্ক ৷

দীর্ঘ কর্মজীবনে একাধিক পুরস্কার ও সম্মান পেয়েছেন তিনি ৷ নোবেল ছাড়াও পেয়েছেন ব়্যামন ম্যাগসেসে অ্যাওর্য়াড, সিডনি শান্তি পুরস্কার, দ্য ওর্য়াল্ড ফুড প্রাইজ এবং আমেরিকার স্বাধীনতা দিবসের পুরস্কার পেয়েছেন ৷ এর পাশাপাশি আরও পুরস্কার পেয়েছেন তিনি ৷ 2008 সাল থেকে তাঁর জীবনে সমস্যা তৈরি হতে শুরু করে ৷ এর ঠিক এক বছর আগে নিজের রাজনৈতিক দল তৈরির ঘোষণা করেন তিনি ৷ কিন্তু, কয়েকটি অভিযোগ আসায় 2008 সালে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয় ৷ সে সময়ই হাসিনার রোষের মুখে পড়েন ইউনুস ৷ হাসিনা দাবি করেন, মহিলাদের দেওয়া লোন ফিরে পেতে নানা রকমের অনৈতিক উপায়ের সাহায্য নিচ্ছেন ইউনুস ৷ এরপর 2011 ব্যাঙ্কের কাজকর্মের উপর নজরদারি শুরু হয় ৷

ABOUT THE AUTHOR

...view details