ওয়াশিংটন, 1 ডিসেম্বর:রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারল ব্যুরো অফ ইনভেস্টিগেসন (FBI)-এর শীর্ষে ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ পটেলকে বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ শনিবার 'ট্রুথ সোশাল নেটওয়ার্ক'-এ নিজের সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ৷
সোশাল মিডিয়ার পোস্টে এই প্রসঙ্গে ট্রাম্প লেখেন, "অসামান্য ব্যক্তিত্ব সম্পন্ন কাশ্যপ পটেল একজন ভালো আইনজীবী ও তদন্তকারী আধিকারিক ৷ তিনি 'আমেরিকার ফার্স্ট' যোদ্ধা হিসেবে দেশবাসীর স্বার্থে নিজের কর্মজীবন কাটিয়েছেন ৷ রাষ্ট্রের অভ্যন্তরে দুর্নীতি রোধ ও ন্যয়বিচার রক্ষায় সর্বদা কাজ করেছেন কাশ ৷" সেই কারণে, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার শীর্ষপদে তাঁকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ৷
ভারতের সঙ্গে ট্রাম্পের 'মধুর' সম্পর্কের কথা কারও অজানা নয় ৷ ভারতীয়দের প্রতি তিনি যথেষ্ট শ্রদ্ধাশীল বলেই বিবেচনা করা হয় ৷ তাই এই প্রথম নয় ৷ এর আগেও রাষ্ট্রের প্রশাসনিক শীর্ষস্থানে একাধিক ভারতীয় বংশোদ্ভূতকে বেছে নিয়েছেন ট্রাম্প ৷ এর আগে আমেরিকার শীর্ষস্থানীয় স্বাস্থ্য গবেষণা সংস্থা 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ'-এর প্রধান পদে ডাঃ জয় ভট্টাচার্যকে বেছে নেন ডোনাল্ড ট্রাম্প ৷