পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

তিনি নিজের মত বলতেই পারেন, তবে তা সঠিক নয়; জয়শংকরের দাবি ওড়ালেন কানাডার মন্ত্রী - Canada Minister Slams Jaishankar - CANADA MINISTER SLAMS JAISHANKAR

Canada Minister Slams Jaishankar: খালিস্তান ইস্যুতে উত্তপ্ত কথা চালাচালিতে ভারত-কানাডার সম্পর্কের তিক্ততা আরও বাড়ল ৷ কানাডা সম্পর্কে বিদেশমন্ত্রী জয়শংকরের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার ৷ ইটিভি ভারতের চন্দ্রকলা চৌধুরীর প্রতিবেদন ।

ETV BHARAT
জয়শংকরের দাবি ওড়ালেন কানাডার মন্ত্রী (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 7:41 PM IST

নয়াদিল্লি, 7 মে: ওটাওয়া শিথিল মনোভাব নিয়ে চলে ৷ সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দেশে অভিবাসনের অনুমতি দিয়েছে কানাডা। বিদেশমন্ত্রী জয়শংকরের এই অভিযোগ মানতে চাইলেন না কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার ৷ মঙ্গলবার তিনি কড়া সুরেই জয়শংকরের মন্তব্যের জবাব দিয়েছেন ৷

কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার কেবল পাবলিক অ্যাফেয়ার্স চ্যানেল (সিপিএসি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শংকরের মন্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেন, "আমরা শিথিল নই । ভারতীয় বিদেশমন্ত্রী নিজের মতামত দিতেই পারেন । আমি তাঁকে তাঁর মনের কথা বলতে দেব । তবে এটা সঠিক কথা নয় ৷"

সম্প্রতি নয়াদিল্লির সতর্কতা সত্ত্বেও সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত ভারত থেকে যাওয়া ব্যক্তিদের স্বাগত জানানোর জন্য কানাডার সমালোচনা করেছেন । জয়শংকর দাবি করেন যে, কানাডায় কয়েকজন ব্যক্তি পাকিস্তানপন্থী ভাবধারা নিয়ে একটি রাজনৈতিকভাবে প্রভাবশালী লবি গঠন করেছে ।

অভিযুক্তের ভিসার স্টেটাস জানতে চাইলে কানাডার মন্ত্রী চলমান পুলিশি তদন্তের কারণে সুনির্দিষ্ট তথ্য প্রদান করা থেকে বিরত থাকেন ৷ তিনি বলেন, "এই ধরনের অনুসন্ধানগুলি আরসিএমপিকে নির্দেশ দেওয়া উচিত ।"

বর্তমানে ভারত-কানাডা সম্পর্ক ফের নতুন করে তিক্ত হয়েছে ৷ বিদেশমন্ত্রী জয়শংকর রবিবার জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন কানাডা সরকারকে 'রাজনৈতিক উদ্দেশ্যে' সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের ক্রমাগত ভিসা দেওয়ার জন্য নিন্দা করেন । তিনি বলেন, দেশটি বাকস্বাধীনতার নামে 'চরমপন্থা, বিচ্ছিন্নতাবাদ এবং সহিংসতার প্রবক্তাদের' বৈধতা দিয়ে আসছে ।

কানাডা খালিস্তান জঙ্গি হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বলে দাবি করার একদিন পরে, জয়শংকর বলেছিলেন যে, জাস্টিন ট্রুডোর দেশ মনে করে, তারা যেভাবে অপরাধীদের লালন-পালন করছে তার কোনও প্রতিক্রিয়া হবে না ।

আরও পড়ুন:

  1. কানাডাকে ফের ভিসা দেওয়া শুরু করতে পারে ভারত! বার্তা জয়শংকরের
  2. মিউনিখ নিরাপত্তা কনফারেন্সের আসরে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা জয়শংকরের
  3. 'বিশ্বায়নের যুগের নামে দীর্ঘদিন ধরে অন্যায় প্রতিযোগিতা সহ্য করছে ভারত', বললেন বিদেশমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details