ঢাকা, 7 অগস্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন দেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস ৷ মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতা ও সামরিক বিভাগের তিন প্রধানের সঙ্গে রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন বৈঠকের পর শান্তিতে নোবেল জয়ী ইউনুসকে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেন রাষ্ট্রপতির প্রেস-সচিব মহম্মদ জয়নাল আবেদিন ৷ ছাত্র আন্দোলনের চাপে এদিন দুপুরেই সংসদ ভেঙে দিয়েছিলেন রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন ৷
দেশজুড়ে বিক্ষোভের জেরে 5 অগস্ট অর্থাৎ সোমবারই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ৷ এদিন সন্ধ্যায় বাংলাদেশ এয়ারফোর্সের বিশেষ বিমানে ভারতে আসেন তিনি ৷ আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন শেখ মুজিবুরের কন্যা ৷ হাসিনা সরকারের পতনের পর দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে 84 বছরের নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে দাায়িত্ব দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ৷ প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যদের বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস-সচিব ৷
বাংলাদেশের আওয়ামি লিগ সরকার ভাঙনের পর আন্দোলনকারী ছাত্র সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্রনেতা নাহিদ ইসলাম একটি ভিডিয়ো বার্তায় বলেন, "আমরা ঠিক করেছি, অন্তর্বর্তী সরকার গঠিত হবে ৷ তাতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী ড. মহম্মদ ইউনুস থাকবেন ৷ তাঁর খ্যাতি সারা বিশ্বে ৷ তিনিই অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা হবেন ৷" ছাত্রনেতা জানান, অর্থনীতিবিদ বাংলাদেশকে বাঁচানোর এবং নতুন করে সরকার গঠনের দায়িত্ব নিতে রাজিও হয়েছেন ৷ এই সরকারের অন্যান্য সদস্যদের কথা খুব শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছিলেন নাহিদ ইসলাম ৷