ওয়াশিংটন, 23 নভেম্বর:আমেরিকার বিমান সরঞ্জাম রাশিয়ায় পাচারের অভিযোগ ভারতীয়র বিরুদ্ধে ৷ মায়ামি থেকে 57 বছরের সেই ব্যক্তিকে গ্রেফতার করল মার্কিন প্রশাসন ৷ এমনটাই জানাল, আমেরিকার বিচার বিভাগ ৷
শুক্রবার এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে মার্কিন প্রশাসনের তরফে ৷ সেখানে তাদের দাবি, সঞ্জয় কৌশিক নামে ওই ব্যক্তির বিরুদ্ধে এক্সপোর্ট কন্ট্রোল রিফর্ম অ্য়াক্ট-এর আওতায় একাধিক অভিযোগ আনা হয়েছে ৷ তাদের আরও দাবি, বেশকিছুদিন ধরে আমেরিকায় তৈরি সামরিক ও অসামরিক বিমান সরঞ্জাম রাশিয়ায় পাচারে ষড়যন্ত্রের সঙ্গে তিনি যুক্ত ৷
দীর্ঘদিন ধরে তাঁকে খোঁজার চেষ্টা করছে মার্কিন প্রশাসন ৷ অবশেষে গত 17 অক্টোবর মায়ামি থেকে সঞ্জয় কৌশিককে গ্রেফতার করা হয় ৷ এবার সেই খবর প্রকাশ্যে আনা হল ৷ সমস্ত অভিযোগ প্রমাণিত হলে 20 বছরের জেল হতে পারে সঞ্জয়ের ৷ পাশাপাশি 1 লক্ষ মার্কিন ডলার জরিমানাও দিতে হতে পারে ৷
আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ নথি পেশ করেন তদন্তকারী আধিকারিকরা ৷ সেই তথ্য অনুযায়ী, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর কিছুদিন পর রাশিয়ায় পাচারের উদ্দেশে মার্কিনী অত্যাধুনিক প্রযুক্তি ও অ্য়ারোস্পেস পণ্য রফতানির ষড়যন্ত্র করেন অভিযুক্ত ব্যক্তি ৷ রাশিয়ায় পাচারের জন্য় অরেগনের এক সংস্থার কাছ থেকে অ্যাটিটিউড হেডিং রেফারেন্স সিস্টেম (এএইচআরএস) নামক দিকনির্ণায়ক যন্ত্র কেনেন সঞ্জয় ও তাঁর সঙ্গীরা ৷ এই সমস্ত অভিযোগে সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে ৷
প্রসঙ্গত, যুদ্ধের প্রথম থেকেই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আমেরিকা ৷ অত্যাধুনিক যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য় করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ৷ অন্যদিকে, এই আবহে যুদ্ধ থামাতে একাধিকবার দুই দেশের রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সম্প্রতি, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ঝাঁঝ আরও কয়েকগুণ বাড়িয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷