ওয়াশিংটন, 10 ফেব্রুয়ারি: ফের বিদেশের মাটিতে ভারতীয়ের মৃত্যু ৷ দুষ্কৃতীদের হামলার শিকার হয়ে 41 বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূতর মৃত্যু হয়েছে মার্কিন মুলুকে ৷ মৃতের নাম বিবেক তানেজা ৷ তিনি ডায়নামো টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ছিলেন বলে জানা গিয়েছে ৷
জানা গিয়েছে, ওয়াশিংটনের একটি রেস্তোরাঁর বাইরে কয়েকদিন আগে বিবেকের সঙ্গে এক ব্যক্তির ঝামেলা হয় ৷ সেই বিবাদের জেরেই নাকি বিবেকের উপর হামলা হয় বলে জানা গিয়েছে ৷ গত 2 ফেব্রুয়ারি 15 স্ট্রিট নর্থওয়েস্টের 1100 ব্লকে রেস্তোরাঁর বাইরে একটি হামলার খবর পায় পুলিশ। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে বিবেক তানেজাকে ফুটপাথে পড়ে থাকতে দেখেন । গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভরতি ছিলেন তিনি ৷ বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । মেট্রোপলিটন পুলিশ বিবেকের মৃত্যুকে খুন হিসেবে অনুমান করে তদন্ত শুরু করেছে ।
প্রাথমিক তদন্তে পাওয়া গিয়েছে, মাথায় গুরুতর আঘাতের জেরে বিবেক তানেজার মৃত্যু হয়েছে ৷ বিবেকের উপর আক্রমণকারী ব্যক্তিকে খুঁজছেন মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের তদন্তকারী আধিকারিকরা । সিসিটিভি ক্যামেরায় ওই অজ্ঞাতকে বিবেকের উপর হামলা চালাতে দেখা গিয়েছে ৷ এরপরেই পুলিশ তার সন্ধানে নেমেছে ৷ মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট অভিযুক্তের খোঁজ দেওয়া ব্যক্তিদের পুরস্কৃত করে । এ ক্ষেত্রে ওই ব্যক্তির খোঁজ দেওয়া ব্যক্তিকে পুরস্কারের কথা জানানো হয়েছে ৷