পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

জনসভায় গুলি ! অল্পের জন্য প্রাণরক্ষা ট্রাম্পের, মৃত্যু সমর্থকের; খতম আততায়ী - ATTACK ON DONALD TRUMP - ATTACK ON DONALD TRUMP

Shooting at Donald Trump Rally: জনসভায় বন্দুকবাজের হামলা ৷ আহত মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ পেনসিলভেনিয়ার এক জনসভায় বক্তব্য রাখার সময় তাঁর উপর প্রাণঘাতী হামলা হয় ৷

Donald Trump
ডোনাল্ড ট্রাম্প (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 7:07 AM IST

Updated : Jul 14, 2024, 2:23 PM IST

পেনসিলভেনিয়া, 14 জুলাই: অল্পের জন্য প্রাণরক্ষা ৷ পেনসিলভেনিয়ায় এক জনসভায় বক্তব্য রাখছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৷ সে সময়েই গুলি চালায় এক আততায়ী ৷ ডায়াসের নীচে বসে যান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ৷ পরে নিরাপত্তারক্ষীরা এসে তাঁকে উদ্ধার করেন ৷ দেখা যায়, ট্রাম্পের ডান কান গড়িয়ে রক্ত পড়ছে ৷

এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, ‘‘আমার ডান কানের উপরের অংশে বুলেট লেগেছে ৷ আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানাতে চাই ৷ সমাবেশে নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা । এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এমন ঘটনা ঘটতে পারে। বন্দুকধারী মারা গিয়েছে, তার সম্পর্কে এখনও কিছু জানা যায়নি । আমার ডান কানের উপরের অংশে গুলি লেগেছিল । রক্তক্ষরণ হয়েছে ৷ ঈশ্বর আমেরিকাকে আশীর্বাদ করুন !’’

নির্বাচনী প্রচারে শনিবার পেনসিলভেনিয়ায় এক জনসভায় গিয়েছিলেন ট্রাম্প ৷ প্রাক্তন প্রেসিডেন্টের বহু অনুরাগীও ওই সভায় ছিলেন ৷ ডায়াসে গিয়ে কথা বলতেও শুরু করেন মার্কিন মুলুকের প্রাক্তন সর্বাধিনায়ক ৷ তারপরেই দেখা যায় কান চেপে মাটিতে বসে পড়েন তিনি ৷ হুড়োহুড়ি পড়ে যায় পেছনে থাকা দর্শকদের মধ্যেও ৷ নিরাপত্তারক্ষীরা উদ্ধার করলে দেখা যায়, কান থেকে রক্ত বেরোচ্ছে ৷ তারমধ্যেই হাত মুঠো করে স্লোগান দিতে থাকেন ট্রাম্প ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

সিক্রেট সার্ভিসের তথ্য বলছে, প্রাক্তন প্রেসিডেন্টের কান ঘেঁষে বুলেট বেরিয়ে গিয়েছে ৷ তাতেই আহত হয়েছেন তিনি ৷ যদিও হাসপাতালে চিকিৎসার পর এখন সম্পূর্ণ সুস্থ রিপাবলিকান পার্টির নেতা ৷ ওই ঘটনায় এক বন্দুকবাজের মৃত্যু হয়েছে ৷ গুলিবিদ্ধ হয় এক ট্রাম্প সমর্থকেরও মৃত্যু হয়েছে ৷

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার যোগ্য কমলা হ্যারিস, বাইডেনের মন্তব্যে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর জল্পনা শুরু

এক্স পোস্টে ঘটনার নিন্দা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ট্রাম্পের আরোগ্য কামনা করে তিনি লিখেছেন, ‘‘পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর বিষয়ে আমাকে জানানো হয়েছে । আমি শুনে আশ্বস্ত হয়েছি যে ট্রাম্প নিরাপদ এবং ভালো রয়েছে । আমি তাঁর এবং তাঁর পরিবারের জন্য প্রার্থনা করছি ৷ আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি । আমি সিক্রেট সার্ভিসের কাছে কৃতজ্ঞ তাঁকে নিরাপদে নিয়ে আসার জন্য । আমেরিকায় এ ধরনের হিংসার কোনও স্থান নেই । এর নিন্দা জানাতে এক জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ।’’

নির্বাচনী প্রচারে মার্কিন মুলুকের 45তম প্রেসিডেন্টের উপর হামলায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে ৷ ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি লিখেছেন, ‘‘পেনসিলভানিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাবেশের সময় গুলিবিদ্ধ হয়েছেন । তাঁর আরোগ্য কামনা করছি ৷ আশা করছি পরের কয়েক মাস ঘৃণা ও হিংসা নয়, দায়িত্ব ও কর্তব্য প্রাধান্য পাবে ৷’’

Last Updated : Jul 14, 2024, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details