ঢাকা ও কলকাতা, 5 অগস্ট: পতন ঘটল বাংলাদেশে হাসিনা সরকারের ৷ অন্তর্বতী সরকার গঠন হওয়া পর্যন্ত দেশ সেনাবাহিনীর দায়িত্বে, জানালেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ৷ এদিকে, বাংলাদেশের রাজনৈতিক অশান্তির আঁচ যাতে সীমান্তে না পড়ে তার জন্য 4,096 কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তজুড়ে বিএসএফ চূড়ান্ত সতর্কতা জারি করেছ ৷ ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন বিএসএফের কার্যনির্বাহী প্রধান দলজিৎ সিং চৌধুরি ৷ বিভিন্ন জায়গায় সীমান্ত সিল করে দেওয়া হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৷ চেন্নাই থেকে ঢাকাগামী বিমান কলকাতায় অবতরণ করেছে ৷
অন্যদিকে বাংলাদেশ থেকে ওড়ার পর আগরতলা হয়ে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করল শেখ হাসিনার সি-130 পরিবহণ বিমান ৷ দেশের আকাশসীমায় প্রবেশের পর থেকে ভারতীয় বিমান বাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলির দ্বারা বিমানের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়েছিল ৷ হাসিনার পরবর্তী পরিকল্পনা কী তা এখনও স্পষ্ট নয় ৷ একটি সূত্র থেকে দাবি করা হয়েছিল হাসিনা ছেলে জয়ের কাছে লন্ডনে চলে যাবেন ৷ তবে তাতে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে ৷ তাই সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ তবে জানা গিয়েছে, মঙ্গলবার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে দেখা করতে পারেন হাসিনা ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের এই আধিকারিক কর্মসূত্রে দিল্লিতে থাকেন ৷ তাঁর সঙ্গে মঙ্গলবার দেখা হতে পারে হাসিনার ৷
পদত্যাগ করে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদসংস্থা এএফপিকে একথা জানিয়েছে । সূত্র আরও জানিয়েছে, দুপুর 2.30 মিনিট নাগাদ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছেন ৷ পাশাপাশি তাঁর বাসভবন গণভবনের দখল নিয়েছে জনতা ৷
সোমবারের বাংলাদেশ মনে করিয়ে দিয়েছে দু'বছর দুয়েক আগের শ্রীলঙ্কা ৷ ঠিক একইভাবে প্রবল জনরোষের মাঝে দেশ ছেড়েছিলেন শ্রীলঙ্কার তৎকালীন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে ৷ এবার দেশ ছাড়লেন হাসিনা ৷ শুধু তাই নয়, আওয়ামি লিগের ধানমুন্ডির কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি ওই এলাকায় থাকা দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদউদজামান খানের বাড়িতেও ভাঙচুর হয়েছে ৷ বিক্ষোভকারীরা প্রধান বিচারপতি ওবাইদুল হাসানের ধানমুন্ডির বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়ে ৷ সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হচ্ছে ৷ এর পাশাপাশি 32 নম্বর ধানমুন্ডি রোডে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতি যাদুঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে ৷ আরও পরে সংসদ ভবনের দখল নিল জনতা ৷ তাছাড়া দেশের নিজের বাসভবন বঙ্গভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন রাষ্ট্রপতি
জানা গিয়েছে, হাজার হাজার মানুষ প্রগতি সরণি ধরে এগিয়ে যান গণভবনের দিকে ৷ ধীরে ধীরে মুজিবদের বাসভবন চলে যায় জনতার দখলে ৷ বাড়ির বসার ঘর থেকে শুরু করে অন্য বিভিন্ন জায়গার দখল নিয়ে নেয় ভিড় ৷ সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই সেই সমস্ত ভিডিয়ো ছডিয়ে পড়েছে ৷ অন্যদিকে, ছাত্র আন্দোলনের কো-অর্ডিনেটর আসিফ মাহমুদ সামরিক শাসন প্রত্যাখান করেছেন ৷ স্থানীয় সময় বেলা তিনটে নাগাদ ফেসবুক পোস্টে তিনি লেখেন, "দেশ এখনও স্বাধীন হয় নাই ৷ স্বাধীনতার ঘোষণা আসলে শাহবাগ থেকে আসবে, ক্যান্টনমেন্ট থেকে না ৷"