পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

তরুণী স্ত্রী'কে কুপিয়ে হত্যা, আদালতে দায় স্বীকার লন্ডন নিবাসী ভারতীয় বংশোদ্ভূতের

Indian-Origin Dies in London: ক্রয়ডনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত সাহিল শর্মা গত বছরের অক্টোবরে দক্ষিণ লন্ডনে তাঁর 19 বছর বয়সি স্ত্রীকে হত্যার দায় স্বীকার করলেন। নিহত স্ত্রীয়ের মরদেহ পঞ্জাবের নিজ গ্রামে পাঠানো হয়েছিল। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি।

তরুণী স্ত্রী'কে হত্যার দায় স্বীকার লন্ডনে
Indian-Origin Dies in London

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 2:28 PM IST

লন্ডন, 11 ফেব্রুয়ারি:বছর ঊনিশের স্ত্রী'কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সেই ৷ আদালতে দোষ স্বীকার করে নিল লন্ডন নিবাসী 24 বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত সাহিল শর্মা ৷ গত বছর অক্টোবরে দক্ষিণ লন্ডনে তার 19 বছর বয়সি স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করে ৷ বৃহস্পতিবার দোষ স্বীকার করে নেয় সে ৷ ক্রয়ডনের বাসিন্দা সাহিল শর্মাকে বৃহস্পতিবার কিংস্টন ক্রাউন কোর্টে পেশ করা হয় ৷ সেখানে সে পঞ্জাবের গুরুদাসপুর (জন্মস্থান) নিবাসী মেহক শর্মাকে খুন করার কথা স্বীকার করে নিয়েছে। আগামী 26 এপ্রিল একই আদালতে সাহিল শর্মার সাজা ঘোষণা করা হবে, শনিবার মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে এমনটা জানিয়েছে।

"29 অক্টোবর, 2023-এ অভিযুক্ত সাহিল শর্মা 999 নম্বরে ডায়াল করে পুলিশ আধিকারিককে বলে যে, সে অ্যাশ-ট্রি ওয়েতে (তাদের বাড়ি) স্ত্রীকে হত্যা করেছে। পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছনোর পর মেহক শর্মার ঘাড়ে ছুরির আঘাত লক্ষ্য করেন ৷ তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার প্রায় 20 মিনিট পরে সাহিলের স্ত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ৷ এরপর 31 অক্টোবর, 2023-এ মেহকের ময়নাতদন্ত হলে তার কারণ জানা যায় ছুরির আঘাতের কারণে মারা গিয়েছেন মেহক," এমনটাই বলেছেন মেট্রোপলিটন পুলিশের স্পেশালিস্ট ক্রাইম কমান্ডের তদন্তকারী আধিকারিক লরা সেম্পল ৷"

মেহকের মৃতদেহ গতবছর ডিসেম্বরে পঞ্জাবে তাঁর জন্মস্থান জোগি চিমা গ্রামে পাঠানে হয়, শেষকৃত্যের জন্য ৷ মিডিয়া রিপোর্ট অনুসারে, মেহকের মা লন্ডনে তাঁর মেয়েকে হয়রানি, প্রাণে মারার হুমকি এবং শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ এনেছিলেন। তদন্তকারী আধিকারিক ইন্সপেক্টর সেম্পল বলেন, "মেহককে তার নিজের বাড়িতেই হত্যা করা হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. পারডিউ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃত্যু, আত্মহত্যা বলছে কর্তৃপক্ষ
  2. আড়ালে পাকিস্তানের চরবৃত্তির অভিযোগ, মেরঠ থেকে গ্রেফতার ভারতীয় দূতাবাসেরই এক কর্মী
  3. সোমালিয়ায় জলদস্যুদের কবলে জাহাজ ! 19 পাকিস্তানি নাগরিককে উদ্ধার ভারতীয় নৌসেনার

ABOUT THE AUTHOR

...view details