ওয়াশিংটন, 18 অক্টোবর: খালিস্তানি নেতা নিজ্জর হত্যা মামলায় ভারত-কানাডা সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে ৷ এই আবহে আরেক খালিস্তানি নেতা গুরপতওয়ান্ত পান্নুনকে নিয়ে জোর তরজা চলছে দুদেশের মধ্যে ৷ বিচ্ছিন্নতাবাদী এই নেতাকে হত্যার ছক কষেছিলেন ভারতের প্রাক্তন গোয়েন্দা কর্তা ৷ এই অভিযোগে তাঁর বিরুদ্ধ একাধিক মামলা রুজু করল মার্কিন প্রশাসন ৷
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর 'মোস্ট ওয়ান্টেড লিস্টে' নাম রয়েছে র (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং)-এর প্রাক্তন কর্তা বিকাশ যাদবের ৷ বাইডেন প্রশাসনের দাবি, গত বছর 22 জুন মার্কিন সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সেই সফরকালেই শিখ-মার্কিন প্রবাসী গুরপতওয়ান্ত মান্নুনকে হত্যার ছক কষা হয়েছিল ৷
এফবিআই-এর অভিযোগ, সেই পরিকল্পনায় র-এর প্রাক্তন কর্তার যোগ রয়েছে ৷ এফবিআই-এর তরফে আইনজীবীর দাবি, 39 বছরের বিকাশ যাদবকে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (আরএডব্লিউ)-এ নিযুক্ত করা হয়েছিল কেন্দ্রীয় সচিবালয়ের তরফে ৷ এই মুহূর্তে র-এর সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই বলে দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার ৷ বিকাশ যাদবের বিরুদ্ধে অর্থের বিনিময়ে হত্যা, আর্থিক তছরুপ-সহ 3টি মামলা রুজু করা হয়েছে ৷
মার্কিন বিচার বিভাগের তরফে দাবি, বিকাশের আরেক সঙ্গী নিখিল গুপ্তাকে গত বছর চেকোস্লভাকিয়া থেকে গ্রেফতার করা হয় ৷ বর্তমানে তিনি আমেরিকায় একটি জেলে বন্দি ৷ তবে এই হত্যার পরিকল্পনার নেপথ্যে বড় মাথা ছিলেন বিকাশ যাদব ৷ মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক বি গারল্যান্ড বলেন, "দেশের নাগরিকের সুরক্ষা বজায় রাখতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হবে ৷ তাঁদের অধিকার ক্ষুণ্ণ করার প্রচেষ্টা সহ্য করবে না মার্কিন বিচার বিভাগ ৷"
এফবিআই ডিরেক্টর খ্রিস্টোফার রে বলেন, "অভিযুক্ত ব্যক্তি একজন ভারতীয় সরকারি কর্মচারী ৷ তিনি তাঁর সঙ্গীর সঙ্গে আমেরিকায় এক মার্কিন নাগরিককে হত্যার পরিকল্পনা করেন ৷" যদিও আমেরিকার এই সমস্ত অভিযোগকে অস্বীকার করেছে ভারত ৷ এমনকী, মার্কিন গোয়েন্দা সংস্থার অভিযোগ পাওয়ার পরই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে নয়াদিল্লির তরফে ৷ স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, "দুই পক্ষই তদন্তের সমস্ত রিপোর্ট একে অপরের সঙ্গে ভাগ করে কাজ করে চলেছে ৷"