ঢাকা, 8 নভেম্বর: অশান্ত বাংলাদেশ ! নিজেদের সুরক্ষার দাবিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব সংখ্যালঘু হিন্দুরা ৷ এই আবহে পদত্যাগ করলেন বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সকল সদস্য ৷ স্থানীয় সংবাদমাধ্যম বিডি নিউজের-এর খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কমলউদ্দিন আহমেদ-সহ 6 জন ৷
উল্লেখ্য়, সেই দেশের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনায় কয়েকদিন আগে একটি রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন ৷ তারপরই কমিশনের সদস্যদের পদত্যাগের খবর সামনে এসেছে ৷ কমিশনের স্থায়ী সদস্য, মহম্মদ সেলিম রেজা, আমিনুল ইসলাম, কঙ্গজারি চৌধুরী, বিশ্বজিৎ চন্দ এবং তানিয়া হক-রাও তাঁদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে খবর ৷
বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনা সরকার থাকাকালীন 2022 সালে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের নিযুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি মহম্মদ আব্দুল হামিদ ৷ গত 5 অগস্ট ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা ৷ দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের নেত্রী ৷ বর্তমানে সেই দেশের ক্ষমতায় রয়েছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ৷ এরপর সেই দেশের হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে ৷ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বও ৷