পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

লেবানন থেকে ইজরায়েলকে লক্ষ্য করে পরপর রকেট, দায় স্বীকার হিজবুল্লার - Hezbollah Strikes Israel - HEZBOLLAH STRIKES ISRAEL

Hezbollah Launches Dozens Of Rockets At Israel: হামাস প্রধানকে হত্যার দায় স্বীকার করার পর থেকেই ইজরায়েলে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে হিজবুল্লা, হুথির মতো সশস্ত্র গোষ্ঠীগুলি ৷

Hezbollah Launches Dozens Of Rockets At Israel
ইজরায়েলে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলি (এপি)

By PTI

Published : Aug 4, 2024, 10:31 AM IST

Updated : Aug 4, 2024, 1:19 PM IST

জেরুজালেম, 4 অগস্ট: ফের উত্তপ্ত মধ্য প্রাচ্য ৷ ইজরায়েলে পরপর ক্ষেপনাস্ত্র ছুড়ল হিজবুল্লা ৷ বিভিন্ন সূত্র বলছে, ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী ইজরায়েলে প্রায় 50টিরও বেশি রকেট ছুড়েছে ৷ তাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ প্রসঙ্গত, ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ের হত্যার পর থেকেই ইজরায়েলে হামলা বেড়েছে ৷

হামলার দায় স্বীকার করে হিজবুল্লা জানিয়েছে, মোশাভ বেইট হিলেলে তাদের হামলা আসলে লেবাননের কাফার কেলা এবং দেইর সিরিয়ানে ইসরায়েলের আক্রমণের প্রতিক্রিয়া ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, হিজবুল্লার আক্রমণে ইজরায়েলের বেশ কয়েকজন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন ৷ ক্ষয়ক্ষতির পরিমাণও যথেষ্ট ৷ যদিও ইজরায়েলের দাবি, তাতের অত্যাধুনিক আয়রন ডোম প্রযুক্তিতে বেশিরভাগ রকেটই মাটি ছোঁয়ার আগেই ধংস করা গিয়েছে ৷

বেশ কয়েকমাস ধরেই গাজা ভূখণ্ড নিয়ে ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতে উত্তপ্ত মধ্য প্রাচ্য, বিশেষ করে পশ্চিম এশিয়া ৷ তারমধ্যেই পালা করে ইজরায়েলে আঘাত হানছে লেবাননের হামাস কিংবা ইয়েমেন হুথির মতো গোষ্ঠীরা ৷ ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ে হত্যার পরই সেই আক্রমণ আরও তীব্রতর হয়েছে ৷ হিজবুল্লার আক্রমণের পাশাপাশি শনিবার অ্যাডেন উপসাগরের ইজরায়েলের একটি কন্টেনার জাহাজে হুথিরাও হামলা চালিয়েছে ৷

ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতে উত্তপ্ত পশ্চিম এশিয়া (এপি)

হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ায় নয়, গত 13 জুলাই এক বিমান হানায় হামাসের সেনাপ্রধান নিহত হন বলে ইজরায়েলের দাবি ৷ গত বছর 7 অক্টোবর দক্ষিণ ইজরায়েলে অতর্কিতে হামলা চালিয়েছিল হামাস ৷ সেই হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হন ৷ সেই হামলার মূল পরিকল্পনা করেছিলেন এই মহম্মদ ডেইফ ৷ ইজরায়েলি সেনার তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷

Last Updated : Aug 4, 2024, 1:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details