পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস - BANGLADESH INTERIM GOVT CHIEF - BANGLADESH INTERIM GOVT CHIEF

Mohammad Yunus appointed Bangladesh Interim Government Chief: মঙ্গলবার দুপুরে ছাত্র সংগঠনের চাপের মুখে সংসদ ভেঙে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন ৷ রাতে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের দাবি মেনে মহম্মদ ইউনুসকে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব দিলেন রাষ্ট্রপতি ৷

নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস
Nobel laureate Mohammad Yunus (ছবি সৌজন্য়: অর্থনীতিবিদের ফেসবুক পেজ)

By PTI

Published : Aug 7, 2024, 6:46 AM IST

Updated : Aug 7, 2024, 7:03 AM IST

ঢাকা, 7 অগস্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন দেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস ৷ মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতা ও সামরিক বিভাগের তিন প্রধানের সঙ্গে রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন বৈঠকের পর শান্তিতে নোবেল জয়ী ইউনুসকে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেন রাষ্ট্রপতির প্রেস-সচিব মহম্মদ জয়নাল আবেদিন ৷ ছাত্র আন্দোলনের চাপে এদিন দুপুরেই সংসদ ভেঙে দিয়েছিলেন রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন ৷

দেশজুড়ে বিক্ষোভের জেরে 5 অগস্ট অর্থাৎ সোমবারই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ৷ এদিন সন্ধ্যায় বাংলাদেশ এয়ারফোর্সের বিশেষ বিমানে ভারতে আসেন তিনি ৷ আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন শেখ মুজিবুরের কন্যা ৷ হাসিনা সরকারের পতনের পর দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে 84 বছরের নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে দাায়িত্ব দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ৷ প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যদের বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস-সচিব ৷

বাংলাদেশের আওয়ামি লিগ সরকার ভাঙনের পর আন্দোলনকারী ছাত্র সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্রনেতা নাহিদ ইসলাম একটি ভিডিয়ো বার্তায় বলেন, "আমরা ঠিক করেছি, অন্তর্বর্তী সরকার গঠিত হবে ৷ তাতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী ড. মহম্মদ ইউনুস থাকবেন ৷ তাঁর খ্যাতি সারা বিশ্বে ৷ তিনিই অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা হবেন ৷" ছাত্রনেতা জানান, অর্থনীতিবিদ বাংলাদেশকে বাঁচানোর এবং নতুন করে সরকার গঠনের দায়িত্ব নিতে রাজিও হয়েছেন ৷ এই সরকারের অন্যান্য সদস্যদের কথা খুব শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছিলেন নাহিদ ইসলাম ৷

গতকাল শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পরপরই দেশের দায়িত্ব নেয় বাংলাদেশের সেনাবাহিনী ৷ দেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করেন ৷ দেশবাসীর উদ্দেশ্যে জানান, আওয়ামি লিগ ছাড়া জামাত-ই-ইসলামি ও অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে সরকার গঠনের জন্য কথা বলেন ৷

এদিকে ছাত্ররাও অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তুতি নিতে শুরু করে ৷ বৈষম্য বিরোধী ছাত্রসংগঠন দাবি করে, দ্রুত সংসদ ভেঙে দিতে হবে ৷ এরপরই রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন ৷ তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির নির্দেশও দেন ৷ তিনি একাধিক মামলায় অভিযুক্ত হয়ে গৃহবন্দি ছিলেন ৷

সরকার গঠন প্রসঙ্গে নাহিদ আরও জানান, দেশ এখনও অস্থির ৷ গতকাল তিনি জানিয়েছিলেন 24 ঘণ্টার মধ্যে অন্তর্বর্তী সরকারের রূপরেখা ঘোষণা করবেন ৷ এই অশান্ত অবস্থায় তিনি শুধু দ্রুত নাম ঘোষণা করতে বাধ্য হয়েছেন ৷ ছাত্রনেতা রাষ্ট্রপতির কাছে আর্জি জানিয়েছিলেন, ইউনুসের নেতৃত্বে দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন করা হোক ৷ স্বল্প ঋণের মাধ্যমে কীভাবে দরিদ্র শ্রেণির উন্নয়ন সম্ভব, এই বিষয়ে গবেষণা করে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার পান মহম্মদ ইউনুস ৷ এই মুহূর্তে নোবেলজয়ী অর্থনীতিবিদ দেশের বাইরে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ তিনি হাসিনার পদত্যাগকে দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে বলে উল্লেখ করেছেন ৷

Last Updated : Aug 7, 2024, 7:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details