জেরুজালেম, 19 এপ্রিল: সিরিয়ার এয়ার ডিফেন্স ইউনিট লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইজরায়েল ৷ শুক্রবার সকাল থেকে মধ্যপ্রাচ্যে ইরানের তরফে হামলা চালানোর একটা খবর শোনা যাচ্ছিল ৷ এবার সিরিয়ার সরকারি সংবাদসংস্থা তাদের সেনা বাহিনীকে উদ্ধৃত করে করে অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছে, শক্রবার ভোরে সিরিয়ার এয়ার ডিফেন্স ইউনিটে সেই হামলার জেরে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে ৷
উল্লেখ্য, শুক্রবার ভোরে ইরানের সবচেয়ে বড় বায়ুসেনা ঘাঁটি ও নিউক্লিয়ার কেন্দ্রের কাছে ইজরায়েলের যুদ্ধবিমান দেখা গিয়েছিল ৷ মনে করা হচ্ছিল, গত শনিবার ইরানের ড্রোন ও মিসাইল হামলার জবাব দিতে চলেছে ইজরায়েল ৷ কিন্তু, হামলা হল সিরিয়ায় যা ইরানের ইসফাহান শহরের ঠিক পশ্চিমে দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থিত ৷ এই হামলার জেরে ইরান তাদের এয়ার ডিফেন্স ব্যাটারিগুলিকে সক্রিয় করে দেয় ৷ সেই সঙ্গে একাধিক বিমানের দিক পরিবর্তন করে দেওয়া হয়েছে ৷ এমনকি কিছু বিমানকে জরুরি অবতরণ করিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷
গত শনিবার ইজরায়েলে কয়েকশো ড্রোন ও মিসাইল হামলার পর, ইজরায়েলি প্রত্যাঘাতের আশঙ্কায় প্রমাদ গুনছিল তেহরান ৷ কিন্তু, এক্ষেত্রে তেমনটা হয়নি ৷ উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাস জঙ্গি গোষ্ঠী ইজরায়েলে আকাশপথে বোমাবর্ষণ করে ৷ তার প্রত্যাঘাতে একসপ্তাহের মধ্যে প্রথমে আকাশপথে ও পরে স্থলভাগে গাজা পট্টিতে হামলা চালায় ইজরায়েল ৷ দীর্ঘ 4-5 মাসের লাগাতার হামলায় গাজা পট্টি-সহ প্যালেস্তাইন তছনছ হয়ে গিয়েছে ৷