দ্য হেগ (নেদারল্যান্ডস), 25 জানুয়ারি:গাজায় ইজরায়েলি সেনার অভিযানকে একটি রাষ্ট্রের নেতৃত্বে হওয়া 'গণহত্যা' বলে অভিযোগ করেছিল দক্ষিণ আফ্রিকা ৷ শুক্রবার আন্তর্জাতিক আদালতে (আইসিজে) এই মামলার অন্তর্বর্তীকালীন রায় ঘোষণা হবে ৷ রায় ঘোষণার পরই জানা যাবে ইজরায়েলের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা ৷ হেগের পিস প্যালেসে স্থানীয় সময় শুক্রবার দুপুর 1টায় একটি পাবলিক সিটিং অনুষ্ঠিত হবে ৷ যেখানে বিচারক জোয়ান ই ডনোগুই এই মামলার অন্তর্বর্তীকালীন রায় ঘোষণা করবেন বলে ঠিক হয়েছে ৷
আইসিজের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "শুক্রবার 26 জানুয়ারি 2024, আন্তর্জাতিক আদালত গাজা স্ট্রিপ (দক্ষিণ আফ্রিকা বনাম ইজরায়েল) জেনোসাইড অফ ক্রাইম অফ দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অন দ্য কনভেনশনের" আবেদন সংক্রান্ত মামলায় রায় ঘোষণা করবে ৷ হেগের পিস প্যালেসে দুপুর 1 টায় একটি পাবলিক সিটিং অনুষ্ঠিত হবে ৷ এই সময় কোর্ট প্রেসিডেন্ট জজ জোয়ান ই. ডনোগুই আদালতের নির্দেশ পাঠ করবেন ৷"
ইজরায়েলকে গাজা স্ট্রিপে তার সামরিক অভিযান অবিলম্বে স্থগিত করতে হবে ৷ এই জরুরি আবেদনের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামালা দায়ের করে । তারই রায় ঘোষণা শুক্রবার ৷ গাজার সঙ্গে যুদ্ধের সময় ইজরায়েলের নেওয়া পদক্ষেপ, গাজায় প্যালেস্তানীয়দের সম্পর্কে ইজরায়েলি কর্মকর্তাদের বিতর্কিত মন্তব্য এবং তাদের সঙ্গে কীভাবে আচরণ করা উচিত উভয়ের উপর ভিত্তি করে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা ।
এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সম্প্রতি হামাসকে চিরতরে শেষ করে দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ তিনি জোর দিয়ে বলেছেন, "কেউ আমাদের আটকাতে পারবে না ৷" নেতানিয়াহু আন্তর্জাতিক আদালতে ইজরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগগুলিকে খণ্ডন করে বলেছেন, " শুধু হেগ নয় অন্য কেউও আমাদের আটকাতে পারবে না ৷"
আরও পড়ুন:
- যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী দিন ! 24 ঘণ্টায় গাজায় 166 জনকে হত্যা করেছে ইজরায়েল
- ইজরায়েলি বাহিনীর গুলিতে মৃত্যু দেশেরই 3 বন্দির, অনুতপ্ত সেনা; প্রাণ গেল সাংবাদিকেরও
- ইজরায়েল-হামাস যুদ্ধের প্রধান শিকার নারী ও শিশুরা, প্রাণ গিয়েছে 16 হাজারের; দাবি রাষ্ট্রসংঘের