ইসলামাবাদ, 11 ফেব্রুয়ারি:গত বৃহস্পতিবার হওয়া নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করল পাকিস্তানের নির্বাচন কমিশন ৷ সেখানে বাজিমাত করলেন ইমরান খানের তেহরিক-এ-ইনসাফ সমর্থিক নির্দল প্রার্থীরা ৷ মোট 101টি আসনে জয়ী হয়েছেন নির্দলরা ৷ উল্লেখ্য, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির 265 আসনের মধ্যে 264 আসনে ফলাফল ঘোষণা হয়েছে ৷ সেখানে নওয়াজ শরিফের পিএমএল-এন 75টি আসন পেয়েছে ৷ অন্যদিকে, সরকারে থাকা বিলাবল জারদারি ভুট্টোর পিপিপি পেয়েছে 54টি আসন ৷
তবে, এদিন নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে অস্বাভাবিক দেরি হয় ৷ যা নিয়ে ফের একবার পাকিস্তানের রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে ৷ কোনও কোনও রাজনৈতিক দল কারচুপির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয় ৷ তবে, কিছুক্ষণ আগে 265টি আসনের মধ্যে 264 আসনে ফলাফল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন ৷ বাকি একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছিল ৷
অন্যদিকে, পঞ্জাব প্রদেশের খুশাবের 88টি আসনের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি ৷ সেখানে জালিয়াতির অভিযোগ উঠেছে ৷ ফলে পাকিস্তান নির্বাচন কমিশন সেই আসনগুলির ভোট গণনা স্থগিত করে দিয়েছে ৷ জালিয়াতির যে অভিযোগ উঠেছে, তা যাচাইয়ের পর সেই আসনগুলিতে ফলাফল ঘোষণা করা হবে ৷ তবে, ইমরান খানের দলের সমর্থনে নির্বাচনে লড়া নির্দল প্রার্থীরা ভালো ফল লাভ করেছেন ৷ তারা 101টি আসনে জয়ী হয়েছে ৷ অন্যদিকে, নওয়াজ শরিফের দল পিএমএল-এন 75টি আসন পেয়েছে ৷