ওটোয়া, 15 অক্টোবর: ভারতের বিরুদ্ধে এবার বড়সড় অভিযোগ তুলল জাস্টিন ট্রুডোর সরকার ৷ কানাডার দাবি, খালিস্তানিদের সরাতে লরেন্স বিষ্ণোই গ্যাংকে ব্যবহার করছে ভারত সরকার ৷ সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) তথা কানাডার ন্যাশনাল সিকিউরিটির অ্য়াসিস্টেন্ট কমিশনার ব্রিজেট গাউভিন জানান, এবার সংগঠিত অপরাধীদের সাহায্যে চরমপন্থী খালিস্তানিদের উপর হামলা করছে ভারতীয় গোয়েন্দারা ৷
গাউভিন বলেন, "বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে ৷ তাই এই প্রসঙ্গে বিশেষ কোনও মন্তব্য এই মুহূর্তে করা যাবে না ৷ তবে আমরা নিশ্চিত, খালিস্তানিদের প্রাণে মারতে এবার বিভিন্ন অপরাধী সংগঠনকে ব্যবহার করছে ভারত ৷ তালিকায় সব থেকে উপরে রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং ৷" তাঁর দাবি, "নিজ্জরের হত্যাকে কেন্দ্র করে দু'দেশের দ্বি-পাক্ষিক সম্পর্কে যে ফাটল ধরেছে, ভারতের এই কার্যকলাপে তা আরও বড় আকার ধারণ করবে ৷"
গত বছর সেদেশের সংসদে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বড়সড় অভিযোগ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তাঁর দাবি, "খালিস্তানি নেতা নিজ্জরকে পরিকল্পনা করে খুন করেছে ভারত ৷" ট্রুডোর এই দাবির পরই দু'দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক এক প্রকার তলানিতে ঠেকে যায় ৷ ভারতের তরফে কানাডার এই অভিযোগকে সাফ অস্বীকার করা হয় ঠিকই ৷ কিন্তু কানাডার দাবি, অভিযোগ সংক্রান্ত যথাযথ তথ্য রয়েছে তাদের কাছে ৷